আবারও ‘অদ্ভুতুড়ে’ দুর্ঘটনার শিকার ম্যাক্সওয়েল
টানা চার জয়ে বিশ্বকাপ সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আর টানা চার হারে ইংল্যান্ডের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা! আহমেদাবাদে শনিবার মর্যাদার লড়াইটা নিশ্চয় জিততে চাইবে দুই দল। তবে অনাকাক্ষিত এক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার শক্তি কিছুটা হলেও কমে গেল। কারণ, তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।
ক্রিকেটের পাশাপাশি গলফ খেলতে পছন্দ করেন ম্যাক্সওয়েল। পরশু আহমেদাবাদের একটি গলফ কোর্সে সতীর্থদের নিয়ে খেলতে গিয়েছিলেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। এক রাউন্ড খেলার পর গলফ কার্টে (একধরনের ছোট গাড়ি) চড়ে ক্লাব হাউস থেকে টিম বাসের উদ্দেশে রওনা হয়েছিলেন। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ম্যাক্সওয়েল চলন্ত কার্টের পেছন দিক থেকে পড়ে গেলে মাথায় আঘাত পান। কনকাশন (মাথায় আঘাতজনিত) প্রটোকলে তাঁকে ৬ থেকে ৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে। ফলে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না। ফক্স স্পোর্টস, ইএসপিএন ক্রিকইনফোসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
ফক্স স্পোর্টস জানিয়েছে, ম্যাক্সওয়েলের জায়গায় দলে ঢুকতে পারেন আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আর ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকইনফোকে বলেছেন, ‘তথ্য দেওয়ার ক্ষেত্রে সে (ম্যাক্সওয়েল) সৎ থাকতে চেয়েছে। সে এখন ভালো আছে। আজই হালকা অনুশীলন করার কথা। তবে সংগত কারণেই আমাদের মনে হয়েছে প্রটোকোল অনুযায়ী ওকে খেলানো ঠিক হবে না। আমরা সৌভাগ্যবান যে ও আরও বড় ধরনের চোটে পড়েনি। তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত।’
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাক্সওয়েলের না খেলা নিশ্চিত করলেও মঙ্গলবার আফগানিস্তান ম্যাচে ফিরবেন কি না, সে ব্যাপারে কিছু বলেননি ম্যাকডোনাল্ড।
ম্যাক্সওয়েলের অদ্ভুতুড়ে চোটে পড়ার ঘটনা নতুন কিছু নয়। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ শুরুর চার দিন আগে বন্ধুর জন্মদিন উদ্যাপন করতে গিয়ে পা ভেঙে যায় তাঁর।
জন্মদিন অনুষ্ঠানের একপর্যায়ে বন্ধুর সঙ্গে দৌড়ানোর সময় বাড়ির উঠানে পা পিছলে পড়ে যান তিনি। সে সময় ম্যাক্সওয়েলের পা বন্ধুর পায়ে আটকে যায়। সেই চোট থেকে সেরে উঠতে পায়ে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে।
এবারের বিশ্বকাপের শুরু থেকে দারুণ বোলিং করলেও প্রথম কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি ম্যাক্সওয়েল। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। তবে পঞ্চম ম্যাচে সব সমালোচনার জবাব দিয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেন ৪৪ বলে ১০৬ রানের ইনিংস।
‘মহাপ্রলয়’ বইয়ে দেওয়া ইনিংসটি খেলার পথে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের (৪০ বলে) রেকর্ড গড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও খেলেছেন ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস।