সরাসরি

দ্বিতীয় টি-টোয়েন্টি: শেফার্ডকে ফেরালেন তানজিম, ওয়েস্ট ইন্ডিজ ৬৬/৬

০৩: ৩৫

শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের চাই ৬৪ রান

হাতে মাত্র ৪ উইকেট। পারবে ওয়েস্ট ইন্ডিজ? এই প্রশ্নের উত্তর হলো, ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকেই হেলে।

১৫তম ওভারে মাত্র ৫ রান দিয়েছেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ওভারে ৬ উইকেটে ৬৬। চেজ ২৯ বলে ১৮ রানে অপরাজিত। আকিল ২০ বলে ১০ রানে।

স্ক্রিনে দেখাল, সৌম্যকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। হাসপাতালে নেওয়া হচ্ছে। দুঃসংবাদ!

০৩: ২৯

রিশাদ দিলেন ২ রান, তানজিম দিলেন ৪

১৩তম ওভারে মাত্র ২ রান দিয়েছেন রিশাদ। এরপর তানজিম ফিরে ১৪তম ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। ওয়েস্ট ইন্ডিজ ১৪ ওভারে ৬ উইকেটে ৬১। ৩৬ বলে চাই ৬৯ রান।

০৩: ২২

মিরাজ একটু বেশি রান দিলেন!

ম্যাচের পরিস্থিতি এবং অন্য বোলারদের বোলিং বিচারে ১২তম ওভারে মিরাজের (তাঁর প্রথম ওভার) ৮ রান দেওয়া একটু বেশিই মনে হতে পারে। এই ওভারে তাঁর চতুর্থ বলে চার মেরেছেন চেজ। বাংলাদেশের জয়ের পথে চেজই এখন পথের কাঁটা।

ওয়েস্ট ইন্ডিজ ১২ ওভারে ৬ উইকেটে ৫৫। চেজ ১৮ বলে ১২ রানে অপরাজিত। আকিল ১৩ বলে ৫। ৪৮ বলে ৭৫ রান চাই ওয়েস্ট ইন্ডিজের।

০৩: ১৬

রিশাদ দিলেন ৩ রান

১১তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ৩ রান দিয়েছেন স্পিনার রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভার শেষে ৬ উইকেটে ৪৭। জয়ের জন্য শেষ ৫৪ বলে ৮৩ রান চাই।

০৩: ১১

দুর্দান্ত তানজিম, বিষম চাপে ওয়েস্ট ইন্ডিজ

৯ম ওভারে তানজিমের তৃতীয় বলটি ছিল বাউন্সার। পুল করতে গিয়ে স্লিপে তানজিদকে ক্যাচ দেন শেফার্ড। ৫ বলে ০ রানে ফিরলেন। আরেকটি উইকেট মেডেন ওভার! অবিশ্বাস্য বোলিং করছেন বাংলাদেশের বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজ ৯ ওভারে ৬ উইকেটে ৪২ রান তুলেছিল। এরপর ১০ম ওভারে মেহেদী বোলিংয়ে ফিরে দিয়েছেন মাত্র ২ রান। ৬ উইকেটে ৪৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভার শেষে।

জয়ের জন্য শেষ ১০ ওভারে ৮৬ রান চাই ওয়েস্ট ইন্ডিজের। হাতে মাত্র ৪ উইকেট।

০৩: ০১

হাসানের আঘাত, শিকার পাওয়েল

৮ম ওভারে হাসান বোলিংয়ে ফিরেই উইকেট পেলেন। তাঁর দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল। সামনে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলেন মিরাজ। ৭ বলে ৬ রানে ফিরলেন তিনি।

উইকেট মেডেন ওভার হাসানের। দারুণ বোলিং!

