পাকিস্তানে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফর

বাবর আজম ও পল স্টার্লিংপাকিস্তান ক্রিকেট

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সিরিজে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে দুই দল। আগামী বছর আগস্ট–সেপ্টেম্বরে হতে যাওয়া এই সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার অন্তর্ভুক্ত।

ক্রিকেট আয়ারল্যান্ড প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিরিজের তারিখ, সময় ও ভেন্যুর বিষয়ে কিছু বলা হয়নি। দুই দেশের বোর্ড প্রধানের মধ্যে আলোচনার পর সিরিজটি চূড়ান্ত হয়েছে। পিসিবি প্রকাশিত বিজ্ঞপ্তিতে শুরুতে আয়ারল্যান্ড পাকিস্তানে টেস্ট সিরিজ খেলবে, এমন কথাও জানানো হয়েছিল, যা এফটিপির অংশ নয়।

পিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেট আয়ারল্যান্ড চেয়ারম্যান বলেছেন, আইরিশ দল আগামী বছর আগস্ট–সেপ্টেম্বরে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাবে, নারী দলও পাকিস্তানে যেতে পারে কি না, সেটির সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।’

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিবৃতি দিলেও পিসিবি এমন টেস্ট সিরিজ নিশ্চিতের বিষয়টি অস্বীকার করেছে। ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, সফরের সূচি নিয়ে দুই বোর্ডের মধ্যে ভবিষ্যতে আলোচনা হবে।

আরও পড়ুন

পিসিবির বিজ্ঞপ্তির ঘণ্টাখানেক পর বিজ্ঞপ্তি দেয় ক্রিকেট আয়ারল্যান্ড। সেখানে বলা হয়েছে, ‘বিশদ আলোচনার পর আগামী বছরের সফরের ব্যাপারে দুই বোর্ড সম্মত হয়েছে, ২০২২ সালের নারী দলের পাকিস্তান সফরের পর এটি আরেকটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে।’

এখন ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলছে পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে যা প্রথমবার।