বৃষ্টিতে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ

মাঠে বৃষ্টি, ম্যাচে নামার সুযোগ নেই। ড্রেসিংরুমেই তাই অলস সময় কাটছে ক্রিকেটারদেরএএফপি

বৃষ্টিতে ভেসেই গেল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচ। একটি বল হওয়া তো দূর অস্ত, এ ম্যাচে টসই হয়নি। অপেক্ষার সমাপ্তিতে পরিত্যক্তই লেখা হলো ম্যাচের ভাগ্যে। দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে।

আজ বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি, আড়াইটায় টস। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অবশ্য এখনো সেমিফাইনালে ওঠার আশা আছে ‘বি’ গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানের জন্য।

আগামীকাল করাচিতে একে–অপরের মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচে যে দল হারবে, নিশ্চিতভাবেই তারা বাদ পড়ে যাবে। জয়ী দল নিজেদের শেষ ম্যাচটিও জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ আসবে তাঁদের সামনেও।

বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ায় হতাশ সমর্থকেরাও
এএফপি

প্রথম ম্যাচে ইংল্যান্ডে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে এবং আফগানিস্তান হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ইংল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট শূন্য। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠবে, সেটা তো জানাই। গ্রুপের শেষ দুটি ম্যাচও যদি পরিত্যক্ত হয়, তখনো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই উঠবে সেমিফাইনালে। তবে নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হারে তাহলে আগামীকাল ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা জিতবে, তারা নিজেদের শেষ ম্যাচটি জিতলে উঠে যাবে সেমিফাইনালে।

আপাতত ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া রান রেটে পিছিয়ে দুইয়ে। ইংল্যান্ড ও আফগানিস্তান ১টি করে ম্যাচ খেলে ০ পয়েন্ট পেয়েছে। রান রেটে এগিয়ে ইংল্যান্ড তিনে, আফগানিস্তান চারে।

আরও পড়ুন