কেউ বিশ্বাস করেনি আমরা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারাতে পারি, বললেন রিজওয়ান
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, যেকোনো বিচারেই বড় অর্জন। পাকিস্তান আবার এই সিরিজ জিতেছে ২২ বছর পর, যা অস্ট্রেলিয়ার মাটিতে সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়।
এমন কিছু অর্জন পাকিস্তান যার অধীন করেছে, সেই মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের ক্রিকেটারদের আরও বড় কিছুতে চোখ দিতে বলছেন। পারফরম্যান্স ধরে রাখলে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করা সম্ভব বলেও মনে করেন রিজওয়ান।
রিজওয়ান এ কথা বলেছেন ড্রেসিংরুমে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেছে। সেখানে রিজওয়ান বলেছেন, ‘কেউ ভাবেনি, আমরা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পারি, কিন্তু আমরা দল হিসেবে খেলেছি। আমরা যদি এমন একতা ও মনোযোগ ধরে রাখতে পারি, আমরা তাদের টি-টোয়েন্টিতেও ধবলধোলাই করতে পারি।’
ফেব্রুয়ারিতে শুরু চ্যাম্পিয়নস ট্রফি। এবারের চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানের মাটিতে। সর্বশেষ এই টুর্নামেন্টে হয়েছিল ২০১৭ সালে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। স্বাভাবিকভাবে পাকিস্তানের কাছে এবার প্রত্যাশাটা অনেক বেশি।
দলকে উদ্বুদ্ধ করতে রিজওয়ান চ্যাম্পিয়নস ট্রফির কথাও বলেছেন, ‘সিরিজ জেতা গুরুত্বপূর্ণ, তবে আমাদের চোখ চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ এমনকি অলিম্পিক পদকের মতো আরও বড় লক্ষ্যে রাখা উচিত। প্রত্যেক খেলোয়াড় পাকিস্তানের দূত, পাকিস্তানকে গর্ব ও পেশাদারত্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা জরুরি। আমরা কী অর্জন করতে পারি, সেটার সাক্ষী এই সিরিজ জয়। যেখানেই যাই, ইতিহাস গড়তে চাই।’
এই টুর্নামেন্ট নিয়ে যদিও নানা জল্পনা-কল্পনা চলছে; রাজনৈতিক বৈরিতায় ১৬ বছর ধরে পাকিস্তান সফরে যায় না ভারত ক্রিকেট দল। পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যা পাকিস্তান খুব একটা ভালোভাবে নিচ্ছে না।
ব্রিসবেনে আগামীকাল শুরু হবে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ সিডনিতে, ১৬ নভেম্বর। সিরিজের শেষ ম্যাচ ১৮ নভেম্বর, হোবার্টে।