আবারও ৮০ রানের নিচে অলআউট, লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল না। সেটি তো হলোই না, উল্টো ২০ ওভারের মধ্যে এক শর নিচে অলআউট হয়ে লজ্জার ভাগীদার হয়েছে শ্রীলঙ্কা।
আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের ২৭৪ রান তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। হেরেছে ১৯৮ রানের বড় ব্যবধানে।
দাসুন শানাকার দল এর আগে ওয়ানডেতে ভারতের কাছে অলআউট হয়েছিল ৭৩ রানে। ওয়ানডে ইতিহাসে টানা দুই ম্যাচে এক শর নিচে গুটিয়ে যাওয়ার এটি দ্বিতীয় ঘটনা। রানসংখ্যার দিক থেকেও সর্বনিম্ন।
২০১৩ সালে আফগানিস্তানের কাছে টানা দুই ওয়ানডেতে ৮৯ ও ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল কেনিয়া।
শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ ছিল বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকিয়ে রাখার। এ বছরের শেষ দিকে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে আরেকটি দলই।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সব কটিতে জিতলে সেটি শ্রীলঙ্কাই হতো। তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল শানাকার দল।
পৌনে তিন শ রান তাড়ায় শ্রীলঙ্কার ইনিংসে কেউ ২০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান আসে দুই বছর পর ওয়ানডে খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে। এর বাইরে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন আর দুজন—চামিকা করুনারত্নে (১১), লাহিরু কুমারা (১০)।
শ্রীলঙ্কাকে ১৯.৫ ওভারে ৭৬ রানে গুঁড়িয়ে দেওয়ায় মূল ভূমিকা হেনরি শিপলের। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নামা এই ডানহাতি পেসার ৩১ রানে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট ব্লেয়ার টিকনার ও ড্যারিল মিচেলের।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৪৯.৩ ওভার ব্যাট করে ২৭৪ রান তোলে। অধিনায়ক টম ল্যাথাম বাদে কিউই ব্যাটিং লাইন-আপের সবাই দুই অঙ্কের রান পেয়েছেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার ফিন অ্যালেন। ৪৯ বল খেলা ইনিংসটিতে ছিল ৫টি চার ও ২টি ছয়।
অন্যদের মধ্যে অভিষিক্ত রাচিন রবিন্দ্র ৫২ বলে ৪৯, ড্যারিল মিচেল ৫৮ বলে ৪৭, গ্লেন ফিলিপস ৪২ বলে ৩৯ রান করেন। এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক চ্যাড বোয়েজের। ওপেনিংয়ে নেমে ডানহাতি এ ব্যাটসম্যান ১৫ বলে ১৪ রান করেন।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন চামিকা করুনারত্নে। ২২ ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর সেরা বোলিং। তবে ক্যারিয়ার–সেরা বোলিংয়ের দিনটি শেষ হয়েছে হতাশায়, রেকর্ড রানে গুটিয়ে বড় ব্যবধানের হারে।