সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে
ইডেন গার্ডেনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ৪ ম্যাচের জয়খরা কাটিয়েছে পাকিস্তান। এই জয়ে বাবর–রিজওয়ানদের সেমিফাইনালে খেলার স্বপ্নের পালে নতুন করে বাতাস লাগতে শুরু করেছে। শেষ চারে জায়গা করে নিতে হলে নিজেদের পরের দুই ম্যাচে কী করতে হবে পাকিস্তানকে?
৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে থাকা পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে প্রথমত, পরের ২ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, যতটা সম্ভব নেট রানরেট বাড়িয়ে নিতে হবে।
পাকিস্তানের শেষ চারে ওঠার লড়াইটা মূলত নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী শনিবার বাবর আজমদের পরের ম্যাচটা কিউইদেরই বিপক্ষে। নেট রানরেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তাই খুব ভালোভাবেই পাচ্ছেন বাবররা।
গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানের হারে নিউজিল্যান্ডের নেট রানরেট অনেকটাই কমেছে। যদিও সেটা এখনো ধনাত্মকই আছে। নিউজিল্যান্ডের নেট রানরেট এই মুহূর্তে +০.৪৮৪, পাকিস্তানের –০.০২৪।
নেট রানরেটে নিউজিল্যান্ডকে শনিবারই পেছনে ফেলতে কী করতে হবে পাকিস্তানকে? হিসাবটা খুব সহজ, কিন্তু কাজটা খুব একটা সহজ হবে বলে মনে হয় না। শনিবারের ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করলে নিউজল্যান্ডকে হারাতে হবে ৮৩ রানে। আর পরে ব্যাটিং করলে জিততে হবে ৩৫ ওভারের মধ্যে বা কমপক্ষে ৯০ বল বাকি রেখে।
শনিবারের পর দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকবে। প্রথম পর্বে পাকিস্তান তাদের শেষ ম্যাচটি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কাগজ–কলমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা—দুই দলেরই এখনো সেমিফাইনালে খেলার আশা আছে।
৭ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে সবার নিচে। আর ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে সপ্তম স্থানে। সেমিফাইনালে ওঠার আশা আছে আফগানিস্তানেরও। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে।