ওয়েলিংটনে এক জোড়া ডাবল সেঞ্চুরির দিন

বেসিন রিজার্ভে কেইন উইলিয়ামসনের পর ডাবল সেঞ্চুরি করেছেন হেনরি নিকোলসওএএফপি

সর্বশেষ দুই টেস্টে কেইন উইলিয়ামসনের ব্যাট কথা বলেছিল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে এক অঙ্কে আটকে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন সেঞ্চুরি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন উইলিয়ামসন, যা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরিতে।

টানা তিন টেস্টে সেঞ্চুরি করা উইলিয়ামসনের সঙ্গে তাল মিলিয়েছেন হেনরি নিকোলসও। বাঁহাতি এ ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

দুজনের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৫৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।

আরও পড়ুন

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড প্রথম দিন ব্যাট করতে পেরেছিল ৪৮ ওভার। আলোর স্বল্পতায় আগেভাগে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে তুলেছিল ২ উইকেটে ১৫৫ রান। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম দুই সেশনের পুরোটাই কাটিয়ে দেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান উইলিয়ামসন ও নিকোলস।

ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি তুলেছেন উইলিয়ামসন
এএফপি

এর মধ্যে প্রথম সেশনটা দুজনেই খেলেছেন কিছুটা দেখেশুনে। উইকেটের ভালো কোনো সুযোগই তৈরি করতে পারেননি শ্রীলঙ্কান বোলাররা। এ সময় ৩৪ ওভারে ১৪৯ রান তোলে নিউজিল্যান্ড, যার মধ্যে ১৭১তম বলে টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরিও তুলে নেন উইলিয়ামসন।

সেঞ্চুরির পর টেস্টে আট হাজার রানও পূর্ণ করেন উইলিয়ামসন। এ ক্ষেত্রে কোহলিকে ছাড়িয়ে গেছেন তিনি। কোহলির ৮ হাজার রানে পৌঁছাতে লেগেছিল ১৬৯ ইনিংস, উইলিয়ামসনের ১৬৪। ২৮ সেঞ্চুরিতেও ছাড়িয়ে এগিয়ে গেছেন উইলিয়ামসন। ভারতের সাবেক অধিনায়কের লেগেছিল ১৮৩ ইনিংস, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের লেগেছে ১৯ ইনিংস কম।

আরও পড়ুন

নিউজিল্যান্ড রানের গতি বাড়ায় দিনের দ্বিতীয় সেশনে। বিশেষ করে নিকোলস তিন অঙ্ক ছোঁয়ার পর। ৯২ রানে ধনঞ্জয়া ডি সিলভার বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। এরপর নবম টেস্ট সেঞ্চুরির পর বাঁহাতি এ ব্যাটসম্যান হাত খুলতে শুরু করেন। চা-বিরতির আগে আসিতা ফার্নান্দোর টানা তিন বলে হাঁকান ২ ছয় ১ চার। দ্বিতীয় সেশনে ৫.৩৯ গড়ে ২৬ ওভারে ১৩৯ রান যোগ করে নিউজিল্যান্ড।

দিনের শেষ সেশনের শুরুতে ধনঞ্জয়াকে মিড উইকেট দিয়ে চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। এটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। সমানসংখ্যক ডাবল সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিংসহ আরও ছয়জনের।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন হেনরি নিকোলস
এএফপি

দ্রুত রান তুলতে মেরে খেলতে গিয়ে ডাবলের পর বেশি দূর এগোতে পারেননি উইলিয়ামসন। প্রবাথ জয়াসুরিয়াকে তুলে খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন রমেশ মেন্ডিসের হাতে। শ্রীলঙ্কান ক্রিকেটার ও দর্শকদের অভিবাদনের মধ্য দিয়ে শেষ হয় ২৩ চার, ২ ছয়ে গড়া ২৯৬ বলে ২১৫ রানের ইনিংসটি।

আরও পড়ুন

উইলিয়ামসনের আউটে থামে ৩৬৩ রানের তৃতীয় উইকেট জুটিও। ততক্ষণে নিউজিল্যান্ডের রান হয়ে গেছে ৪৮১। এরপর আরও ১০ ওভার নিউজিল্যান্ডের ইনিংস চালিয়ে গেছেন অধিনায়ক টিম সাউদি।

নিকোলস ডাবল সেঞ্চুরি স্পর্শ করার পরের বলেই ইনিংস ঘোষণা করে দেন কিউই অধিনায়ক। ৪ ছক্কা ও ১৫ চারে ২৪০ বলে ২০০ রানে অপরাজিত ছিলেন নিকোলস। একই ইনিংসে দুজনের ডাবল সেঞ্চুরির এটি ১৭তম নজির।

আরও পড়ুন