আমির সোহেল তবু হাল ছাড়ছেন না, তাকিয়ে আছেন আবরারের দিকে

পাকিস্তানের আরও একটি উইকেটের পতন, বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেএএফপি

কী লেখা আছে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভাগ্যে! এই প্রশ্নটা করার কারণ আছে। রাওয়ালপিন্ডিতে আজ পঞ্চম দিনে খেলা হবে কি না, তা নিয়েই আছে শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল থেকেই রাওয়ালপিন্ডিতে হতে পারে বজ্রঝড় ও বৃষ্টি।

এখন পর্যন্ত অবশ্য বজ্রঝড় বা বৃষ্টি, কোনোটিরই দেখা নেই রাওয়ালপিন্ডিতে। তবে আকাশে মেঘ আছে। যদি বৃষ্টি না হয়, তাহলে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। গতকাল ম্যাচের চতুর্থ দিনের শেষ বিকেলে বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে খেলা আগেভাগে বন্ধ হওয়ার আগে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৩ রান করেছে।

আরও পড়ুন

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর ১৪৩ রান। পরিস্থিতি যখন এই, পাল্লাটা বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে বলে মনে করছেন অনেকে। এ ছাড়া ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং গড় ৩২.৫৫। যা এই সময়ে যেকোনো টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে চলে পাকিস্তানি বোলারদেরও দুর্দশা। ২০২৩ সালের শুরু থেকে ৮ ম্যাচ খেলা পাকিস্তান বোলাররা প্রতি উইকেট নিতে রান খরচ করেছেন ৩৪.৩০।

এমন অবস্থার পরও অবশ্য পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানের ধারাভাষ্যকার আমির সোহেল হাল ছাড়ছেন না। তিনি এখনো আশাবাদী, পাকিস্তান দিনের শুরুটা ভালো করতে পারলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। এ ক্ষেত্রে লেগ স্পিনার আবরার আহমেদকে ভালো কিছু করতে হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ (ডানে)
এএফপি

দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনের অনুষ্ঠান ‘পিচ সাইড’-এ সঞ্চালক সিকান্দার বখতের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একজন লেগ স্পিনারই পঞ্চম দিনে গুরুত্বপূর্ণ। সেই লেগ স্পিনার আবরার আহমেদ প্রথম ইনিংসে সে ভালো করেনি। তার শাপমোচনের ব্যাপার আছে। যদি সে দ্রুত উইকেট নিতে পারে-তাহলে কে জানে!’

দিনের শুরুর ঘণ্টাই যে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, সেটা বলেছেন আতহার আলীও, ‘বাংলাদেশের জন্য প্রতিপক্ষকে ধবলধোলাই করার সুবর্ণ সুযোগ। প্রথম ঘণ্টাই বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের একজন স্পিনার আছে। কন্ডিশনের কারণে সে গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক, প্রথম ঘণ্টায় কী হয়।’

আরও পড়ুন