টেইট-টেলরকে পাচ্ছে না বিসিবি
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ ও পেস বোলিং কোচের পদ ফাঁকা পড়ে আছে। এই দুই পদে দেশি-বিদেশি কোচদের অনেকেই আবেদন করেছেন। তাঁদের মধ্যে বড় নাম বলতে গেলে প্রথমেই আসবেন নিউজিল্যান্ডের রস টেলর ও অস্ট্রেলিয়ার শন টেইট। কিন্তু দুজনের একজনকেও কোচ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ।
বিসিবির কোচ নির্বাচন বিশেষ কমিটিতে আছেন তিন পরিচালক নাঈমুর রহমান, খালেদ মাহমুদ, জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। আজ ব্যাটিং ও পেস বোলিং কোচের পদের জন্য দেশি-বিদেশি কোচদের সাক্ষাৎকার নেওয়ার পর কমিটির প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সামনে এসে নাঈমুর বলেছেন, ‘শট টেইট গতকাল পর্যন্ত ছিল। খুব অল্প সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চুক্তি হয়ে যাওয়ায় সে নাম সরিয়ে নিয়েছে। তাই তার সাক্ষাৎকারটা হয়নি।’
আর টেলরকে পাওয়া যাচ্ছে না সময় স্বল্পতার জন্য, ‘রস টেলর আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তার সময়ের কিছু সীমাবদ্ধতা আছে।’
তবে জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায় না পেলেও টেলরকে এইচপি কিংবা বয়সভিত্তিক দলে কাজে লাগানোর পরিকল্পনা আছে বিসিবির, ‘এগুলো নিয়ে পরে আলাপ হতে পারে। আর আমরা যদি ওই রকম ভালো কাউকে পাই…আমাদের আরও কিছু বিভাগ আছে, যেমন হাই পারফরম্যান্স, এইজ লেভেল—আমরা যদি মনে করি এমন কাউকে পরামর্শক হিসেবে নিলে আমাদের পাইপলাইন লাভবান হবে, আমরা সেটা করব।’
স্থানীয়দের মধ্যে বিসিবির চাকরির জন্য আবেদন করেছেন কোচ মাহবুবুল আলম (জাকি) ও ব্যাটিং কোচ হতে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তুষার ইমরান। তবে আবেদন করতে দেরি করায় তুষারকে বিবেচনা করা হয়নি। আজ সাক্ষাৎকার দিয়ে গেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেস বোলিং কোচ মাহবুবুল আলম।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হতে আবেদন করেছেন নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোরও। অ্যালান ডোনাল্ড চলে যাওয়ার পর বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের বোলিং কোচ কোরি কলিমোর কাজ করেছেন জাতীয় দলের সঙ্গে। জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন করেছেন স্টুয়ার্ট ল। যিনি এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কিছুদিন কাজ করেছেন, সর্বশেষ করেছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে। বাকি দুজন এর আগে একই ভূমিকায় কাজ করে যাওয়া সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরা ও ইংল্যান্ডের পল নিক্সন।
তবে কোচ নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কাজ করার অতীত অভিজ্ঞতা খুব একটা কাজে আসবে না। এমন আভাস দিয়ে নাঈমুর বলেছেন, ‘আমরা সামনের দিকেই বেশি তাকাব। বাংলাদেশে কাজ করেছেন বলেই যে তাঁদের বিবেচনা করা হবে, এমন কিছু নয় বা কাজ করেননি বলেই তাঁকে বিবেচনা করা হবে না, এমনও নয়।’