অলৌকিক কিছুর আশায় তাসকিন

ওই যে সেমিফাইনালের পথ—অনুশীলনে তাসকিনকে কি এমন কিছুই বলছেন মোস্তাফিজছবি: শামসুল হক

অ্যাডিলেড ওভালে ভারতের কাছে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার আশা আর নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো দলের হারের প্রার্থনাও করতে হবে সাকিব আল হাসানদের।

ভারতের শেষ ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এ দুটি ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকাই ফেবারিট। বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কতটুকু—এ প্রশ্নের উত্তরে তাসকিন আহমেদকে তাই মনে করিয়ে দিতে হলো, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা।

বাংলাদেশ দল আজ অ্যাডিলেড ওভালের পাশের মাঠ রোল্টন ওভালে অনুশীলন করেছে। এই অ্যাডিলেড ওভালেই রোববার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে তারা পাকিস্তানের মুখোমুখি হবে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২-এর পয়েন্ট তালিকার চারে বাংলাদেশ (-১.২৭৬)। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও বাংলাদেশের চেয়ে সামগ্রিক রানরেটে এগিয়ে থাকায় তিনে পাকিস্তান (১.১১৭)।

পাকিস্তানকে হারাতে চান তাসকিন
ছবি: শামসুল হক

৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা (১.৪৪১)। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ দল ভারত (০.৭৩০)। ছয় দলের এ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণ এই চার দলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, তাসকিন সে কথা সরাসরি বলেননি। কিন্তু তাঁর কথার সুরে বিষয়টি স্পষ্ট। বাংলাদেশের এই পেসার আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এখনো কিন্তু যেকোনো কিছু হতে পারে। অলৌকিক কিছুও হয়ে যেতে পারে।’ সেই অলৌকিক কিছু হওয়ার পথটা প্রশস্ত করতে চাইলে সবার আগে শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে, তাসকিন সে লক্ষ্যই জানালেন, ‘শেষ ম্যাচে একই স্পিরিট নিয়ে নামব। ভালো খেলে জিততে চাইব, যদি ম্যাচ জিততে পারি, তখন দেখা যাবে কী হিসাব-নিকাশ হয়। আসল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’

অনুশীলনে একসঙ্গে তাসকিন ও হাসান মাহমুদ
ছবি: শামসুল হক

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে চার ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাসকিন। প্রতিপক্ষের ইনিংসের শুরুতে উইকেটও এনে দিচ্ছেন বাংলাদেশ দলকে। নতুন বলে প্রত্যাশা মেটাচ্ছেন তাসকিন ও হাসান মাহমুদ।

চার ম্যাচে এ পর্যন্ত ৬ উইকেট নেওয়া হাসানের প্রশংসা করে তাসকিন বলেছেন, ‘হাসান মাহমুদ আমার অনেক পছন্দের বোলার। সে বাংলাদেশের জন্য অনেক বড় সম্ভাবনা। হাসান, শরীফুল, ফিজ কিংবা আমি—বোলিংয়ে আমাদের সবার মধ্যেই উন্নতির খিদে আছে এবং আমরা একজন আরেকজনকে সমর্থন করি। এটা খুব ভালো দিক। দেখবেন, আল্লাহ যদি সুস্থ রাখে, ও (হাসান) অনেক বড় কিছু হবে বিশ্বের।’

শেষ ম্যাচে পাকিস্তানকে দল হিসেবে এগিয়ে রাখছেন তাসকিন, ‘ওরা আমাদের থেকে এগিয়ে আছে দলগতভাবে। এটা সবাই জানে, পাকিস্তান ভালো দল আমাদের থেকে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নতি করা। আগেও বললাম, আমরা এখনো ভালো দল হয়ে যাইনি, কিন্তু হব ইনশা আল্লাহ।’