আইসিসির চোখে আগামী দিনের তারকা ইয়ানসেন
মনোনয়ন তালিকায় ছিলেন এমন ক্রিকেটার, আবির্ভাবেই যাঁরা বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন। এক–দুই ম্যাচ বা সিরিজ নয়, ধারাবাহিক ছিলেন বছরজুড়ে। বর্ষসেরা উদীয়মানের সেই তালিকায় আর্শদীপ সিং, ফিন অ্যালেন ও ইবরাহিম জাদরানকে টপকে গেছেন মার্কো ইয়ানসেন।
দক্ষিণ আফ্রিকার ২২ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডারই ২০২২ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার।
২০২১ সালের বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ইয়ানসেনের। ২০২২ সালে ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি। এর মধ্যে সাদা বলের ক্রিকেটে ছিলেন সবচেয়ে উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মাটিতে ১৯.০২ গড়ে নিয়েছেন ৩৬ উইকেট।
নিজের সামর্থ্য দেখিয়েছেন ব্যাট হাতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে খেলেন ৫৯ রানের ইনিংস। এ ছাড়া ওয়ানডেতে ২টি এবং টি–টোয়েন্টিতে ১টি উইকেট নেন।
আইসিসির চোখে ইয়ানসেনের বছরের সেরা নৈপুণ্য ছিল ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে। ওই ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা, সর্বোচ্চ ৩০ রান করেন ৮ নম্বরে নামা ইয়ানসেন। এরপর বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনে ধস নামান। ৩৫ রান দিয়ে নেন ৫ উইকেট, ইংল্যান্ড গুটিয়ে যায় ১৫৮ রানে।
ওদিকে মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা উদীয়মানের স্বীকৃতি পেয়েছেন ভারতের পেসার রেনুকা সিং। ২০২২ সালে ওয়ানডেতে ১৪.৮৮ গড়ে ১৮টি এবং ২৩.৯৫ গড়ে ২২ উইকেট নেন রেনুকা।
বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের তালিকায় আরও ছিলেন অস্ট্রেলিয়ার ডারসি ব্রাউন, ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি ও ইয়াসতিকা ভাটিয়া।