অবশেষে বিপিএলে মোসাদ্দেক, কিনল শাকিব খানের ঢাকা
বিপিএলের গত মৌসুমে দুর্দান্ত ঢাকাকে নেতৃত্ব দিয়েছেন। অথচ এবারের বিপিএল ড্রাফটে সেই মোসাদ্দেক হোসেনকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি।
দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকতে হওয়ায় হতাশাও প্রকাশ করেছিলেন মোসাদ্দেক। সঙ্গে এও জানিয়েছিলেন, তাঁর আশা আসরের মাঝপথে দল পাবেন।
শেষ পর্যন্ত মোসাদ্দেকের আশা পূরণ হলো। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, চোটে পড়া আসিফ হাসানের বদলি হিসেবে মোসাদ্দেক হোসেনকে নেওয়া হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ। খালেদের অধীনে মোসাদ্দেক এর আগে আবাহনী ও দুর্দান্ত ঢাকার হয়ে অনেক ম্যাচ খেলেছেন।
মোসাদ্দেক আজ সকালেই সিলেটে ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন। টানা তিন হারে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ছয়ে আছে ঢালিউড তারকা শাকিব খানের ফ্র্যাঞ্চাইজিটি। দলটির পরের ম্যাচ আগামীকাল দুপুরে শীর্ষে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোসাদ্দেক সর্বশেষ খেলেছেন বিপিএল শুরুর কদিন আগে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে। সিলেটে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছেন। দলকে নেতৃত্বও দিয়েছেন।
মোসাদ্দেক বিপিএলে এখন পর্যন্ত ৮৭ ম্যাচে ১২৮৭ রান করেছেন, উইকেট নিয়েছেন ২৫টি। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস ও ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শিরোপাও জিতেছেন।