ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ড্র হলে কার হাতে উঠবে টেস্টের রাজদণ্ড

রোহিতের ভারত নাকি কামিন্সের অস্ট্রেলিয়া—কোন দল জিতবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাছবি : বিসিসিআই

অস্ট্রেলিয়াকে ওয়ানডের রাজাধিরাজ বললে কেউ হয়তো বিরোধিতা করবে না। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ী তারা। স্টিভ ওয়াহর পর রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন পরাক্রমশালী দলটা তো প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল।

দুবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারতও। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপও জয় করে ফেলেছে সেই ২০০৭ সালের উদ্বোধনী আসরে। সে তুলনায় অস্ট্রেলিয়াকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দীর্ঘ আক্ষেপ ঘুচেছে ২০২১ সালে।

কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে এখনো বিশ্ব জয় করতে পারেনি ভারত ও অস্ট্রেলিয়া। টেস্টে বিশ্বজয়ের অপেক্ষা অবশ্য দীর্ঘ কিছু নয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপই হচ্ছে এবার নিয়ে দুবার। বিশ্বের নানা প্রান্তে ২২ মাস ধরে চলা এই টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াইকে বলা হচ্ছে টেস্টের বিশ্বকাপ।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে রোহিত ও কামিন্স
ছবি : আইসিসি

২০১৯-২১ চক্রে আয়োজিত প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সেবার হয়েছিল তৃতীয়। তবে ২ বছরের ব্যবধানে একমাত্র অপ্রাপ্তি দূর করার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা-প্যাট কামিন্সরা।

লন্ডনের ওভালে বুধবার শুরু হচ্ছে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডেরই প্রতিবেশী অস্ট্রেলিয়া। জয়ী দল আগামী দুই বছরের জন্য পেয়ে যাবে গদাকৃতির রাজদণ্ড।

আরও পড়ুন

কিন্তু ৫ দিনের ফাইনাল শেষেও যদি ফল না আসে! মানে ম্যাচটা যদি ড্র হয়, তাহলে কার হাতে উঠবে ট্রফি, এমন প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে জাগতেই পারে। আইসিসি বলছে, ফাইনাল ড্র হলে ভারত-অস্ট্রেলিয়া দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরেকটি বিষয় নিয়ে প্রশ্ন জাগতে পারে। খেলা চলাকালে বৃষ্টি হলে কী হবে? সে ক্ষেত্রে ম্যাচের মেয়াদ এক দিন বাড়বে। অর্থাৎ রিজার্ভ ডেতে খেলা গড়াবে। তবে সেটা আম্পায়ার ও ম্যাচ রেফারি মিলে ঠিক করবেন। বৃষ্টিতে যদি পর্যাপ্ত ওভার নষ্ট হয়, তাহলে সেই ঘাটতি পোষাতে অতিরিক্ত দিনে খেলা গড়াবে। ষষ্ঠ দিনেও ফল না এলে দুই দল শিরোপা ভাগাভাগি করে নেবে।

সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডেতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস সে ম্যাচে গুজরাট টাইটানসকে শেষ বলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। কিন্তু বৃষ্টির কারণে যদি রিজার্ভ ডেতেও খেলা না হতো, তাহলে গুজরাটকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতো। কারণ, তারা পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফ পর্বে উঠেছিল।

বৃষ্টির কারণে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডেতে
ছবি : আইসিসি

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বেলায় নিয়মটা আলাদা। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, ভারত ছিল দুইয়ে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং আবার ঠিক এর বিপরীত। সেখানে ভারতই শীর্ষে, অস্ট্রেলিয়া দুইয়ে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী বেছে নিতে র‍্যাঙ্কিং বা পয়েন্ট তালিকা বিবেচনায় নেবে না আইসিসি।

আরও পড়ুন

এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল টাই হলেও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো সুপার ওভার, এমনকি বেশি বাউন্ডারি মারার নিরিখে চ্যাম্পিয়ন বেছে নেওয়া হবে না। এ ক্ষেত্রেও ভারত-অস্ট্রেলিয়াকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।