শাহিন আফ্রিদিকে সামলাতে নেদারল্যান্ডসের যে প্রস্তুতি
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। আর এবার মূল লড়াইয়ের শুরুতেই ডাচদের মুখোমুখি হতে হবে আরেক বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
এ ম্যাচের আগে বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার শাহিনকে ডাচরা সামলাতে পারবে কি না, তা নিয়েই চলছে আলোচনা। তবে ডাচ অলরাউন্ডার বাস ডি লিডি বলেছেন, তাঁর দল শাহিনকে সামলানোর সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই শাহিন-আতঙ্কে তাঁরা মোটেই আতঙ্কিত নন। ডি লিডির আশা, তাঁরা শাহিনকে সামলেই ভালো কিছু করবেন।
প্রস্তুতি ম্যাচে স্টার্কের কাছে ধরাশায়ী হওয়ার পর শাহিনকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করার কথা জানিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডি লিডি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ও বিশ্লেষণে শাহিন ছিল মনোযোগের কেন্দ্রে। তাই আশা করছি, আমরা তাকে স্টার্কের চেয়ে অনেক বেশি ভালোভাবে মোকাবিলা করতে পারব।’
নাসিম শাহ চোটের কারণে ছিটকে যাওয়ায় পাকিস্তানের বোলিং আক্রমণের কেন্দ্রে শাহিনের সঙ্গে থাকবেন হারিস রউফ। শাহিনকে বিশেষ গুরুত্ব দিলেও হারিসকেও হালকাভাবে নিচ্ছে না ডাচরা। ডি লিডি আরও বলেছেন, ‘অবশ্যই শাহিন এবং হারিস রউফ দুজন মানসম্পন্ন পেসার। বাঁহাতি সুইং বোলিং আমরা কমই খেলে থাকি। স্টার্কের বিরুদ্ধে সেদিনের পারফরম্যান্স আমাদের জন্য সতর্কবার্তা ছিল।’
তবে পাকিস্তানের বিপক্ষে গত বছর সিরিজ খেলার কারণে দলটি নিয়ে কিছুটা ধারণা থাকার কথাও বলেছেন ডি লিডি, ‘গত বছর রটারডামে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছি। এটা অনেকটা একই রকম দল। খেলোয়াড় এবং স্টাফরাও একই রকম। এই দলের সঙ্গে আমরা আগেও খেলেছি।’
জুলাইয়ে বাছাইপর্বে দারুণ খেলেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডাচরা। এ পথে তারা পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলকে। এখন বিশ্বকাপের মূল লড়াইয়েও দারুণ কিছু করতে চায় তারা।
এমনকি সেমিফাইনালের স্বপ্ন দেখার কথাও বলেছেন ডি লিডি, ‘আমরা সবাই রোমাঞ্চিত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। যেটা দুঃখজনক। এরপরও আমার ধারণা, আজকের ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি ভালোই আছে। আমরা সেমিফাইনালে খেলতে চাই। সেমিফাইনালে যেতে হলে আমাদের ৪-৫টি ম্যাচ জিততে হবে। তেমনটা করতে হলে আমাদের বড় দলগুলোকে হারাতে হবে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে। তবে আমরা ভালো খেলেও যদি সেখানে যেতে না পারি, তবু আমরা নিজেদের নিয়ে গর্বিত হতে পারব।’