লিটন বললেন, ‘দেখা হবে’ কানাডায়

বাংলাদেশ দলের উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাসপ্রথম আলো

আগামী ২০ জুলাই শুরু হতে যাওয়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলবেন লিটন দাস ও সাকিব আল হাসান। কানাডার এই ফ্র্যাঞ্চাইজি লিগে লিটনের দল সারে জাগুয়ারস, সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সে। আজ লিটন জানালেন, কানাডার এই লিগে খেলতে তিনি মুখিয়ে আছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় লিটন বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত সারে জাগুয়ারস দলের অংশ হতে পেরে। আমি আশা করব, আপনারা মাঠে আসবেন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আমাদের দলকে সমর্থন দেবেন। টুর্নামেন্ট শুরু হবে ২০ জুলাই। তখন দেখা হবে।’

এই টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স আর লিটনের সারে জাগুয়ারস ছাড়াও অন্য দলগুলো হচ্ছে মিসিসাউগা প্যানথারস, ব্রাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস। ৬ দলের এ টুর্নামেন্টে প্রতি দলে থাকবেন ১৬ জন করে। এর মধ্যে দুজন আইকন ক্রিকেটার।

২০১৯ সালে সর্বশেষ এই লিগ মাঠে গড়ায়। মাঝে করোনা মহামারির কারণে তিন বছর গ্লোবাল টি-টোয়েন্টি লিগের কোনো আসর অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টির শিরোপা জিতেছে ব্র্যাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস রানার্সআপ।

লিটনের সারে জাগুয়ারস এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি, মিসিসাউগা প্যানথারসও নতুন। সর্বশেষ আসরে খেলা দুটি ফ্র্যাঞ্চাইজি উইনিপেগ হকস ও এডমন্টন রয়্যালস এবার খেলছে না।

সাকিব-লিটন ছাড়াও এ লিগে খেলবেন শোয়েব মালিক, ক্রিস গেইল, মোহাম্মদ রিজওয়ান, টিম সাউদি, রাসি ফন ডার ডুসেন, ফজলহক ফারুকি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ ওয়াসিম, নাভিন-উল-হক, ইফতিখার আহমেদ, অ্যালেক্স হেলসের মতো খেলোয়াড়েরা।

কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগে সারে জাগুয়ারসের হয়ে খেলবেন লিটন
প্রথম আলো

টুর্নামেন্টটি খেলার জন্য এর মধ্যেই বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব ও লিটন। সে সময় বাংলাদেশ দলের কোনো খেলা থাকবে না। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনায় থাকা ক্রিকেটারদের নিয়ে সে সময় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশেষ ক্যাম্প হওয়ার কথা। সাকিব-লিটনকে ছাড়াই হবে সে ক্যাম্প।

আরও পড়ুন