পাকিস্তান দল থেকে আবার বাদ দিলে ব্যবস্থা নেওয়ার হুমকি ইমাদ ওয়াসিমের
কোনো কারণ না জানিয়ে পাকিস্তান জাতীয় দল থেকে আবার বাদ দিলে ব্যবস্থা নেওয়ার ‘হুমকি’ দিয়েছেন ইমাদ ওয়াসিম। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার নিজের প্রতি অবিচার হয়েছে বলে দাবি করেছেন।
ইমাদ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রায় দেড় বছর পাকিস্তান দলে সুযোগ পাননি। সর্বশেষ পিএসএলে অলরাউন্ড নৈপুণ্যের পর গত মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে ডাকা হয়। আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও।
আজ জিও নিউজের স্কোর অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ইমাদ বলেন, কোনো কারণ ছাড়াই তাঁকে পাকিস্তান দল থেকে দূরে রাখা হয়েছিল, ‘আমি আল্লাহর আদালতে আরজি দিয়ে রেখেছি, উনিই দেখবেন। আমার নিজের সামর্থ্যের ওপর সব সময়ই বিশ্বাস ছিল, আমার পারফরম্যান্স সম্পর্কে দুনিয়াও জানে। তারা (নির্বাচকেরা) গত দেড় বছরে একবারও বলেনি, কেন আমাকে জাতীয় দলে ডাকা হচ্ছে না। তবে এখন আর আমি তেমনটি ঘটতে দেব না। এবার আমার কার্যক্রম আরও গুরুত্বপূর্ণ হবে। তারা যদি আবারও আমাকে কোনো কারণ ছাড়াই বাদ দেয়, তাহলে আমি এখন ক্যারিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আছি, একটা পদক্ষেপ আমাকে নিতেই হবে।’
তবে কী পদক্ষেপ বা ব্যবস্থা নেবেন, সেটা স্পষ্ট করে বলেননি।
আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৬১ টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। জাতীয় দলে খেলার ইচ্ছা টাকার জন্য নয় জানিয়ে ইমাদ বলেন, ‘জাতীয় দলে না খেলার কারণে কখনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইনি। বরং পাকিস্তান দলের বাইরে থাকার সময় আমি ১০ গুণ বেশি আয় করেছি। আমার নিজের সামর্থ্যের ওপর আস্থা আছে। আমি যদি কন্ডিশন-নির্ভর বোলার হতাম, তাহলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে আমাকে খেলতে নিত না।’
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে ফিরে ৩ টি-টোয়েন্টিতে বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে একটি ফিফটিসহ ৯৫ রান করেন ইমাদ। এর আগে পিএসএলের অষ্টম আসরে ১০ ইনিংসে ১৭০.৪৬ স্ট্রাইক রেটে ৪০৪ রান ও ৭.৯৩ ইকোনমিতে ৯ উইকেট শিকার করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ এপ্রিল লাহোরে।