২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অবশেষে কোহলির কাছ থেকে আরেকটি ব্যাট পেলেন রিংকু সিং

সম্প্রতি কোহলির সঙ্গে রিংকুর একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছিল বেশ। ইডেন গার্ডেনে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। এর আগে অনুশীলনে রিংকু ও কোহলির কথাবার্তার একটি ভিডিও পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স।

তাতে দেখা যায়, রিংকু একটি ব্যাট ভেঙে ফেলেছেন। যে ব্যাটটি দুই দলের মুখোমুখি প্রথম লড়াইয়ে গত মাসের শেষ দিকে রিংকুকে দিয়েছিলেন কোহলি। হাবভাবে মনে হয়েছে, রিংকু আরেকটি ব্যাট কোহলির কাছে চান। যদিও মুখে সেটি স্বীকার করেননি।

স্পিনারের বিপক্ষে সে ব্যাট ভেঙে গেছে, রিংকুর কাছ থেকে এমন শোনার পর কোহলি বলছিলেন, ‘তো আমি কী করব ভাই?’ রিংকুর জবাব ছিল এমন, ‘কিছু না, এমনিই বললাম।’ কোহলিকে এরপর আবার বলতে শোনা যায়, ‘ঠিক আছে, বলেছিস বেশ ভালো। আমি জানতে চাই না।’

রিংকু এরপর ব্যাট ফিরিয়ে দিয়ে কোহলিকে বলেন, ‘নেন ভাই, আপনিই রাখেন।’ কোহলিকে এরপর বলতে শোনা যায়, ‘এক ম্যাচ আগে ব্যাট নিয়েছিস, ২ ম্যাচে তোকে ২টি ব্যাট দেব? তোর কারণে আমার যা হাল হয় না!’

নিজের পক্ষে শেষ একবার রিংকুকে বলতে শোনা যায়, ‘আপনার কসম, আর কখনো ভাঙব না।’

আরও পড়ুন

তখন অবশ্য ঠিক মন গলেনি কোহলির। কলকাতার বিপক্ষে সে ম্যাচটি মাত্র ১ রানে হারে বেঙ্গালুরু। ম্যাচের পর অবশ্য আবার কোহলির সঙ্গে দেখা যায় রিংকুকে। পুরস্কার বিতরণী থেকে ফেরার পথে আম্পায়ারদের সঙ্গে কথা বলছিলেন কোহলি, যে ম্যাচে তিনি আউট হয়েছিলেন বিতর্কিতভাবে। রিংকু ছিলেন তাঁর পাশেই। পরে ড্রেসিংরুমের সামনেও দেখা যায় তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ভিডিওর ক্লিপ ছড়িয়ে পড়ে—রিংকু নাছোড়বান্দা, কোহলির ব্যাট নিয়েই ছাড়বেন।

শেষ পর্যন্ত কী হয়েছে, তখন অবশ্য তা জানা যায়নি। অবশেষে আজ আরেকটি ভিডিও পোস্ট করে কলকাতা। তাতে রিংকুকে একজন জিজ্ঞাসা করছেন, ‘ব্যাট পাওয়া গেল?’ মুখে হাসি এনে নিজের হাতের নতুন ব্যাটটা দেখিয়ে রিংকু বুঝিয়ে দেন—পেয়ে গেছেন!

আরও পড়ুন

দুই দলই প্লে–অফে না উঠলে কোহলি ও রিংকুর আর এ মৌসুমে দেখা হবে না। ৯ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে কোহলির বেঙ্গালুরু। অন্যদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া কলকাতা আছে দুইয়ে। আজ রাতে ইডেন গার্ডেনে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কলকাতা।