ওয়ার্নারকে পাকিস্তান দলের বিদায়ী উপহার, কামিন্স বললেন ‘বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে’
সিডনি টেস্টের ভাগ্য বলতে গেলে গতকালই লেখা হয়ে গিয়েছিল। পড়ন্ত বিকেলে জশ হ্যাজলউডের তোপে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে ফেলার পর বোঝা গিয়েছিল, শান মাসুদের দল অস্ট্রেলিয়াকে খুব বড় লক্ষ্য দিতে পারবে না। তাতে এটাও ধারণা করা যাচ্ছিল, আজই ডেভিড ওয়ার্নারের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের শেষ দিন হতে চলেছে।
শেষ পর্যন্ত হয়েছেও তা-ই। পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য ৮ উইকেট অক্ষত রেখে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৫৭ রান উপহার দিয়ে বিদায়ী টেস্ট স্মরণীয় করে রেখেছেন ওয়ার্নার।
ঘরের ছেলের বিদায় উপলক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খেলা দেখতে আসা দর্শকদের ম্যাচ শেষে মাঠে আসার সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের সাক্ষী রেখেই হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে পরাজিত দলের অধিনায়ক মাসুদ মেলবোর্নের ভুল সিডনিতেও পুনরাবৃত্তির কথাগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে বলেছেন। তবে ম্যাচ ও সিরিজের ফল ছাপিয়ে গেছে ওয়ার্নারকে দেওয়া পাকিস্তান দলের উপহার।
পুরস্কার বিতরণীর মঞ্চ ছাড়ার আগে মাসুদ বলেন, ‘ওয়ার্নারের বিদায়ী উপহার হিসেবে আমরা তাঁকে একটি প্রশংসাসূচক টোকেন দিতে চাই।’ এরপর ওয়ার্নারকে মঞ্চে ডেকে নিয়ে পাকিস্তান দলের একটি জার্সি উপহার দেন মাসুদ। বলেন, ‘এটা বাবর আজমের জার্সি, যেখানে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সবার সই আছে।’ এ সময় ওয়ার্নারকে অবসর-পরবর্তী জীবনের জন্য শুভকামনাও জানান পাকিস্তান অধিনায়ক।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘পিচ কিছুটা ভিন্ন আচরণ করতে শুরু করেছিল। আমরা ওদের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম। ডেভি (ওয়ার্নার) ও মারনাস (লাবুশেন) আজ যেভাবে ব্যাট করল, সেটা অসাধারণ ছিল। পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়ছিল। ওই মুহূর্তটা দারুণ ছিল। দৃশ্যত এটা ডেভির শেষ টেস্ট ম্যাচ। বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে, বিশেষ করে সে যেভাবে খেলে থাকে। সে সত্যিই এক কঠিন ব্যক্তিত্ব। অ্যাডিলেডে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে টেস্ট আছে) যাওয়ার আগে এক সপ্তাহ বাড়িতে কাটাব। এই সিরিজ আর ডেভির ক্যারিয়ারকে অনুধাবন করার জন্য এটাই ভালো সময়।’