ওয়েস্ট ইন্ডিজ ৮ ওভারে ৫ উইকেটে ৪১। চেজ ৮ বলে ৪ এবং শেফার্ড ৪ বলে ০ রানে অপরাজিত।

০২: ৫৪

ক্যাচ মিস সৌম্যর, মাঠের বাইরে

৭ম ওভারে পেসার তানজিম বোলিংয়ে।

তাঁর তৃতীয় বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন চেজ। সৌম্য ঠিকমতো বলের গতি বুঝতে পারেননি। বল তাঁর আঙুলের মাথায় লেগেছে। ব্যথায় শুয়ে পড়েন সৌম্য। ফিজিও এসে তাঁকে মাঠের বাইরে নিয়ে যান।

এই ওভারে তানজিমকে পঞ্চম বলে কাভার ড্রাইভে চার মেরেছেন পাওয়েল। এই ওভারে উঠল ৯ রান।

ওয়েস্ট ইন্ডিজ ৭ ওভারে ৪ উইকেটে ৪১। চেজ ৮ বলে ৪, পাওয়েল ৫ বলে ৬ রানে অপরাজিত।

০২: ৪৮

পুরানও আউট, চাপে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম চারটি বল ডট দেওয়ার পর পঞ্চম বলে পুরানকে স্লিপে ক্যাচ বানালেন মেহেদী। আরামে ক্যাচটি নিলেন সৌম্য। উইকেট মেডেন ওভার!

পাওয়ার প্লের ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ৩২। চেজ ৬ বলে ২ ও পাওয়েল ১ বলে ০ রানে অপরাজিত।

০২: ৪৪

৩ রান দিলেন তাসকিন

আরেকটি ভালো ওভার তাসকিন। ৪টি ডট দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ তুলতে পেরেছে মাত্র ৩ রান।

ওয়েস্ট ইন্ডিজ ৫ ওভারে ৩ উইকেটে ৩২।

০২: ৩৭

মেহেদীতে পতন চার্লসের

প্রথম বলে মেহেদীকে চার মেরেছিলেন চার্লস। চতুর্থ বলে তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন এই স্পিনার। ডেলিভারিটি ছিল লেগ স্পিন! ‍যদিও বাঁক নেয়নি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি চার্লস। ১২ বলে ১৪ রানে ফিরলেন।

ওয়েস্ট ইন্ডিজ ৪ ওভারে ৩ উইকেটে ২৯। পাঁচে নেমেছেন রোস্টন চেজ।

০২: ৩২

তাসকিনে পতন কিং ও ফ্লেচারের

তৃতীয় ওভারেই বোলার পাল্টালেন অধিনায়ক লিটন এবং সাফল্য!

প্রথম বলেই দারুণ এক লেংথ ডেলিভারিতে কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাসকিন। ৫ বলে ৮ রানে ফিরলেন।

শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানালেন। ৪ বলে শূন্য রানে ফিরলেন ফ্লেচার।

চারে নেমেছেন নিকোলাস পুরান। ২ উইকেট নিয়ে ৪ রান দিলেন তাসকিন। শেষ বলে মিস ফিল্ডিংয়ে চার দিয়েছেন হাসান।

ওয়েস্ট ইন্ডিজ ৩ ওভারে ২ উইকেটে ২৩।

০২: ২৫

১২ রানে শুরু মেহেদীর

তিনটি ডট দিলেও শুরুটা ভালো হলো না প্রথম টি-টোয়েন্টির ম্যাচসেরা মেহেদী হাসানের। এই স্পিনারকে বিশাল এক ছক্কা ও চার মেরেছেন চার্লস।

ওয়েস্ট ইন্ডিজ ২ ওভারে বিনা উইকেটে ১৯।

০২: ২২

প্রথম ওভারে ৭ রান দিলেন হাসান

চারটি বল ডট দিলেও একটি বাউন্ডারি হজম করেছেন পেসার হাসান মাহমুদ। দৌড়ে এক বলে তিনটি রানও নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রান্ডন কিং ও জনসন চার্লস। কাভার ড্রাইভে চার পেয়েছেন কিং।

ওয়েস্ট ইন্ডিজ ১ ওভারে বিনা উইকেটে ৭ রান। ৩ বলে ৭ রান করেছেন কিং।

০২: ১৬

প্রথম ১০ ওভারে ৪৫, শেষ ১০ ওভারে ৮৪

প্রথম টি-টোয়েন্টিতে উঠেছে ৬ উইকেটে ১৪৭। আজ দ্বিতীয় ম্যাচে একই মাঠে রান উঠল আরও কম। ৭ উইকেটে ১২৯।

