৩টায় টস, সাড়ে ৩টায় খেলা শুরু

রাওয়ালপিন্ডিতে আজ বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররাএএফপি

অবশেষে সুখবর পাওয়া গেল রাওয়ালপিন্ডি থেকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে। আম্পায়াররা সর্বশেষ মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা থেকে প্রথম দিনের খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। টস হবে ৩টায়।

দিনের বাকি সময় ৪৮ ওভার খেলা হবে। চা বিরতি নেওয়া হবে বিকেল ৫-২০ মিনিটে। ২০ মিনিট বিরতি শেষে শুরু হবে শেষ সেশনের খেলা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত হওয়ার কথা খেলা। তবে ওই সময়ের মধ্যে ৪৮ ওভার খেলা সম্ভব না হলে আরও আধঘণ্টা বাড়ানো হবে সময়।

রাওয়ালপিন্ডিতে আজ সকালে বৃষ্টি হয়েছে। আর তাতে আউটফিল্ড ভিজে যাওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। মাঠ খেলার উপযোগী হয়েছে কি না সেটি জানতে আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন।

দুই অধিনায়ক, বাংলাদেশের নাজমুল হোসেন (বাঁয়ে) ও পাকিস্তানের শান মাসুদ
এএফপি

এমন কিছু যে হতে পারে সেই শঙ্কা অবশ্য আগে থেকেই ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছিল, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি বাগড়া দিতে পারে।

আরও পড়ুন