- ম্যাচ নম্বর ২
- ফিরছেন হাসান?
- টস
- বাংলাদেশ একাদশ
- অপরিবর্তিত নিউজিল্যান্ড
- পরীক্ষার আগে শেষ মুহূর্তের পড়া?
- মোস্তাফিজকে বাউন্ডারি মেরে শুরু
- প্রথম বলে ৪,৪,৪ এবং আউট!
- ওয়ানডে ক্যাপ নম্বর ১৪৬
- টানা দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের শিকার অ্যালেন
- ক্যারিয়ারের প্রথম ওভারেই খালেদের উইকেট
- ১০ ওভারে ৪১/৩
- পেস, পেস, পেস
- গতি বাড়াচ্ছে নিউজিল্যান্ড
- এবার স্পিন
- ফিফটি জুটি
- নিউজিল্যান্ডের ১০০
- ব্রেকথ্রু এনে দেবেন কে
- ফিরলেন খালেদ
- ব্লান্ডেলের ফিফটির পর ফিরলেন নিকোলস
- নিউজিল্যান্ডের ১৫০
- সফল মেহেদী, এলবিডব্লিউ রবীন্দ্র
- ফ্লাডলাইটে আগুন
- হাসানের ইয়র্কারে পরাস্ত ব্লান্ডেল
- জীবন পাওয়ার পরের বলেই নেই ম্যাকনকি
- সফল হলেন না নাসুম
- অলআউট হবে নিউজিল্যান্ড?
- পাল্টা আক্রমণের আভাস
- বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙলেন মেহেদী
- সোধিকে ‘মানকাডিং’ করলেন হাসান মাহমুদ, ফিরিয়ে আনলেন লিটন
- রইল বাকি এক
- ২৫৪ রানে থামল নিউজিল্যান্ড
- ২৫৪ রানে থামল নিউজিল্যান্ড
- মানকাডিং, কিন্তু নয় (ছবি: শামসুল হক)
- প্রথম ৫ ওভারে ১৭ রান
- লিটন ফিরলেন ৬ রান করে
- ব্যাটিংয়ে দুই তামিম
- জেমিসনের ওভারে তিন চার
- প্রথম পাওয়ারপ্লে শেষে
- সোধিকে তুলে মারতে গিয়ে আউট তানজিদ
- ২ বছর পর ব্যাটিংয়ে নেমে সৌম্য টিকলেন ২ বল
- এবার গেলেন হৃদয়
- তামিমও আউট
- রিভিউ নিয়ে বাঁচলেন মেহেদী
- মাহমুদউল্লাহ পারবেন?
- ২৫ ওভারশেষে
- সোধির ৫, ফিরেই ভাঙলেন জুটি
- ৪৯ রানে দাঁড়িয়ে উইকেট উপহার দিয়ে এলেন মাহমুদউল্লাহ
- সোধির ৬, ভাঙলেন ৩৫ বছরের পুরোনো রেকর্ড
- এশিয়ায় সেরা সোধি
- রইল বাকি এক
- ৮৬ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ
- বলছেন লিটন
- ম্যাচসেরা সোধি ধন্যবাদ দিলেন লিটনকে
- এ ম্যাচ হারের পেছনে কোনটিকে বড় কারণ হিসেবে দেখেন?
ম্যাচ নম্বর ২
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। তবে নির্ধারিত সময়েই শুরু হওয়ার কথা টস। যদিও মিরপুরের আকাশ এখন মেঘলা, জানাচ্ছেন মোহাম্মদ জুবাইর।
দ্বিতীয় ওয়ানডের প্রথম আলো লাইভে আপনাকে স্বাগত!
ফিরছেন হাসান?
টেলিভিশন সম্প্রচারে নিজের রানআপ মাপতে দেখা গেছে হাসান মাহমুদকে। গতকাল রাতে যাঁকে দ্বিতীয় ওয়ানডের দলে যোগ করা হয়েছে। জানা গেছে, তানজিম হাসানের হালকা চোটের সমস্যা আছে বলেই ডেকে পাঠানো হয়েছে হাসানক। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে এ সিরিজের প্রথম ২ ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল হাসানকেও। তিনি এ ম্যাচে খেলবেন কি না, জানা যাবে শিগগিরই। আপাতত টসের অপেক্ষা।
টস
লকি ফার্গুসন কল করেছেন টেলস, জিতেছেন তিনি। নিউজিল্যান্ড অধিনায়ক বলছেন, আগে ব্যাটিং করবেন তাঁরা। আগের ম্যাচে টসে হেরে ব্যাটিং করেছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ
দুটি পরিবর্তন আছে বাংলাদেশ একাদশে। তানজিম হাসানের জায়গায় খেলানো হচ্ছে হাসান মাহমুদকে। বাদ পড়েছেন উইকেটকিপার নুরুল হাসান। দলে নেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। ওয়ানডে অভিষেক হচ্ছে তাঁর। আগের ম্যাচে ৪ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে নামলেও আজ বাংলাদেশ খেলছে ৫ জনকে নিয়েই।
একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
অপরিবর্তিত নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড পরিবর্তন আনেনি কোনো।
একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
পরীক্ষার আগে শেষ মুহূর্তের পড়া?
