ভারতের দুরবস্থা: গম্ভীরের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবে বিসিসিআই

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরইনস্টাগ্রাম

নিউজিল্যান্ডের কাছে নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার ঘটনা ভারত–সমর্থকদের বড়সড় ধাক্কা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নড়েচড়ে বসেছে।

ঘরের মাঠে সব ধরনের সুবিধা পাওয়া সত্ত্বেও ব্যর্থ হওয়ায় প্রধান কোচ গৌতম গম্ভীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে বিসিসিআই। এমনটাই জানিয়েছে ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, নিজেদের মাটিতে সাম্প্রতিক সিরিজগুলোয় পেস–সহায়ক উইকেটে ভালো করলেও টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ড সিরিজে পিচ কিউরেটরদের স্পিনবান্ধব উইকেট বানানোর নির্দেশ দেয়। এতে গম্ভীরেরও ‘ইন্ধন’ ছিল। গম্ভীর চেয়েছিলেন কিউইদের ঘূর্ণি-বাঁকে ফেলে সহজেই সিরিজ জিতে যাবেন।

গম্ভীরের চাওয়া মতো পিচ বানিয়েও নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে ভারত
এএফপি

কিন্তু হয়েছে এর উল্টোটা। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, ইশ সোধিদের স্পিনে দিশাহারা হয়ে উঠেছিলেন বিরাট কোহলি, শুবমান গিল, রবীন্দ্র জাদেজারা।

স্পিন–স্বর্গ হিসেবে ভারতের পিচগুলোর সুখ্যাতি আছে। যুগে যুগে স্পিনবান্ধব পিচ বানিয়েই নিজেদের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করে এসেছে ভারত। কিন্তু রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর পুরোনো ভাবনা থেকে বেরিয়ে আসে টিম ম্যানেজমেন্ট। এশিয়ার বাইরেও ভালো করতে (বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়) দেশের মাটিতেও পেস–সহায়ক উইকেট তৈরির পক্ষে মত দেন দ্রাবিড়। তাঁর অধীন শেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় ভারত।

আরও পড়ুন

কিন্তু গম্ভীর কোচ হওয়ার পর আবারও প্রতিপক্ষকে স্পিন ফাঁদে আটকানোর পরিকল্পনায় ফিরে যায় টিম ম্যানেজমেন্ট। মূলত বেঙ্গালুরুর সিমিং কন্ডিশনে নিউজিল্যান্ডের পেসারদের কাছে ধরাশায়ী হওয়ার পরই পুনে ও মুম্বাইয়ে শেষ দুই টেস্ট স্পিন–সহায়ক উইকেট বানানোর নির্দেশ দেওয়া হয়। এ ধরনের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নেওয়াতেই গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করবে বিসিসিআই।

টাইমস অব ইন্ডিয়াকে বোর্ডের একটি সূত্র বলেছে, স্পিন–সহায়ক উইকেট বানানোর সিদ্ধান্ত বোর্ডের কয়েকজনকে বিস্মিত করেছে। দলকে এগিয়ে নিয়ে যেতে গৌতম গম্ভীর ও তাঁর নতুন সাপোর্ট স্টাফদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসা করা হবে।

ভারতের প্রধান কোচ হতে বিসিসিআইকে কিছু শর্ত দিয়েছিলেন গম্ভীর। খেলোয়াড়ের ভূমিকায় দুটি বিশ্বকাপ জেতা সাবেক এই ওপেনারের সব শর্ত ও দাবিদাওয়া মেনে নিয়েছে বোর্ড। তাঁর চাওয়া মতো রায়ান টেন ডেসকাট, মরনে মরকেল ও অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যাশিত ফল পাচ্ছে না ভারত।

গম্ভীর তাঁর সহকারীদেরও বেছে নিয়েছেন পছন্দমতো
বিসিসিআই

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার আগে শ্রীলঙ্কা সফরে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে গম্ভীরের দল, যা ছিল ২৭ বছর পর লঙ্কানদের কাছে ভারতীয়দের প্রথম ওয়ানডে সিরিজ হার।

সব চাওয়া পূরণের পাশাপাশি গম্ভীরকে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড সাজাতে নির্বাচক কমিটির সভাতেও ডাকা হয়। নির্বাচক কমিটির সভায় প্রধান কোচকে আমন্ত্রণ জানানোর ঘটনাও বিসিসিআইয়ের ইতিহাসে প্রথম।

আরও পড়ুন

তবে ওই সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ভবিষ্যতে এমন সিদ্ধান্ত থেকে তারা সরে আসতে পারে, ‘গম্ভীর এখন পর্যন্ত যেসব দাবি করেছে, সবই পূরণ করা হয়েছে। সে তার পছন্দমতো কোচিং স্টাফ পেয়েছে। অস্ট্রেলিয়া সফরের দল বেছে নিতেও তাকে নির্বাচক কমিটির সভায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে বোর্ডকে সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হতে পারে এবং গম্ভীরের কাছে একটি রোডম্যাপ চাওয়া হতে পারে।’

গম্ভীরের সব দাবিদাওয়া বিসিসিআই মেনে নিলেও ভারত ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে না
বিসিসিআই

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নিতে ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় দলের। অন্য দলগুলোর ওপর নির্ভর না করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে পাঁচ ম্যাচের সেই সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারাতে হবে। কাজটা যে ভীষণ কঠিন হতে চলেছে, গম্ভীর নিশ্চয় এখন থেকেই উপলব্ধি করতে পারছেন।