আইপিএল: বাদ যেতে পারে মেগা নিলাম, ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়মে আসতে পারে বদল

আইপিএলের নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারেবিসিসিআই

পাঁচ বছর পরপর হওয়া মেগা নিলামের বিলোপ, ইমপ্যাক্ট বদলি রাখা না-রাখা, নিলামে বিক্রি হওয়ার পরও বিদেশিরা খেলতে না চাইলে শাস্তিমূলক ব্যবস্থা, সর্বোচ্চ সাত খেলোয়াড় ধরে রাখার দাবি, চুক্তির মাঝপথে খেলোয়াড়দের বেতন বাড়ানোর পরিকল্পনা এবং নানা ইস্যুতে একমত হতে না পারায় পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের বিবাদে জড়িয়ে পড়া—মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যালয়ে কাল রাতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আইপিএল পরিচালনা পরিষদের ঘটনাবহুল এক বৈঠক হয়ে গেল।

বৈঠক শেষে বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, আইপিএলের নতুন বিধিমালা প্রণয়নের আগে আলোচনা ও মূল্যায়নের জন্য সুপারিশগুলো পরিচালনা পরিষদের কাছে নিয়ে যাবে বোর্ড। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, এ বছরের ডিসেম্বরে হবে আইপিএলের মেগা নিলাম। সেখানে টুর্নামেন্টের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হতে পারে। এমনকি এটিই হতে পারে বড় পরিসরে শেষ নিলাম।

সভায় আলোচনার মূল বিষয়বস্তুর একটি ছিল বিদেশি খেলোয়াড়। নিলামে বিক্রি হওয়ার পরও বেশ কয়েকজন বিদেশি তারকা খেলতে অপারগতা প্রকাশ করায় অতীতে দলীয় কৌশল ঠিক করতে ও একাদশ সাজাতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপাকে পড়তে হয়েছে। বেন স্টোকস, জেসন রয়, অ্যালেক্স হেলস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পার মতো তারকারা আছেন এ তালিকায়।

আইপিএলের মেগা নিলাম ২০২৫ আসরের পর থেকে আর নাও হতে পারে
বিসিসিআই

যথাযথ কারণ ছাড়াই আইপিএল শুরুর আগে আগে বিদেশি খেলোয়াড়দের না খেলার এ ঘোষণাকে দলের প্রতি তাঁদের সম্মান ও প্রতিশ্রুতির ঘাটতি হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সভায় ফ্র্যাঞ্চাইজি মালিকেরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইপিএল পরিচালনা পরিষদের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। মালিকপক্ষের এ দাবি বিসিসিআই মেনে নিলে ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়েরা বিশ্বাসযোগ্য কারণ ছাড়া নিজেদের সরিয়ে নিলে আইপিএলে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিংবা আজীবন নিষিদ্ধ হতে পারেন।

আরও পড়ুন

আইপিএলের সর্বশেষ দুই মৌসুমে আলোচনার অন্যতম বিষয় ছিল ইমপ্যাক্ট খেলোয়াড়। এ নিয়ম অনুযায়ী দলগুলো চাইলে ম্যাচ চলাকালে একজন খেলোয়াড় বদলি করতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, আগে ফিল্ডিং করা দল পরে ব্যাটিংয়ের সময় একজন বোলারকে বসিয়ে একজন ব্যাটসম্যানকে ইমপ্যাক্ট সাব হিসেবে নামায়। আবার আগে বল করা দল পরে ব্যাটিংয়ের সময় একজন ব্যাটসম্যানকে বসিয়ে একজন বোলারকে নামায়। ফলে অলরাউন্ডাররা একরকম গুরুত্বহীন হয়ে পড়েছেন। ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা সর্বশেষ আইপিএল চলাকালে ইমপ্যাক্ট সাবের বিরোধিতা করেছিলেন। রোহিত বলেছিলেন, ‘আমি ইমপ্যাক্ট সাব নিয়মের ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়।’

মুম্বাইয়ে কাল রাতের সভায় রোহিতের সুরেই সুর মিলিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল। তিনি ইমপ্যাক্ট সাব নিয়মের বাতিল চান জানিয়ে বলেছেন, ‘কিছু লোক এটা (ইমপ্যাক্ট সাব) চায়। কারণ, এটা তরুণ খেলোয়াড়দের আইপিএলে খেলার সুযোগ করে দেয়। আবার কিছু লোক এটা চায় না। কারণ, এটা ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডারদের বিকাশের ক্ষেত্রে ক্ষতি করছে। বলতে পারেন, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে আমি দ্বিতীয়টির দলে। মানে, আমি এটা চাই না। আমি ক্রিকেটকে ১১ জন বনাম ১১ জনের খেলা হিসেবে দেখতেই পছন্দ করি।’

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স
বিসিসিআই

দিল্লির মতো বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি মালিক ইমপ্যাক্ট সাব বাতিলের পক্ষে মত দিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, বিতর্কিত এই নিয়ম অন্তত আরও এক মৌসুমের জন্য টিকে যাবে।

আরও পড়ুন

সভায় বড় ঝামেলা বাধে মেগা নিলাম ভবিষ্যতে রাখা না-রাখা নিয়ে। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের দ্বিধাবিভক্তি দেখা দেয়। যেসব ফ্র্যাঞ্চাইজি আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে (কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস), তারা মেগা নিলাম বিলোপের পক্ষে। আর যেসব ফ্র্যাঞ্চাইজি এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি (পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস), তারা রেখে দেওয়ার পক্ষে। শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজিগুলো আরও বেশি খেলোয়াড় ধরে রাখারও দাবি জানায়।

পাঞ্জাব কিংসের দুই মালিক প্রীতি জিনতা (ডানে) ও নেস ওয়াদিয়া
বিসিসিআই

এ নিয়েই কাল বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনেই বিবাদে জড়িয়ে পড়েন বলিউড তারকা ও কলকাতার মালিক শাহরুখ খান এবং পাঞ্জাবের সহ-মালিক নেস ওয়াদিয়া। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে।

মজার ব্যাপার হলো, এই নেস ওয়াদিয়া পাঞ্জাবের আরেক সহ-মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সাবেক প্রেমিক। তাই দেখার বিষয় ছিল, প্রীতি জিনতা কার পক্ষ নেন। জুটি বেঁধে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া শাহরুখের নাকি সাবেক প্রেমিক ওয়াদিয়ার। তবে এ ব্যাপারে শাহরুখ ও প্রীতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওয়াদিয়া অবশ্য শাহরুখের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমি শাহরুখকে ২৫ বছরেরও বেশি সময় ধরে চিনি। তাঁর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। প্রত্যেকে নিজেদের মতামত জানিয়েছেন, নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। দিন শেষে যাঁরা এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত, তাঁদের মতামতকেই প্রাধান্য দিতে হয়। আশা করি, বোর্ড যেটা ভালো মনে করবে, সেটাই করবে।’

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারান
এক্স

আইপিএলের প্রধান নির্বাহী হেমাং আমিনের কাছে আরও কিছু দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষ। সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারান ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) ব্যবহার করে সর্বোচ্চ ৭ খেলোয়াড় ধরে রাখার কথা বলেছেন।

মারানকে সমর্থন জানিয়েছেন শাহরুখ খান, মুম্বাইয়ের মালিক নিতা আম্বানিসহ আরও অনেকে। সর্বোচ্চ খরচের সীমাও (স্যালারি ক্যাপ) ৯০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১১০ থেকে ১২০ কোটি রুপিতে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।