যে রেকর্ডে সবার ওপরে পুরান
বাছাইপর্বের বাধা টপকাতে না পারায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের এই ব্যর্থতার দায় সবার। কিন্তু নির্দিষ্ট করে যে কজনকে দায় দেওয়া হয়েছে, তাঁদের একজন নিকোলাস পুরান।
জিম্বাবুয়েতে এ মাসের শুরুতে বাছাইয়ের ব্যর্থ অভিযান শেষে ভারত সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ দেওয়া হয় পুরানকে। অথচ প্রতিযোগিতায় উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তিনি; ৭ ইনিংসে ১১৬.৬৭ স্ট্রাইক রেট আর ৭০ গড়ে করেছিলেন ৩৫০ রান। ঘরের মাঠে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তাঁকে না রেখে যে ভুল করেছেন ক্যারিবীয় নির্বাচকেরা, সেটা যেন আজ হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন!
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী আসরে ফাইনালে আজ ব্যাট হাতে ‘মহাপ্রলয়’ বইয়ে দিয়েছেন পুরান। ১০ চার ও ১৩ ছক্কায় ৫৫ বলে ১৩৭ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
তাঁর সেই ইনিংসের সুবাদেই কুইন্টন ডি কক-ইমাদ ওয়াসিমদের সিয়াটল ওরকাসের দেওয়া ১৮৪ রানের বড় লক্ষ্যটাও এমআই নিউইয়র্কের কাছে মামুলি হয়ে গেছে।নিউইয়র্ক শিরোপা জিতে নিয়েছে ৭ উইকেট আর ৪ ওভার বাকি রেখে! এই দলের মালিক ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসেরও মালিকানা এই কোম্পানির হাতে।
নতুন এই টুর্নামেন্টে পুরানই সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮ ইনিংসে ১৬৭.২৪ স্ট্রাইক রেট আর ৬৪.৬৭ গড়ে করেছেন ৩৮৮ রান। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা প্রত্যাশিতভাবে তাঁর হাতেই উঠেছে।
তবে আজকের ইনিংসের সুবাদে এর চেয়েও বড় কীর্তি গড়েছেন। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ইতিহাসে শতকরা হিসাবে এক ইনিংসে দলীয় রানের মধ্যে ব্যক্তিগত রানে অবদানের তালিকায় পুরান এখন সবার ওপরে। আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকেও বিবেচনায় আনলে অ্যারন ফিঞ্চের পরেই পুরানের অবস্থান। আজ নিউইয়র্কের ১৮৪ রানের মধ্যে তিনি একাই করেছেন ১৩৭, যা দলীয় রানের ৭৪.৪৬%।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ফিঞ্চ মোট দলীয় সংগ্রহের ৭৫.১০% রান করে আছেন শীর্ষে। ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তুলেছিল ২২৯ রান। ইনিংসের শেষ ওভারে হিটআউট হওয়ার আগে ফিঞ্চ সেদিন উপহার দিয়েছিলেন ক্যারিয়ারসেরা ১৭২ রানের ইনিংস।
যুক্তরাষ্ট্র আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় মেজর লিগ ক্রিকেট আয়োজনের অনুমতি পেয়েছে মাত্র; কিন্তু টি–টোয়েন্টির স্বীকৃতি পায়নি। তাই পুরানের রেকর্ডটা আইসিসি লিপিবদ্ধ করবে না।
আন্তর্জাতিক, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি (স্বীকৃত ও অস্বীকৃত) মিলিয়ে এত দিন ফিঞ্চের পরেই ছিলেন ভারতের রাজ্য দল মণিপুরের ব্যাটসম্যান কঙ্গবাম প্রিয়জিত। ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাজস্থানের বিপক্ষে দলের ৭৪ রানের মধ্যে প্রিয়জিত একাই করেছিলেন অপরাজিত ৫৫, যা মোট দলীয় রানের ৭৪.৩২%।
পুরানের নতুন কীর্তিতে প্রিয়জিত নেমে গেছেন তিনে। শীর্ষ পাঁচের শেষ দুজন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও পাকিস্তানের কামরান আকমল। তাঁরা দুজনই দলীয় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রেখেছেন নিজেদের দেশের ঘরোয়া লিগে।
২০২১ সালে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে মাশোনাল্যান্ড ইগলসের বিপক্ষে ১৪০ রান করেন টেলর, যা ছিল দলের ৭২.১৬%। আর ২০১৭ সালে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে আকমলের ১৫০ রানের অপরাজিত ইনিংসটি ছিল লাহোর হোয়াইটসের মোট সংগ্রহের ৭১.৭৭%।