শাকিবের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কী করবেন তাসকিন
তাঁর চেহারায় নায়ক-নায়ক ভাব আছে, তাসকিন আহমেদ এমন কথা হয়তো শুনেছেন বহুবারই। লম্বা, ফরসা, স্টাইলিশ—সব মিলিয়ে তাঁর নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াটাও হয়তো খুব বিস্ময়ের কিছু হবে না। তাঁর ‘লুক’ নিয়ে আলাদা একটা আগ্রহও দর্শকদের। তবে আপাতত তাসকিনের পরিচয় শুধুই ক্রিকেটার।
জাতীয় দলের এই পেসার আজ হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে। এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান। বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পাওয়া উদ্যাপনের এই অনুষ্ঠানে তাসকিনের কাছে ছিল চলচ্চিত্র নিয়েও প্রশ্ন।
এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।”
অনুষ্ঠানের মঞ্চে ওঠার পর তাঁর কাছে উপস্থাপিকা জানতে চান, ‘শাকিব ভাই যদি তাঁর সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন। এটা কি আপনি লুফে নেবেন?’ তাসকিনের জন্য প্রশ্নের উত্তরটা অবশ্য ছিল সহজই—ক্রিকেটার পরিচয়টাই যে এখন তাঁর কাছে আগে, তাই যেন মনে করিয়ে দিয়েছেন।
এতে শাকিব খানেরও সায় থাকবে জানিয়ে তাসকিন উত্তরে বলেছেন, ‘এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে। কিন্তু এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।”’
কয়েক দিন আগে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ‘এ+’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন তাসকিন। এখন তাঁকে সিনেমায় নিতে হলে লগ্নিকারীদের বেশ বড় অর্থই যে খরচ করতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে তাসকিন আপাতত ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন। তবে চলচ্চিত্রও যে দেখা হয়, তার প্রমাণ মিলেছে একই মঞ্চে দাঁড়িয়ে শাকিবকে নিয়ে তাঁর কথায়, ‘শাকিব ভাই তো কিংবদন্তি। আমাদের সবার প্রিয়। শাকিব ভাই, সামনাসামনি আসলে আপনি অনেক সুন্দর একজন মানুষ।’