কোনো ৫০ রানের জুটি নেই। আটে নামা শামীম খেলেছেন সর্বোচ্চ ১৭ বলে ৩৫ রানের ইনিংস। ৮ম উইকেটে তানজিমের সঙ্গে তাঁর ২৩ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিটি না হলে একদমই সাদামাটা স্কোর হতো বাংলাদেশের। এই জুটিতে শামীমের অবদান ১২ বলে ৩০। তৃতীয় উইকেটে এসেছে ৩১ বলে ২৮ রানের জুটি।

২৫ বলে ২৬ রান করেন মিরাজ। ২০ বলে ২১ রান জাকেরের। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে বাংলাদেশ।

২৫ রানে ২ উইকেট স্পিনার মোতির। ১টি করে উইকেট চেজ, আলজারি, আকিল ও ম্যাকয়ের।

০২: ০৬

শেষ ওভারে ১৫ রান, বাংলাদেশ ৭ উইকেটে ১২৯

ঘটনাবহুল শেষ ওভার।

দুটি চার মেরেছেন শামীম। পঞ্চম বলে হাত দিয়ে স্টাম্প ভেঙে তানজিমকে রান আউট করার নিশ্চিত সুযোগ নষ্ট করেছেন বোলার শেফার্ড। শেষ ওভারে মোট ১৫ রান তুলে শেষটা ভালো করল বাংলাদেশ। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট হবে কি?

১৭ বলে অপরাজিত ৩৫ রানের দারুণ ইনিংস খেললেন শামীম। ১১ বলে ৯ রানে অপরাজিত তানজিম। ৮ম উইকেটে ২৩ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি।

০১: ৫৯

শামীমের ছক্কায় উঠল মোট ১১

১৯তম ওভারের তৃতীয় বলে মিড উইকেট দিয়ে ম্যাকয়কে ছক্কা মারেন শামীম। এই ওভারে উঠল মোট ১১ রান। শেষ বলটি ডট।

বাংলাদেশ ৭ উইকেটে ১১৪। শামীম ১২ বলে ২৩ রানে অপরাজিত।তানজিম ১০ বলে ৮।

শেষ ওভারে কত তুলতে পারবে বাংলাদেশ?

০১: ৫৫

১৮তম ওভারে ৬ রান

আলজারির চতুর্থ বলে মিড উইকেট দিয়ে চার মেরেছেন তানজিম। চারটি বল ডট এই ওভারে। উঠেছে মোট ৬ রান।

বাংলাদেশ ১৮ ওভারে ৭ উইকেটে ১০৩।

০১: ৪৭

জাকের আউট

ওবেদ ম্যাকয় প্রথম বলটি ওয়াইড দিয়েছিলেন। পরের বলটি ছিল হাফ ভলি। টাইমিংয়ে গড়বড় করে এবং ব্যাটে ঠিকমতো লাগাতে না পেরে লং অনে ক্যাচ দিয়ে আউট জাকের। ২০ বলে ২১ রানে আউট হলেন তিনি।

১৭তম ওভারে শেষ বলে ছক্কা শামীমের। মোট ১১ রান এল এই ওভারে।

বাংলাদেশ ১৭ ওভারে ৭ উইকেটে ৯৭। শামীম ৭ বলে ১২ রানে অপরাজিত।

ক্রিজে নতুন ব্যাটসম্যান তানজিম হাসান।

০১: ৪৩

৬ রান এল ১৬তম ওভারে

আলজারিকে মারতে পারলেন না জাকের ও শামীম। এই ওভারে মাত্র ৬ রান দিয়েছেন। একটি ডট।

বাংলাদেশ ৬ উইকেটে ৮৬। জাকের ১৯ বলে ২১ ও শামীম ৫ বলে ৫।

০১: ৩৮

বোল্ড মেহেদী, জাকেরের ছক্কা

১৫তম ওভারের দ্বিতীয় বলে মোতিকে সুইপ করতে গিয়ে বোল্ড মেহেদী। ১১ বলে ১১ রানে ফিরলেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান শামীম হোসেন। মোতির চতুর্থ বলে স্লগ সুইপে ছক্কা জাকেরের। এই ওভারে ৯ রানে ১ উইকেট নিলেন মোতি।

শেষ ৫ ওভারে কত তুলতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ ১৫ ওভারে ৬ উইকেটে ৮০। জাকের ১৭ বলে ২০ রানে অপরাজিত।

০১: ৩৪

শেফার্ড আরও কিপটে

মোতি আগের ওভারে দিয়েছেন ৫ রান। শেফার্ড ১৪তম ওভারে দিলেন ৪ রান। বেশি কিপটে!

