এই অস্ট্রেলিয়া সফর ২০২৭–এ চোখ রেখে
তিন সংস্করণের সিরিজ খেলতে ১৩ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সফরটির জন্য জাতীয় দল, এইচপিসহ ২২ জন ক্রিকেটারকে অস্ট্রেলিয়া পাঠাবে বিসিবি। ২০২৭ সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখেই বিসিবির এই আয়োজন।
আজ মিরপুরে এইচপি দলের আনুষ্ঠানিক ফটোশুটের পর এইচপির প্রধান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের খেলোয়াড়দের জন্য এটা একটা বড় সুযোগ। এখানে কিছু জাতীয় দলের খেলোয়াড়ও নেওয়া হয়েছে। কারণ, ২০২৭ সালে আমাদের যে অস্ট্রেলিয়া সফর আছে, ওই খেলাটাও ডারউইনে হবে। এটা তাদেরও একটা প্রস্তুতি।’
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মার্চে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। বাংলাদেশ দল সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছে ২০০৮ সালে, সর্বশেষ টেস্ট খেলেছে তারও পাঁচ বছর আগে—২০০৩ সালে।
এইচপি দলের সফরে জাতীয় দলেরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। সাদমান হোসেন, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, আফিফ হোসেন ও শামীম হোসেন যাবেন এ সফরে। নাঈমুর রহমান যোগ বলেছেন, ‘অনেক সময় আমরা দেখি আমাদের নতুন খেলোয়াড়দের একটা অচেনা পরিবেশে অভিষেক হচ্ছে। সেটা যেন না হয়, সে জন্য এইচপির প্রোগ্রামে প্রত্যেক বছরই একটা সফর থাকে।’
অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ কোরি কলিমোর। অবশ্য শোনা যচ্ছিল অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার নাথান হরিজ এইচপি দলের প্রধান কোচ হতে পারেন। তবে হরিজের প্রত্যাশিত বেতনের অঙ্কটা অনেক বেশি হওয়ায় বিসিবি শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেনি। নাঈমুর রহমান অবশ্য বলেছেন, ‘আমরা একজন হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ান নাথান হরিজকে কনফার্ম করেছিলাম। কিন্তু তাঁর বাবা অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে তিনি আসতে পারেননি। যে কারণে আমরা আমাদের বোলিং কোচকেই (কলিমোর) হেডকোচের দায়িত্ব দিয়েছি।’