আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই শীর্ষে ফিরলেন হাসারাঙ্গা

ওয়ানিন্দু হাসারাঙ্গাএএফপি

গত নভেম্বরে টি-টোয়েন্টিতে বোলারদের শীর্ষস্থান হারিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক বছর পর এবার আরেক নভেম্বরে রাজত্ব পুনরুদ্ধার করলেন তিনি।

রশিদ খানকে টপকে আবারও আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষে উঠে গেছেন শ্রীলঙ্কান এই স্পিনার। মজার ব্যাপার হাসারাঙ্গা প্রথমবার ১ নম্বর হয়েছিলেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই।

হাসারাঙ্গার এই শীর্ষে ফেরা অবশ্য অনুমিতই ছিল। অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ উইকেট। প্রতি ১২.৪ বলে ১ উইকেট করে নেওয়ার পথে ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৪১ গড়ে। ম্যাচে ৩ উইকেট করে নিয়েছেন ৩ বার।

আরও পড়ুন

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮ রানে ৩ উইকেট আর নেদারল্যান্ডসের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেটে ভর করে পাওয়া জয়ে সুপার টুয়েলভে ওঠে শ্রীলঙ্কা।

হাসারাঙ্গা যাঁকে টপকে গেছেন, সেই রশিদ খান অবশ্য এবারের বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পাননি। সুপার টুয়েলভে আফগানিস্তানের ম্যাচ ছিল পাঁচটি, যার দুটি বৃষ্টিতে ভেসে যায়। বাকি তিনটিতে ৪ উইকেট নেন রশিদ। আফগান লেগির ৬৯৮ রেটিং পড়ে গেছে হাসারাঙ্গার ৭০৪ রেটিংয়ের পেছনে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন শুধু শীর্ষেই। বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে এখন নাসুম আহমেদ। ১১ ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচে ১ উইকেট নেন নাসুম। বিশ্বকাপে খেলেছেন একটি ম্যাচ।

অন্যদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৫ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে অবস্থান করছেন। সাকিব আল হাসান (৩১) ও তাসকিন আহমেদ (৫০) আছেন আগের অবস্থানে।

আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেন হাসারাঙ্গা
ছবি: এএফপি

ব্যাটসম্যানদের মধ্যে আফিফ হোসেন দুই ধাপ (৪৯ থেকে ৪৭) এগোলেও লিটন দাস এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে এবং সাকিব ২ ধাপ পিছিয়ে ৬৩ নম্বরে নেমে গেছেন।
অধিনায়ক সাকিব অবশ্য অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন।

মোহাম্মদ নবী আর হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় ও তৃতীয় স্থানও অপরিবর্তিত। তবে সেরা পাঁচে ঢুকেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ছয় থেকে চারে উঠেছেন তিনি। জিম্বাবুয়ের আরেক অলরাউন্ডার শন উইলিয়ামস ঢুকেছেন সেরা দশে, অবস্থান করছেন নয়ে।

আরও পড়ুন