ফ্লাওয়ারের বিদায়, লক্ষ্ণৌর কোচ হচ্ছেন ল্যাঙ্গার
আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের যাত্রা শুরু হয় দুই মৌসুম আগে। এই দুই মৌসুমের জন্যই প্রধান কোচ হিসেবে দলটি চুক্তি করেছিল সাবেক জিম্বাবুইয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে। সেই চুক্তি শেষ হয়ে গেছে সম্প্রতি। ফ্লাওয়ারের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি লক্ষ্ণৌ। নতুন প্রধান কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ও কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ এক বিজ্ঞপ্তিতে ল্যাঙ্গারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে লক্ষ্ণৌ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দলের প্রতি অবদানের জন্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অ্যান্ডি ফ্লাওয়ারকে ধন্যবাদ জানাচ্ছে।’ ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়ে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আইপিএলে এক অসাধারণ গল্প লেখার শুরুর পর্যায়ে আছে। এই যাত্রাপথে আমাদের সবারই একটা ভূমিকা পালন করতে হবে। আমি দলটার অংশ হতে পেরে রোমাঞ্চিত।’
২০২২ সালে আইপিএলে অভিষেকের বছরই লোকেশ রাহুলের নেতৃত্বে প্লে-অফে খেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবারের আইপিএলেও প্লে-অফে খেলে ছিটকে যায় দলটি।
বল টেম্পারিং–কাণ্ডে বিধ্বস্ত অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ হিসেবে ২০১৮ সালে মে মাসে দায়িত্ব নেন ল্যাঙ্গার। এর আগে তিনি বিগ ব্যাশে পার্থ স্করচার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার কোচ হিসেবে এর আগের অ্যাশেজেই ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছেন, তাঁর অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়া।
তবে বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ নিয়ে ঝামেলায় জড়িয়ে গত বছর অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ ছেড়ে দেন ৫২ বছর বয়সী ল্যাঙ্গার।