বাংলাদেশ ১৪ ওভারে ৫ উইকেটে ৭১।

০১: ৩১

মোতির আরেকটি ভালো ওভার

১৩তম ওভারে মাত্র ৫ রান দিলেন মোতি। বাংলাদেশ ১৩ ওভারে ৫ উইকেটে ৬৭। জাকের ১০ বলে ১০ রানে অপরাজিত। মেহেদী ৭ বলে ৯। চার্জ শুরু হবে কখন?

০১: ০৪

আবারও বৃষ্টির হানা

১২তম ওভারে পেসার ম্যাকয়ের দুটি শর্ট বলে চার পেয়েছে বাংলাদেশ। একটি মেরেছেন মেহেদী, আরেকটি জাকের। ওভারের এক বল বাকি থাকতে হানা দিয়েছে বৃষ্টি।

বাংলাদেশ ১১.৫ ওভারে ৫ উইকেটে ৬২। জাকের ৭ বলে ৯ ও মেহেদী ৩ বলে ৫ রানে অপরাজিত।

আপডেট: বৃষ্টি থেমেছে। কাভার তুলে নেওয়া হয়েছে। আম্পায়ারেরা পিচ পর্যবেক্ষণ করছেন।

০১: ০০

টানা তিন ওভারে ৩ উইকেট, রিশাদও আউট

নবম ওভারে সৌম্য, ১০ম ওভারে মিরাজ এবং ১১তম ওভারে রিশাদ আউট! টানা তিন ওভারে ৩ উইকেট হারিয়ে বিষম চাপে বাংলাদেশ।

১১তম ওভারে মোতির তৃতীয় বলে চার মারার পর শেষ বলে চালাতে গিয়ে বোল্ড! ৪ বলে ৫ রানে ফিরলেন রিশাদ।

বাংলাদেশ ১১ ওভারে ৫ উইকেটে ৫২। ক্রিজে জাকেরের সঙ্গী মেহেদী হাসান

০০: ৫৩

মিরাজও আউট

দ্রুত রান তুলতে শট খেলা ছাড়া উপায় ছিল না!

আলজারির করা ১০ম ওভারের শেষ বলে পুল করে ছক্কা মারতে গিয়ে স্কয়ার লেগের সীমানায় ক্যাচ দেন মিরাজ। ২৫ বলে ২৬ রানে আউট হলেন। বলটা শর্ট ছিল না তেমন, মিরাজ পুলও করেছেন ফ্লাট। সোজা কিংয়ের হাতে।

আরেকটি ভালো ওভার ওয়েস্ট ইন্ডিজের। ৫ রানে ১ উইকেট নিলে আলজারি।

বাংলাদেশ ১০ ওভার শেষে ৪ উইকেটে ৪৫। ক্রিজে রিশাদ হোসেন।

০০: ৪৪

আবারও মিরাজের ক্যাচ মিস এবং সৌম্য আউট

স্পিনার গুড়াকেশ মোতির প্রথম ওভার। দ্বিতীয় বলেই সুইপ করে মিড উইকেটে কঠিন ক্যাচ দিয়েছিলেন মিরাজ। ফ্লাট শটটি ফিল্ডার ডাইভ দিয়ে হাতে রাখতে পারেননি।

এক বল পরই সৌম্য রান আউট! থার্ডম্যানে আলজারির হাতে বল দিয়েই দ্রুত একটি রান চুরি করতে চেয়েছিলেন মিরাজ। আলজারির রকেট থ্রোতে সৌম্য পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙেছেন ফ্লেচার। তৃতীয় আম্পায়ার আউট দেন। ১৮ বলে ১১ রানে সৌম্য রান আউট হওয়া হতাশাই বাড়াবে। তৃতীয় উইকেটে ভাঙল সৌম্য-মিরাজের ৩১ বলে ২৮ রানের জুটি।

ক্রিজে জাকের আলী।

বাংলাদেশ ৯ ওভারে ৩ উইকেটে ৪০।

০০: ৪২

মিরাজ চালাচ্ছেন, কিন্তু...