মোস্তাফিজকে বাউন্ডারি মেরে শুরু
মোস্তাফিজুর রহমানকে স্ট্রেট ড্রাইভে চার! নিউজিল্যান্ডের ইনিংস এভাবে শুরু করলেন ফিন অ্যালেন। সুইংয়ের খোঁজে সামনে করার চেষ্টা করেছেন মোস্তাফিজ। সেটি না হওয়ায় লেংথ পিছিয়ে এনে প্রথম ওভার শেষ করলেন।
নিউজিল্যান্ড ১ ওভারে বিনা উইকেটে ৫।
প্রথম বলে ৪,৪,৪ এবং আউট!
প্রথম ওভারে প্রথম বলে বাউন্ডারি। দ্বিতীয় ওভারে প্রথম বলেও বাউন্ডারি। বাদ গেল না তৃতীয় ওভারও! মোস্তাফিজের বাউন্সার উইকেটকিপার লিটন দাসও ধরতে পারেননি। এই ওভারেই তৃতীয় বলে ভালো লেংথ থেকে বল তুলে উইল ইয়াংকে আউট করেন মোস্তাফিজ। ব্যাট তাঁর ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে কোনো রান না করেই ফিরলেন ইয়াং।
নিউজিল্যান্ড ৩ ওভার শেষে ১ উইকেটে ১৭। উইকেটে নতুন ব্যাটসম্যান চ্যাড বস।
ওয়ানডে ক্যাপ নম্বর ১৪৬
২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল খালেদের। প্রায় ৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১২টি টেস্ট। গত বছর থেকে এ সংস্করণে অবশ্য নিয়মিত তিনি। আজ ওয়ানডে অভিষেক হলো এ পেসারের। মোস্তাফিজের কাছ থেকে অভিষেক ক্যাপটি পেয়েছেন তিনি।
টানা দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজের শিকার অ্যালেন
প্রথম ওয়ানডে—মোস্তাফিজের বলে উইকেটকিপার নুরুলের দারুণ ক্যাচে আউট ফিন অ্যালেন।
দ্বিতীয় ওয়ানডে—মোস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের দারুণ ক্যাচে আউট ফিন অ্যালেন।
প্রথম ম্যাচে অন সাইডে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন অ্যালেন। এবার চেয়েছিলেন শট খেলতে। তবে ব্যর্থ হয়েছে সেটি। কানায় লেগে ওঠা ক্যাচটি একমাত্র স্লিপে থাকা সৌম্য নিয়েছেন ঝাঁপিয়ে উঠে নিজের বাঁ দিক থেকে। আবারও শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড।
ক্যারিয়ারের প্রথম ওভারেই খালেদের উইকেট
খালেদ আহমেদের ক্যারিয়ারের প্রথম বল। পুল করে চার চ্যাড বসের। পঞ্চম বল। আরেকবার পুল করতে গিয়ে মিডউইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ধরা বস। অবশ্য পুলের চেয়ে এ শটকে শর্ট আর্ম জ্যাব বলাই ভালো। তবে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেটটি পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না খালেদকে। অষ্টম ওভারে এসে তৃতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে ৩৬ রান।
১০ ওভারে ৪১/৩
প্রথম ওয়ানডেতে প্রথম পাওয়ারপ্লেতে ১৯ রান তুলতে ২ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। যদিও সে পাওয়ারপ্লে ছিল ৯ ওভারের। এবার ১০ ওভারে নিউজিল্যান্ড তুলেছে ৪১ রান, কিন্তু হারিয়ে ফেলেছে ৩ উইকেট। আবারও ইনিংস মেরামতের কাজটি এসে পড়েছে হেনরি নিকোলসের ওপর, এবার তাঁর সঙ্গী টম ব্লান্ডেল।
পেস, পেস, পেস
১২তম ওভারে নিউজিল্যান্ড পেরোল ৫০।
এখন পর্যন্ত স্পিনার আসেননি কোনো।
প্রথম ওয়ানডেতে ৫ ওভার পরই বোলিংয়ে এসেছিলেন নাসুম আহমেদ। আজ তেমন কিছু দেখা যায়নি। আগের দিনের চেয়ে পিচটিও একটু আলাদাই, বেশ ‘জীবন্ত’ সেটি। ক্যারি ও বাউন্স আছে। প্রথম দিনের পিচে শুরুতেই টার্ন ও গ্রিপ পেয়েছিলেন স্পিনাররা।
গতি বাড়াচ্ছে নিউজিল্যান্ড
