সফর ‘এ’ দলের, চোখ জাতীয় দলে

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হকপ্রথম আলো

মাঝের কয়েকটা দিন ক্রিকেটারদের ঘরবন্দী সময়ই কাটাতে হয়েছে। দেশের পরিস্থিতিটাই সে রকম ছিল না যে খেলোয়াড়েরা মাঠে যাবেন, অনুশীলন করবেন। তাতে পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরও। অবশেষে গত পরশু অনুশীলনে ফেরার পর ‘এ’ দল পাকিস্তানের বিমান ধরবে আগামীকাল।

আরও পড়ুন

পাকিস্তান সফরের আগে আজ ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয় ও প্রধান কোচ মিজানুর রহমান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। স্বাভাবিকভাবেই সেখানে এসেছে দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ। তবে সব পেছনে ফেলে ক্রিকেটারদের দৃষ্টি এখন খেলার দিকে। ‘এ’ দলের সফরের মধ্যেই যেহেতু জাতীয় দলও পাকিস্তানে যাবে, সফরটিকে একরকম জাতীয় দলের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। ১৭ আগস্ট পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। ২১ ও ৩০ আগস্ট রাওয়ালপিন্ডি ও করাচিতে শুরু হবে টেস্ট দুটি।

পাকিস্তান ভালো করতে চান ‘এ’ দলের খেলোয়াড়েরা
প্রথম আলো

‘এ’ দলের অধিনায়ক এনামুলের আশা, ‘এই সফরের পরই আবার জাতীয় দলের সফর আছে। অনেক ক্রিকেটার “এ” দলের সঙ্গে যাচ্ছে প্রস্তুতির জন্য। এটা জাতীয় দলের দারুণ কাজে লাগবে।’ পাকিস্তানের উইকেট ব্যাটিং–সহায়কই হওয়ার কথা। এনামুলের আশার সেটিও একটা কারণ, ‘আমরা জানি, পাকিস্তানের উইকেট ব্যাটিং–সহায়কই হয় অনেক সময়। দুই দলেরই তখন সুযোগ থাকে। বাংলাদেশও অনেক দিন পর টেস্ট ম্যাচ খেলবে। আশা করি, ভালো কিছু হতে পারে।’

আরও পড়ুন

দেশের পরিস্থিতির কারণে প্রস্তুতি বেশ ব্যাহত হলেও সামগ্রিকভাবে সন্তুষ্ট মনে হলো অধিনায়ককে, ‘প্রস্তুতি যথেষ্ট হচ্ছে। সামনে আরও প্রস্তুতির সুযোগ আছে। অনেকগুলো ম্যাচ আমরা খেলতে পারব। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ সব কটিই। “এ” দলের সফরে যারা যাচ্ছি, তাদেরও উপকার হবে। জাতীয় দলে খেলার জন্য তারা প্রস্তুত হবে। জাতীয় দলেরও উপকার হবে।’

পাকিস্তান সফরটাকে ব্যক্তিগতভাবেও কাজে লাগাতে চান এনামুল। চট্টগ্রামে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা তিন দিনের প্রস্তুতি ম্যাচে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। পাকিস্তান সফরেও ব্যাটে রানের সে ধারা ধরে রাখার আশা এই উইকেটকিপার–ব্যাটসম্যানের।

‘এ’ দলের অনুশীলনে তাওহিদ হৃদয়
প্রথম আলো

২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলা এনামুল বলেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার অসাধারণ লাগে। যখনই প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, চেষ্টা করি শতভাগ দিয়ে খেলার। সে ক্ষেত্রে আমার জন্য এটা বড় একটা সুযোগ। জাতীয় দলের যাদের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে এটি আমার জন্য বড় সুযোগ। জাতীয় দলে সুযোগ এলে লম্বা সময় বাংলাদেশ দলের জন্য খেলার চেষ্টা করব। এটাই সব সময় আমার লক্ষ্য থাকে, ভবিষ্যতেও তা–ই থাকবে।’