এনসিএল প্লে–অফে কে কার মুখোমুখি
লিগ পর্বের শেষ দিনে প্লে-অফ পর্বে ওঠার সুযোগ ছিল পাঁচ দলের—চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগ। তবে শেষ পর্যন্ত নানা সমীকরণ মিলিয়ে প্লে-অফে পৌঁছাতে পেরেছে খুলনা ও চট্টগ্রাম। শেষ চারে পৌঁছানোর পথে আজ খুলনা হারিয়েছে রংপুরকে। অন্যদিকে চট্টগ্রাম শেষ রাউন্ডে জয়হীন থেকেও রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। আগেই প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে ঢাকা মহানগর ও রংপুর বিভাগ।
সকালের ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ১৭ রানে ঢাকা মহানগরের কাছে হারে চট্টগ্রাম বিভাগ। তাতে তাদের পয়েন্ট ৬–এই আটকে থাকে। বিকেলের ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে ১৯ রানে ঢাকা হারালে তাদের পয়েন্টও দাঁড়ায় ৬। সমান পয়েন্ট হলেও রান রেটে ঢাকার (-০.৫৫২) চেয়ে বেশ এগিয়ে ছিল চট্টগ্রাম (০.২২০)।
টসে জিতে আগে ব্যাট করে ঢাকা বিভাগ তুলেছিল ১৭৮ রান। কেউ ফিফটি ছাড়ানো ইনিংস খেলতে পারেননি, তবে টি-টোয়েন্টি মেজাজের বেশ কয়েকটি ইনিংস খেলেছেন ঢাকার ব্যাটসম্যানরা।
চার নম্বরে নেমে ১০ বলে ২৭ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। শেষ দিকে সুমন খান ২১ বলে ৩৬ ও নাজমুল ইসলাম ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। বরিশাল ঢাকার সংগ্রহের কাছাকাছি যেতে পারে অধিনায়ক সোহাগ গাজীর ২০ বলে ৩০ ও কামরুল ইসলামের ২৩ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা: ২০ ওভারে ১৭৮/১০ (সুমন ৩৬*, আরিফুল ২৭; রুয়েল ৪/৩৬, জেহাদুল ৩/২৯)
বরিশাল: ২০ ওভারে ১৫৯/৬ (কামরুল ৩৯*, সোহাগ ৩০; সাইফ ২/১৫, সুমন ২/৪৯)
ফল: ঢাকা ১৯ রানে জয়ী
ম্যাচসেরা: সুমন খান
খুলনার অবশ্য এসব সমীকরণের মধ্য দিয়ে যেতে হয়নি। সিলেটের একাডেমি মাঠে রংপুরকে ৩৪ রানে হারাতেই প্লে-অফ নিশ্চিত হয় তাদের। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৫ রান করা খুলনা রংপুরকে আটকে দেয়ে ১৬১ রানে। খুলনার হয়ে ফিফটি করেন আজিজুল হাকিম (৪১ বলে ৬৬) ও মোহাম্মদ মিঠুন (৪৯ বলে ৭১)। শেষ দিকে ১৯ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ইমরুল কায়েস।
১৪ ওভারে ১২৪ রান করা রংপুর রান তাড়ায় কক্ষপথেই ছিল। তবে ১৫তম ওভারে অধিনায়ক আকবর আলী ২৯ বলে ৫২ রান করে আউট হলে ম্যাচটি কার্যত সেখানেই শেষ হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ২০ ওভারে ১৯৫/৪ (মিঠুন ৭১, আজিজুল ৬৬; রবিউল ২/৩১)
রংপুর: ২০ ওভারে ১৬১/৯ (আকবর ৫২, তানভীর ২৬; শেখ পারভেজ ৩/২৩, টিপু সুলতান ৩/২০)
ফল: খুলনা ৩৪ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ মিঠুন
শেষ চারে কে কার মুখোমুখি:
২১ ডিসেম্বর
এলিমেনটর: খুলনা বনাম চট্টগ্রাম, সকাল ৯-৩০,
প্রথম কোয়ালিফায়ার: ঢাকা মহানগর বনাম রংপুর, দুপুর ১-৩০