আজও টসে রোহিতের হার দেখতে চান অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনএএফপি

টানা ১১টি টস হেরেছেন। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে রোহিত শর্মার এই দুর্ভাগ্যের শুরু। এ সময়ে লোকেশ রাহুল রোহিতের অবর্তমানে অধিনায়কত্ব করতে এসে হেরেছেন আরও তিনটিতে।

মানে ভারত টানা ১৪ ওয়ানডেতে টস হেরেছে, যা বিশ্ব রেকর্ড। টানা এতবার টসে হারতে কার ভালো লাগে! রোহিত নিশ্চয়ই টস জয়ের স্বাদ পেতে চান। আর সেটা আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেই।

কারণ, আজ হারলেই যে টানা টস হারের ব্যক্তিগত রেকর্ড ছুঁয়ে ফেলবেন রোহিত। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের চাওয়া অবশ্য ভিন্ন। তিনি চান, রোহিত আজও যেন টসে না জেতেন।

ভারত এই ম্যাচেও টসে হারুক, তাতে নিউজিল্যান্ডের সিদ্ধান্ত নিতে হবে তারা কী করতে চায়। ভারত দুইভাবে খেলতেই স্বচ্ছন্দে থাকবে।
রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিন ক্রিকেটটা বেশ ভালো বোঝেন। এ নিয়ে তাঁর নিজস্ব চিন্তাভাবনা, কৌশলও আছে। স্বাভাবিকভাবেই তিনি ঝোঁকের বসে রোহিতের টস হারের কথা বলেননি। এই স্পিনারের দাবি, টস হারাই ভারতের জন্য ফাইনালে ভালো হতে পারে। এটি বিপদে ফেলতে পারে উল্টো নিউজিল্যান্ডকে।  

গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমার মতে ভারতের টস জয়কে লক্ষ্য বানানো উচিত নয়। ভারত এই ম্যাচেও টসে হারুক, তাতে নিউজিল্যান্ডের সিদ্ধান্ত নিতে হবে তারা কী করতে চায়। ভারত দুইভাবে খেলতেই স্বচ্ছন্দে থাকবে। তারা এর আগে রান তাড়াও করেছে, ডিফেন্ডও করেছে।’

টানা ১১ টি ওয়ানডেতে টস হেরেছেন রোহিত
এএফপি

রোহিতের টস হারা নিয়ে কাল কথা বলেছিলেন শুবমান গিলও। তাঁর কথায় স্পষ্ট, ভারত টসে হারাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, ‘একজন ব্যাটসম্যান হিসেবে আপনি সব সময় প্রথমে ব্যাট করার জন্য প্রস্তুত থাকেন। আর যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়, তার মানে আপনি একটা লক্ষ্য তাড়া করছেন, তাই এটা তেমন একটা বিষয় নয়। একজন বোলার সব সময় প্রথমে বল করার জন্য প্রস্তুত থাকেন, আর একজন ব্যাটসম্যান সব সময় প্রথমে ব্যাট করার জন্য প্রস্তুত থাকেন। তাই আমরা এটা নিয়ে কথা বলি ঠিকই, কিন্তু খুব হালকাভাবেই—যেমন, “তুমি এতগুলো টস হেরেছ”—কিন্তু আসলে এটা কোনো বড় বিষয় নয়।’

আরও পড়ুন