আইপিএলে আসছে ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি

রিভিউ পদ্ধতিতে পরিবর্তন আসছে আইপিএলেআইপিএল

আইপিলের নতুন মৌসুমে আনা হচ্ছে স্মার্ট রিপ্লে পদ্ধতি। আম্পায়ারদের সিদ্ধান্ত গ্রহণ আরও নিখুঁত এবং গতিশীল করে তুলতে এ পদ্ধতি চালু করতে যাচ্ছে বিসিসিআই। এর আগে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এ এমন পদ্ধতি চালু করা হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ পদ্ধতিতে টেলিভিশন আম্পায়ার হক-আই ক্যামেরার মাধ্যমে আরও বেশি ফুটেজ পাবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। যেখানে থাকবে আরও বেশি অ্যাঙ্গেল থেকে ‘স্প্লিট স্ক্রিন’ বা একই সঙ্গে একাধিক স্ক্রিনে রিপ্লে দেখার সুযোগ।

নতুন পদ্ধতিতে টেলিভিশন আম্পায়ার সরাসরি হক-আই অপারেটেরের ইনপুট নেবেন। তাঁরা বসবেনও একই রুমে। এর আগে টেলিভিশন আম্পায়ার ও হক-আই অপারেটরদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন ব্রডকাস্টিংয়ের প্রধান বা টেলিভিশন ডিরেক্টর।

আরও পড়ুন

এমনিতে মাঠে একটি ম্যাচে সাধারণত আটটি হক-আই ক্যামেরা ব্যবহার করা হয়। দুই প্রান্তে সোজা বাউন্ডারির সঙ্গে দুদিকের স্কয়ার লেগে দুটি করে ক্যামেরা থাকে। আইপিএলে গত মৌসুম পর্যন্ত হক-আই ক্যামেরা শুধু বল ট্র্যাকিং ও আল্ট্রা-এজের ক্ষেত্রে ব্যবহার করা হতো। ফলে এলবিডব্লু, কট বিহাইন্ডের বাইরের সিদ্ধান্তগুলোতে ব্রডকাস্টাররা তাদের ক্যামেরার ফুটেজই টেলিভিশন আম্পায়ারকে সরবরাহ করতেন। এখন হক-আই ক্যামেরা স্প্লিট স্ক্রিন রিপ্লের ক্ষেত্রেও ব্যবহার করা হবে।

টেলিভিশন আম্পায়ার এখন অনেক ক্ষেত্রেই পাবেন একাধিক স্ক্রিনে একই সঙ্গে রিপ্লে দেখার সুযোগ
আইপিএল

যেমন কোনো ফিল্ডার যদি শূন্যে লাফিয়ে ক্যাচ নেন, তাহলে ব্রডকাস্টাররা একাধিক স্ক্রিনে রিপ্লে দেখাতে পারতেন না। বল যে মুহূর্তে হাতে এসেছে, সেই সময়ে তাঁর পা বাউন্ডারি সীমানা স্পর্শ করেছে কি না—টেলিভিশন আম্পায়ার এখন আরও নিখুঁতভাবে একাধিক স্ক্রিনের সহায়তায় সেটি দেখতে পারবেন।

একইভাবে ওভারথ্রো থেকে আসা বাউন্ডারিতেও এটি সহায়তা করবে। ফিল্ডারের হাত থেকে বল বেরোনোর সময়ে দুই ব্যাটসম্যান যদি ক্রিজে একে অন্যকে অতিক্রম না করেন, তাহলে সে রানটি ওভারথ্রো থেকে আসা রানের সঙ্গে যোগ হয় না। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে চার হওয়ার পর ইংল্যান্ড পেয়েছিল ৬ রান, যদিও এ নিয়ম অনুযায়ী হওয়ার কথা ৫ রান। স্মার্ট রিপ্লেতে এখন একাধিক স্ক্রিনে ফিল্ডার ও ক্রিজে ব্যাটসম্যানদের অবস্থান দেখতে পারবেন আইপিএলের আম্পায়াররা।

আরও পড়ুন

স্টাম্পিংয়ের আবেদনেও টেলিভিশন আম্পায়ার স্মার্ট রিভিউ পদ্ধতি ব্যবহার করবেন। প্রথমে টেলিভিশন আম্পায়ার হক-আই অপারেটরকে একাধিক স্ক্রিনের রিপ্লে দেখাতে বলবেন। বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক থাকলে তিনি সরাসরি স্টাম্পিং পরীক্ষা করবেন। সাধারণত এমন ক্ষেত্রে আগে কট-বিহাইন্ড পরীক্ষা করতে টেলিভিশন আম্পায়ার আল্ট্রা-এজেরও সহায়তা নেন। অবশ্য স্মার্ট রিভিউ পদ্ধতিতেও যদি বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক দেখা না গেলে আম্পায়ার আল্ট্রা-এজের সহায়তা নেবেন।

এবারের আইপিএল ২২ মার্চ শুরু হচ্ছে
আইপিএল

স্টাম্পিংয়ের রিভিউর ক্ষেত্রেও পরিবর্তন আসছে। টেলিভিশন আম্পায়ার তিনটি স্ক্রিনে রিপ্লে দেখতে পারবেন—ক্রিজের পাশে বসানো দুটি ক্যামেরার পাশাপাশি সামনে বসানো আরেকটি ক্যামেরার ফ্রেমে। এমনিতে ব্রডকাস্টাররা এ ক্ষেত্রে স্টাম্পে বসানো ক্যামেরার ফুটেজের সহায়তা নেন। সেসব ক্যামেরা সেকেন্ডে ৫০টি ফ্রেম ধারণ করতে পারে, সেখানে হক-আই ক্যামেরা ধারণ করে সেকেন্ডে প্রায় ৩০০টি ফ্রেম।

আরও পড়ুন

কোনো ক্যাচ পরিষ্কারভাবে নেওয়া হয়েছে কি না, সেটি নির্ধারণেও টেলিভিশন আম্পায়ার বাড়তি সুবিধা পাবেন। হক-আই সামনের এবং পাশের অ্যাঙ্গেল থেকে ফ্রেম দেখাবে। জুম করে দেখবেন কি না, সে সিদ্ধান্তও নেবেন টেলিভিশন আম্পায়ার। এলবিডব্লুর রিভিউতে সময় বাঁচানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে হক-আই অপারেটর যদি বলেন, বল লেগ স্টাম্পের বাইরে পড়েছে, তাহলে বল ট্র্যাকিংয়ের দিকে যত দ্রুত সম্ভব নজর দেওয়া হবে। জানা গেছে, দর্শকদের সুবিধার জন্য টেলিভিশন আম্পায়ার ও হক-আই অপারেটরের কথোপকথন সরাসরি সম্প্রচার করা হবে।

নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে স্থানীয় ও বিদেশি ১৫ জন আম্পায়ারের দুই দিনব্যাপী কর্মশালা মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান, যিনি খেলবেন চেন্নাইয়ে।