আহমেদাবাদে বাবর–রিজওয়ানদের ‘বন্দী জীবন’

আহমেদবাদের হোটেলে ঢুকছেন বাবর আজমছবি: এএফপি

ফুলের পাপড়ি ছিটিয়েই আহমেদাবাদের হোটেলে পাকিস্তান ক্রিকেট দলকে বরণ করে নেওয়া হয়েছে। মিষ্টিমুখ হয়েছে, ঢোল-বাদ্য বেজেছে। শনিবার ভারতের বিপক্ষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি ঘিরে মানুষের আগ্রহের কোনো কমতি নেই বলাই বাহুল্য। ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামের আসনের চেয়ে অনেক বেশি টিকিট এ ম্যাচের জন্য ছাড়া হয়েছে শুধু দর্শকের আগ্রহকে কেন্দ্র করেই। আহমেদাবাদ শহরে নাকি কোনো হোটেল খালি নেই। ভারতের অন্য রাজ্য থেকে ভারত-পাকিস্তান মহারণের রোমাঞ্চের স্বাদ নিতে যাঁরা আসছেন, তাঁদের অনেকেই নাকি হাসপাতালে রোগী সেজে আশ্রয় নিয়েছেন। এমন একটা ম্যাচের আগে আহমেদাবাদ পৌঁছে পাকিস্তান দল কাটাচ্ছে কার্যত বন্দী জীবন।

নিরাপত্তারক্ষীদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান
ছবি: এএফপি

আহমেদবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহর। এটি ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও শহর। বিজেপি সমর্থনপুষ্ট এই শহরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে বাড়তি সতর্কতাও আছে বিসিসিআইয়ের। কোনো অবস্থাতেই পাকিস্তান দলকে নিয়ে যেন কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে ব্যাপারে সচেষ্ট নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্টরা। এর আগে এই ম্যাচ ঘিরে সব মিলিয়ে ১১ হাজার নিরাপত্তারক্ষী থাকার কথাও নিশ্চিত করেছিল আহমেদাবাদের পুলিশ কর্তৃপক্ষ। পাশাপাশি পাকিস্তান দলকে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে, খেলোয়াড় বা কর্মকর্তারা যেন আহমেদাবাদের যেকোনো উন্মুক্ত স্থান এড়িয়ে চলেন। দোকানে কেনাকাটার জন্য যাওয়া, কিংবা কোথাও একা বা দল বেঁধে খেতে বা বেড়াতে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। বিশেষ প্রয়োজনে যদি হোটেলের বাইরে যেতেই হয়, তাহলে নিরাপত্তা বাহিনীকে জানিয়ে তা করার জন্য বলে দেওয়া হয়েছে তাঁদের।

নিরাপত্তা বলয়ে বন্দী পাকিস্তান ক্রিকেট দল
ছবি: এএফপি

হোটেল-রেস্তোরাঁয় খেতে যাওয়ার ব্যাপারে বিশেষ ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। কোনো বিশেষ জায়গায় যেতে হলে পাকিস্তান দলকে তাদের আগেই তা জানিয়ে রাখতে হবে। সে ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় দল সেই রেস্তোরাঁয় খেতে যাওয়ার অনুমতি পাবে। যদিও পাকিস্তান ক্রিকেট দল যে হোটেলে আছে, সেখানে খেলোয়াড়দের বিনোদন ও সময় কাটানোর জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে।

গতকাল আহমেদবাদে পৌঁছেই অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। সেটি কড়া নিরাপত্তাবলয়ের মধ্যেই। আজ শুক্রবারও অনুশীলন আছে। শনিবার ম্যাচ খেলে রোববার পাকিস্তান বেঙ্গালুরু রওনা দেবে।

ভারত ও পাকিস্তান দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে। ভারত অস্ট্রেলিয়া আর আফগানিস্তানকে হারিয়েছে। পাকিস্তান নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কাকে। লঙ্কানদের বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জিতে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডও গড়েছে পাকিস্তান।