বোলার ও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বিশাল লাফ স্বর্ণার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্মরণীয় জয় পাওয়ার পর র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশ খেলোয়াড়দের। বিশাল লাফ দিয়েছেন ৫ উইকেট নেওয়া লেগ স্পিনার স্বর্ণা খাতুন। ৪৬ ধাপ এগিয়েছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাঁর। আরেক লেগ স্পিনার রাবেয়া খানও এগিয়েছেন ৫ ধাপ। ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে মুর্শিদা খাতুন, নিগার সুলতানার।
র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ার পথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসেরাও হন ১৬ বছর বয়সী স্বর্ণা। ১৫১ নম্বর থেকে ৪৬ ধাপ এগিয়ে ১০৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ২৯৭। এমন পারফরম্যান্সে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে স্বর্ণা এগিয়েছেন ৩৮ ধাপ। ৬৩ পয়েন্ট নিয়ে এখন ৭৯তম অবস্থানে তিনি। এখানে তাঁর সঙ্গে যৌথভাবে আছেন পাকিস্তানের আলিয়া রিয়াজ ও নিউজিল্যান্ডের হান্না রো।
অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে রাবেয়া ৫ ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯১। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৭৫ নম্বর থেকে ৬৩ নম্বরে উঠে এসেছেন রাবেয়া (৭২ পয়েন্ট)।
দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারানোর ম্যাচে বাংলাদেশ তুলেছিল নিজেদের পঞ্চম সর্বোচ্চ ১৪৯ রান। উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। ৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন তিনি।
মুর্শিদার সঙ্গে ৪২ বলে ৬৬ রানের জুটি গড়া নিগার নিজে খেলেন ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস। এরপর ২ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। ১৯ নম্বরে থাকা নিগারই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে। আগের মতোই র্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার ব্যাটার তালিয়া ম্যাকগ্রা। বাংলাদেশের বিপক্ষে ৬৭ রানের ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকা ওপেনার আনিকা বোশ ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে ১ ধাপ পিছিয়ে ২৩ নম্বরে নেমে গেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, তবে এরপরও বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে এসেছেন ফাহিমা খাতুন।
অন্যদিকে পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের প্রভাবও আছে র্যাঙ্কিংয়ে। নিউজিল্যান্ডের স্পিনার ইডেন কার্সন দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ নম্বরে। তাঁর সতীর্থ সোফি ডিভাইন ৫ ধাপ এগিয়ে ৬২তম অবস্থানে এসেছেন। পাকিস্তান পেসার ফাতিমা সানা দিয়েছেন বড় লাফ, ২৮ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে উঠে এসেছেন তিনি ৩ উইকেটের পারফরম্যান্সে। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলস্টোন।