ফিফটি দিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেক হৃদয়ের

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই ফিফটি করেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়ছবি: লঙ্কান প্রিমিয়ার লিগের টুইটার

এবারই প্রথম লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। জাফনা কিংসের হয়ে আজ তাঁর এলপিএলে অভিষেক হয়েছে। দলের প্রয়োজনে ভালো ব্যাটিং করে ফিফটিতে অভিষেক রাঙিয়েছেন হৃদয়।

এবারের এলপিএলের প্রথম ম্যাচে হৃদয়ের দল জাফনা মুখোমুখি হয় কলম্বো স্ট্রাইকার্সের। বাংলাদেশ জাতীয় দলের আরেক খেলোয়াড় পেসার শরীফুল ইসলামও এরই মধ্যে শ্রীলঙ্কায় গেছেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে। তবে আজকের ম্যাচে তাঁকে একাদশে রাখা হয়নি। ম্যাচটা ২১ রানে জিতেছে হৃদয়ের দল জাফনা কিংস।

আরও পড়ুন
জাফনা কিংস দলে তাওহিদ হৃদয়
ছবি: জাফনা কিংসের টুইটার

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে জাফনা। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৩ রান তুললেও দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নিশান মাদুশকাকে হারায় তারা।

চার নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। তিনি উইকেট আসার খানিক পরই আউট হয়ে ফেরেন চারিত আসালাঙ্কাও। হৃদয়ের ওপর ভার পড়ে ইনিংস গঠন করে দলকে লড়াই করার মতো রান এনে দেওয়ার। সে কাজটা তিনি ভালোভাবেই করেছেন। আসালাঙ্কার সঙ্গে তৃতীয় উইকেটে ২৪ রানের পর প্রিয়ামল পেরেরার সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪১ রান। এরপর পঞ্চম উইকেটে দিমুথ ভেলালেগেকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি।

চামিকা করুনারত্নের বলে নাসিম শাহকে ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ৪টি চার ও ১টি ছয়ে হৃদয় করেন ৫৪ রান। জাফনার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস এটাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন ভেলালাগে। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে জাফনা।

তাড়া করতে নেমে কলম্বো ১৯.৪ ওভারে অলআউট হয়ে যায় ১৫২ রানে। কলম্বোর অধিনায়ক নিরোশান ডিকভেলা করেছেন দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৫৮ রান। এ ছাড়া চামিকা করুনারত্বের ১৫ বলে ২৩ রান ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউ।

আরও পড়ুন