২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সিরিজে এই প্রথম ইংল্যান্ডের একাদশে দুই পেসার, অ্যান্ডারসনের সঙ্গী উড

ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উডপ্রথম আলো

রাজকোট টেস্টে স্পিনার শোয়েব বশিরের জায়গায় ফাস্ট বোলার মার্ক উডকে একাদশে নিয়েছে ইংল্যান্ড। আগামীকাল শুরু হতে যাওয়া এই টেস্টের দল আজই ঘোষণা করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ চলতি টেস্ট সিরিজে প্রথমবারের মতো দুই পেসার নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড।

আরও পড়ুন

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দলে ফাস্ট বোলার ছিলেন শুধু উড। ম্যাচটি ২৮ রানে জেতার পর বিশাখাপট্টনমে ভারতের কাছে ১০৬ রানে হারের ম্যাচেও ইংল্যান্ড দলে পেসার হিসেবে খেলেন শুধু জেমস অ্যান্ডারসন। পাঁচ ম্যাচের সিরিজে ১–১ ব্যবধানে সমতায় থেকে তৃতীয় টেস্টে কৌশল পাল্টাল সফরকারী দল।

হায়দরাবাদের উইকেট উডের গতিময় বোলিংয়ের সহায়ক ছিল না। ভারতের দুই ইনিংস মিলিয়ে একটি উইকেটও পাননি। সে তুলনায় বিশাখাপট্টনমে কিছুটা সহায়তা পেয়েছেন অ্যান্ডারসন। উইকেট একটু সবুজাভ ছিল। অ্যান্ডারসনও দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন।

অভিষেক টেস্টে শোয়েব বশির ৪ উইকেট পেলেও তাঁকে দর্শক হয়ে থাকতে হবে রাজকোট টেস্টে
ইনস্টাগ্রাম

২০ বছর বয়সী অফ স্পিনার শোয়েব বশির বিশাখাপট্টনমে অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজকোটের উইকেট পেসারদের জন্য সহায়ক। সম্ভবত এ কারণেই তাঁকে বসিয়ে দলে উডকে ফেরানো হয়েছে।

আরও পড়ুন

অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেঁধে রাজকোটে বোলিং করবেন ৩৪ বছর বয়সী এ ফাস্ট বোলার। ভিসা নিয়ে জটিলতা তৈরি হলেও ১৯ বছর বয়সী স্পিনার রেহান আহমেদকে তৃতীয় টেস্টের দলে রেখেছে ইংল্যান্ড। ২ টেস্ট খেলে ৮ উইকেট নিয়েছেন রেহান।

পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার রেহানকে রাজকোটের বিমানবন্দরে ভারতের অভিবাসন কর্মকর্তারা আটকে দিয়েছিলেন। ঝামেলাটা হয়েছিল রেহানের সিঙ্গেল–এন্ট্রি ভিসা নিয়ে। যাঁরা সিঙ্গেল-এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যান, তাঁরা ভারত ছাড়ার পর ভিসার মেয়াদ থাকলেও ওই ভিসা নিয়ে আবার ভারতে প্রবেশ করতে পারেন না। তাঁদের নতুন করে ভিসা নিতে হয়। ওদিকে ইংল্যান্ড দল বিশাখাপট্টনম টেস্ট খেলে আবুধাবি চলে গিয়েছিল। সেখানে ১০ দিন কাটিয়ে ভারতে ফেরার পর ভিসা নিয়ে জটিলতায় পড়েন রেহান। পরে বিশেষ ব্যবস্থায় রেহানকে দলের সঙ্গে যেতে দেওয়া হয়।

রাজকোট টেস্টে ইংল্যান্ড দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।

আরও পড়ুন