অষ্টম ওভারে আলজারির কাছ থেকে এল ৫ রান। মিরাজ এই ওভারে মারার চেষ্টা করেছেন। বিপদও হয়েছিল। তৃতৗয় বলে স্ট্রেট দিয়ে মেরেছিলেন। বল উঠেছিল আকাশে। ওবেদ ম্যাকয় ক্যাচটি ধরতে পারলে ফ্রেমে বেঁধে রাখার মতো দৃশ্যই হতো! ফেলে দিয়েছেন। কঠিন ক্যাচ।

বাংলাদেশ ৮ ওভারে ২ উইকেটে ৩৬। মিরাজ ১৮ বলে ২১ ও সৌম্য ১৬ বলে ৯ রানে অপরাজিত।

০০: ৩৭

আউটস্ট্যান্ডিং আকিল!

সপ্তম ওভারে মাত্র ২ রান দিয়েছেন আকিল। শেষ হলো তাঁর বোলিং। ৪ ওভারে ১৬ রানে ১ উইকেট নিয়েছেন। অসাধারণ বোলিং। ১৮টি বল ডট!

অষ্টম ওভারে আক্রমণে পেসার আলজারি জোসেফ।

০০: ৩৪

পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৯

প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩২ তুলেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে তুলল ২ উইকেটে ২৯। ৬ ওভার শেষে তেমন একটা ভালো করতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২৩ বল ‘ডট’।

সৌম্য ১৩ বলে ৭ এবং মিরাজ ৯ বলে ১৬ রানে অপরাজিত। চেজের করা ষষ্ট ওভারে একটি চার পেয়েছেন মিরাজ। কীভাবে? ওই তো, তাঁর প্রিয় শট কাট করে, লেটে খেলে!

০০: ২৯

প্রথম ছক্কা!

ম্যাচের প্রথম ছক্কা মিরাজের।

আকিলের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সুইপ করে মিড উইকটে দিয়ে ছক্কা মারলেন মিরাজ। ওভারের শেষ বলটি আকিল সিমের ওপর জোরে করায় মিরাজ ব্যাটের ফেস ওপেন করে কাট করেন। বল থার্ডম্যান দিয়ে চার। মোট ১১ রান এসেছে এই ওভারে।

এই ওভারে প্রথম তিন বলে দুজন স্লিপ ফিল্ডার নিয়ে বল করেছেন আকিল।

বাংলাদেশ ৫ ওভারে ২ উইকেটে ২৩। মিরাজ ৭ বলে ১১ ও সৌম্য ৯ বলে ৬ রানে ব্যাট করছেন।

০০: ২৪

বৃষ্টি শেষে আরেকটি উইকেট!

ওয়ারফেজের গানের লাইন যেমন ‘বৃষ্টি শেষে সোনালি আকাশ’, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরাও তেমনি বলতে পারেন ‘বৃষ্টি শেষে আরেকটি উইকেট!’

আকিল বাঁক পাওয়ায় চতুর্থ ওভারে আরেক স্পিনার রোস্টন চেজকে আক্রমণে আনেন ক্যারিবিয়ান অধিনায়ক পাওয়েল। ক্রিজে দুই বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় ডানহাতি অফ স্পিনার আনার সিদ্ধান্তটা কাজে লেগেছে।

চতুর্থ ওভারের তৃতীয় বলে চেজের নিরীহ স্পিনে ড্রাইভ খেলতে গিয়ে বোল্ড তানজিদ। বল একটু বাঁক নিয়েছিল হাফ ভলি লেংথ থেকে। ৪ বলে ২ রানে আউট তানজিদ।

চারে ব্যাটিংয়ে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।

চেজ সিলি পয়েন্টে একজন ফিল্ডার নিয়ে বল করলেন মিরাজকে। অবিশ্বাস্য!

বাংলাদেশ ৪ ওভারে ২ উইকেটে ১২ রান তুলেছে।

০০: ১৮

বৃষ্টি!

