৩১৭ রানের রেকর্ড ব্যবধানে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল ভারত
মোহাম্মদ সিরাজের স্পেলের শেষ বলে ফিল্ড সেটিং দেখে মনে হবে, যেন টেস্ট ম্যাচে ফল আনার চেষ্টা করছে কোনো দল। তখন পর্যন্ত ৪ উইকেট পাওয়া সিরাজ শেষ বলে উইকেটও পেয়ে গিয়েছিলেন, তবে রিভিউয়ে নাকচ হয়েছে সেটি। সিরাজ তাই ৫ উইকেট পাননি।
তবে থিরুভনন্থাপুরামে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ভারত। তৃতীয় ওয়ানডেতে ভারতের জয়ের ব্যবধানই যে ৩১৭ রান! এ জয় দিয়ে ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাইও নিশ্চিত করেছে ভারত।
বিরাট কোহলির রেকর্ড গড়া অপরাজিত ১৬৬, শুবমান গিলের সেঞ্চুরিতে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৯০ রান। শ্রীলঙ্কা সে রান তাড়ায় গুটিয়ে গেছে ৭৩ রানেই। রানের হিসেবে কোনো দলের এখন এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের, ২০০৮ সালে আয়ারল্যান্ডকে তারা হারিয়েছিল ২৯০ রানে।
ওয়ানডেতে এর চেয়ে কম রানে শ্রীলঙ্কা থেমেছে আর তিনবার। সিরাজের ৪ উইকেটের সঙ্গে ২টি করে নিয়েছেন মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব। শ্রীলঙ্কার একজন হয়েছেন রানআউট, একজন ব্যাটিং করতে পারেননি।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত রোহিত ও গিলের ওপেনিং জুটিতে তোলে ৯৫ রান। চামিকা করুনারত্নের শর্ট অব আ লেংথ বলে পুল করে সোজা ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন রোহিত। ৪২ রান করে আউট হওয়া ভারত অধিনায়কের হতাশাই বলে দিচ্ছিল, এমন উইকেটে বড় স্কোরের সুযোগ হারিয়েছেন।
সেটি হাতছাড়া করেননি আরেক ওপেনার গিল ও কোহলি। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ১১০ বলে ওঠে ১৩২ রান। ৫২ বলে ৫০ রান করা গিল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ৮৯ বলেই। ৯৭ বলে ১১৬ রানের ইনিংসে গিল ১৪টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা, বোল্ড হন কাসুন রাজিতার বলে।
পরের গল্পটি কোহলির। ২৬৮ ওয়ানডে ক্যারিয়ারে ৪৬তম শতক পেয়ে গেছেন, আর চারটি করলেই টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়ে যাবেন। সে রেকর্ড এখনো একটু দূরে থাকলেও আরেকটি রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন কোহলি।
এটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর দশম সেঞ্চুরি, ওয়ানডেতে কোনো একটি দলের বিপক্ষে যেটি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। এক প্রতিপক্ষের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ৯টি করে সেঞ্চুরি ছিল কোহলি ও টেন্ডুলকারের।
এই ইনিংসে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রহকারীর তালিকায়ও উঠে এসেছেন কোহলি। ২৫৯ ইনিংসে তাঁর রান এখন ১২ হাজার ৭৫৪। ১২ হাজার ৬৫০ রান নিয়ে সেরা পাঁচে থাকা শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে নেমে গেছেন ছয় নম্বরে। ৮৫ বলে তিন অঙ্ক পূর্ণ করা কোহলি নিজের একটি রেকর্ডও নতুন করে গড়েছেন। ইনিংসের প্রথম ৪০ ওভারে একটিও ছয় আসেনি তাঁর ব্যাট থেকে। তবে শেষ ১০ ওভারেই মেরেছেন ৮টি। কোনো ওয়ানডেতে এটিই তাঁর সর্বোচ্চ ছয়।
গিল ফেরার পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে মাত্র ৭১ বলেই ১০৮ রান তোলেন কোহলি, লোকেশ রাহুলের সঙ্গে তাঁর জুটিতে ১৪ বলে আসে ৩০ রান। শেষ ১০ ওভারে ভারত তোলে ১১৬ রান। কাসুন রাজিতা ও লাহিরু কুমারা—শ্রীলঙ্কার দুই পেসার ২০ ওভারে দেন ১৬৮ রান।
রান তাড়ায় শ্রীলঙ্কা পথ হারায় শুরু থেকেই, দ্বিতীয় ওভারেই ওয়াইড স্লিপে ক্যাচ দেন আভিস্কা ফার্নান্ডো। দলীয় ২২ রানে সিরাজের দ্বিতীয় শিকার কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা এরপর ১৭ রান তুলতেই হারায় পরের ৫ উইকেট।
সিরাজের পর আঘাত করেন শামি ও কুলদীপও। নুয়ানিদু ফার্নান্ডো করেন সর্বোচ্চ ১৯ রান, শ্রীলঙ্কা ইনিংসে ২২ রানের সর্বোচ্চ জুটিটি আসে শেষ উইকেটে। ম্যাচে সফরকারীদের ব্যাটিংয়ের পরিস্থিতির অনেকটা ফুটে ওঠে তাতেই।