সময়মতো টসও হলো না পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ এশিয়া কাপ সুপার ফোরে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল। সে হিসেবে টস হওয়ার কথা বিকেল ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। এখনও বৃষ্টি (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিট) নামায় টস কখন হবে এবং ম্যাচ আদৌও হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তবে বৃষ্টিতে এ ম্যাচ ভেসে গেলে রানরেটের হিসাবে ফাইনাল খেলবে শ্রীলঙ্কা।
কলম্বোয় আজ বৃষ্টির পূর্বাভাস আছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটেও প্রেমদাসা স্টেডিয়ামে ইলশেগুঁড়ি বৃষ্টি নামছিল। তার আগে উইকেটের কাভার তুলে নেওয়া হলেও কালো মেঘে চারপাশ অন্ধকার হয়ে আসায় এবং আবারও বৃষ্টি শুরু হওয়ায় ঢেকে দেওয়া হয় উইকেট।
পাশের আউটফিল্ডেও কাভার দেওয়া হয়। বিকেল ৩টা বাজার মিনিট পাঁচেক আগেও উইকেট কাভারে ঢাকা ছিল। সে সময় বৃষ্টি থেমে যাওয়ার পর সিদ্ধান্ত হয় আর বৃষ্টি না হলে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় টস হবে। আর খেলা শুরু হওয়ার কথা ছিল ৩টা ৪৫ মিনিটে। কিন্তু আবারও বৃষ্টি শুরু হওয়ায় অপেক্ষা বাড়ল।