তৃতীয় ওভার শেষেই বৃষ্টি হানা দিয়েছে। ধারাভাষ্যকারেরা বলছেন, পাসিং শাওয়ার। অর্থাৎ বৃষ্টিটা বেশিক্ষণ থাকবে না। ওয়েস্ট ইন্ডিজের সব খেলোয়াড় মাঠ ছাড়েনননি। পিচ কাভারে ঢাকা হয়েছে। খেলা আপাতত বন্ধ।

এই ফাঁকে লিটনের রানখরা সমন্ধে জেনে নিতে ক্লিক করুন নিচের লিংকে।

মোনালিসা নয়, এখন লিটন ‘হাঁস’ই বেশি আঁকছেন

০০: ১৪

লিটনের মুক্তিলাভ এবং আউট

শুরু থেকেই আকিলের বল খেলতে হাঁসফাঁস করছিলেন লিটন। তৃতীয় ওভারে তাঁর তৃতীয় বল এগিয়ে গিয়ে খেলতে গিয়ে ব্যাটে পাননি লিটন। স্টাম্পিংয়ের শিকার! ১০ বলে ৩ রানে আউট হওয়া লিটনের এই ইনিংসকে মুক্তিলাভ বলাই যায়!

প্রথম ম্যাচেও আকিলের বলেই আউট হয়েছিলেন লিটন। শূন্য রান করেছিলেন।

তিনে ব্যাটিংয়ে নেমেছেন তানজিদ।

বাংলাদেশ ৩ ওভারে ১ উইকেটে ১০। সৌম্য ৫ বলে ৫ রানে অন্য প্রান্তে।

০০: ০৯

লিটন মরিয়া, সৌম্য বিউটিফুল!

পেসার ওবেদ ম্যাকয়ের করা দ্বিতীয় ওভারের প্রথম বলে বিট হওয়ার পর দ্বিতীয় বলেই এগিয়ে গিয়ে উড়িয়ে মেরেছিলেন লিটন। বল ব্যাটের কানায় লেগে থার্ডম্যানে ক্যাচ উঠেছিল। ফিল্ডার আকিল একটু এগিয়ে গেলেই ক্যাচ পেতেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি সেফ ফিল্ডিং করলেন!

এই ওভারের চতুর্থ বলে দারুণ কাভার ড্রাইভে চার সৌম্যর। বিউটিফুল! মোট ৭ রান এসেছে এই ওভারে।

বাংলাদেশ ২ ওভারে বিনা উইকেটে ৮ রান।

০০: ০৫

ওপেনিং জুটিতে লিটন, দেখেশুনে শুরু

ওপেনিং জুটিতে সৌম্য সরকারের সঙ্গে নেমেছেন লিটন দাস। প্রথম টি-টোয়েন্টিতে তিনে ব্যাট করেছিলেন লিটন। ৪ বল খেলে ১টি রান নিয়েছেন। সৌম্য ওভারের বাকি দুটি বল খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেছেন স্পিনার আকিল হোসেন।

বাংলাদেশ ১ ওভারে বিনা উইকেটে ১ রান।

২৩: ৪৩ , ডিসেম্বর ১৭

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল (অধিনায়ক), গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয়।

২৩: ৪৩ , ডিসেম্বর ১৭

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

২৩: ৩৪ , ডিসেম্বর ১৭

টসে হার বাংলাদেশের

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ দলে একটি পরিবর্তনের কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো পরিবর্তন নেই।

আর্নস ভেল গ্রাউন্ডে এ পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে। আগে ব্যাট করা ৭বারই জিতেছে। আগে ব্যাট করে হারের নজির একবারই। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল পাকিস্তানে বিপক্ষে।

২৩: ২৭ , ডিসেম্বর ১৭

ভিনিসিয়ুস ‘বেস্ট’

ফিফা দ্য বেস্ট পুরস্কার হাতে ভিনিসিয়ুস
ভিনিসিয়ুসের এক্স হ্যান্ডল
১৬: ১২ , ডিসেম্বর ১৭

স্বাগতম

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে আজ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। প্রথম টি–টোয়েন্টি ৭ রানে জিতে সিরিজে এগিয়ে লিটন দাসের দল। আজ কি সিরিজ জয় নিশ্চিত করতে পারবে বাংলাদেশ?

আজকের ম্যাচটি দুই দলের জন্যই প্রতিপক্ষকে ‘রেকর্ড’ উপহার দেওয়ার উপলক্ষ। তিন ম্যাচের এই সিরিজটা যারা হারবে, তারা বছরটা শেষ করবে রেকর্ডটা সঙ্গী করেই।