২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলাদেশ দলে মুমিনুল, ভারত দলে রেকর্ড-গড়া উনাদকাটসহ তিন পেসার

টসে দুই দলের অধিনায়কছবি: শামসুল হক

মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলে ফিরেছেন মুমিনুল হক। তাঁকে জায়গা করে দিয়েছেন ইয়াসির আলী। ভারত খেলাচ্ছে তিন পেসারকে। ২০১০ সালে এখন পর্যন্ত ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলা জয়দেব উনাদকাটকে ফেরানো হয়েছে ভারত দলে। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেওয়া বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব বাদ পড়েছেন।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল। এরপর তাঁর প্রিয় ভেন্যু চট্টগ্রামেও খেলানো হয়নি তাঁকে। তবে মিরপুরে তাঁকে ফেরানো হলো।

চট্টগ্রাম টেস্ট থেকে মুমিনুলের দলে আসা ছাড়াও আছে আরেকটি পরিবর্তন, ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। সেটি অবশ্য আগেই জানিয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। চোটের কারণে এ টেস্টে আগে থেকেই নেই ইবাদত হোসেন।

চট্টগ্রাম টেস্টে মাত্র ১২ ওভার করলেও এ টেস্টে বোলিং করার কথা অধিনায়ক সাকিবের।

টস জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো

ভারত দলে পরিবর্তনটি সে অর্থে বেশ চমকজাগানিয়াই। আগের টেস্টে শুধু ৮ উইকেট নেওয়া নয়, ব্যাটিংয়েও অবদান রাখা কুলদীপ হয়েছিলেন ম্যাচসেরা। সেখানে খেলানো হচ্ছে একজন পেসারকে। উনাদকাট অবশ্য রেকর্ড গড়েই মাঠে ফিরছেন।

২০১০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারে একমাত্র টেস্টটি খেলেছিলেন উনাদকাট। ২০১৮ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেললেও টেস্টে আজকের আগে খেলা হয়নি তাঁর। বাংলাদেশ সফরের দলেও প্রাথমিকভাবে ছিলেন না তিনি।

২০১০ সালে উনাদকাটের অভিষেক টেস্টের পর আজকের আগে এ সংস্করণে ভারত খেলে ফেলেছে ১১৮টি ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ মিস করার ক্ষেত্রে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকায় উনাদকাটের ওপরে আছেন শুধু ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। তাঁর দুটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড খেলে ফেলেছিল ১৪২টি টেস্ট।

উনাদকাটের ফেরা ছাড়া ভারত দলে আর কোনো পরিবর্তন নেই। আগের মতোই বাকি দুই পেসার মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় হাতে চোট পাওয়া লোকেশ রাহুলই নেমেছেন টস করতে।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।