শেষ ৪ ওভারে রানের গতি বাড়িয়েছে নিউজিল্যান্ড। সর্বশেষ খালেদ দিয়েছেন ৭ রান। তিন পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে ১৪ ওভার করানোর পর প্রথমবারের মতো স্পিনার মেহেদী হাসানকে এনেছেন লিটন। ১৪ ওভারে ৭০/৩।
এবার স্পিন
এক প্রান্তে মেহেদী এসেছিলেন ড্রিংকসের আগে। পরে আরেক প্রান্ত থেকে এলেন নাসুম। ২ স্পিনার নিজেদের প্রথম ওভারে দিয়েছেন ৩ রান করে। মেহেদীর পরের ওভারে অবশ্য চড়াও হয়েছেন নিকোলস। ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অনের ওপর দিয়ে চার মেরেছেন তিনি। প্রথম ম্যাচেও স্পিনের বিপক্ষে শুরু থেকে ইতিবাচক ছিলেন এ বাঁহাতি।
১৭ ওভারে ৮৩/৩।
ফিফটি জুটি
নাসুম আহমেদকে কাট করে চার ব্লান্ডেলের। নিকোলসের সঙ্গে তাঁর জুটি পেরোল ৫০। মোস্তাফিজ-খালেদের তোপে টপ অর্ডারকে শুরুতেই হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে নিয়ে এগোচ্ছেন দুজন। রানের গতি ভালো, দুজনই থিতু হয়েছেন মোটামুটি। প্রথম ম্যাচে নিকোলস ও ইয়াংয়ের তৃতীয় উইকেট জুটিতে লড়াই করেছিল সফরকারীরা। এবার চতুর্থ উইকেটে নিকোলসের সঙ্গে ব্লান্ডেল। সে ম্যাচে মোস্তাফিজ দিয়েছিলেন ব্রেকথ্রু। এবার স্পিনাররাই এনে দেবেন সেটি?
নিউজিল্যান্ডের ১০০
নাসুমকে কাট করে মারা ব্লান্ডেলের চারে এসেছিল ফিফটি জুটি। মেহেদীকে কাট করে মারা ব্লান্ডেলের চারে ১০০ পেরোল নিউজিল্যান্ড। ৭১ বলে এসেছিল প্রথম ৫০, পরের ৫০ এল ৫০ বলেই। দুই স্পিনারের বিপক্ষে পায়ের ব্যবহার দারুণভাবে করছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান।
ব্রেকথ্রু এনে দেবেন কে
ফিরলেন খালেদ
২৩তম ওভারে ফেরানো হয়েছে খালেদ আহমেদকে। প্রথম ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট ছিল তাঁর।
প্রথম ম্যাচের মতো উইকেট থেকে সহায়তা পাচ্ছেন না স্পিনাররা, নিকোলস-ব্লান্ডেল খেলছেনও ইতিবাচকভাবে। ফলে চাপও সে অর্থে তৈরি করতে পারেননি নাসুম বা মেহেদী। ব্রেকথ্রুয়ের খোঁজে খালেদকে ফিরিয়েছেন লিটন।
প্রথম ৩ বল ডট দিয়েছিলেন খালেদ। চতুর্থ বলে অবশ্য লেগ সাইডে করেছিলেন, চারই পেতেন তাতে ব্লান্ডেল। ডিপ স্কয়ার লেগে তানজিদের ভালো ফিল্ডিংয়ে সেটি হয়নি। শেষ বলে খালেদ আবার করেন ফুললেংথে। সেটিতে চার মারতে ভুল হয়নি ব্লান্ডেলের, তুলে মেরেছেন বোলারের মাথার ওপর দিয়ে। ডিপে ফিল্ডারও ছিল না। ভুল লেংথে বোলিংয়ের মাশুল দিলেন খালেদ। উইকেটের অপেক্ষা আরেকটু বাড়ল বাংলাদেশের।
ব্লান্ডেলের ফিফটির পর ফিরলেন নিকোলস
৪৯, ৪৯—২৫.৫ ওভারে নিকোলস ও ব্লান্ডেল দুজনেরই স্কোর ছিল এমন।
নাসুমের করা ২৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ফিফটি আগে পেলেন ব্লান্ডেলই। এ সিঙ্গেলও তিনি নিয়েছেন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলে। ৫৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান। এটি তাঁর অষ্টম ম্যাচ।
পরের ওভারে ছিল নিকোলসের ফিফটির অপেক্ষা। সেটি আর পাওয়া হলো না তাঁর। খালেদের অফ স্টাম্পের বাইরের লেংথ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন নিকোলস। অতি-আত্মবিশ্বাসী শট বলা যায়, যেটি হয়ে গেছে আলগা শট। নিকোলস থেমেছেন ৪৯ রানেই। টানা দ্বিতীয় ম্যাচে ৪০ পেরিয়েও ৫০ পাওয়া হলো না তাঁর। ব্লান্ডেলের সঙ্গে নিকোলসের জুটিও থেমেছে ১০০-এর আগেই—৯৫ রানে।
ব্রেকথ্রুয়ের আশাই এ স্পেলে খালেদকে করানো হচ্ছে তৃতীয় ওভার। সফল হলেন তিনি।
নিউজিল্যান্ডের ১৫০
খালেদ সফল হওয়ার পর মোস্তাফিজকে ফিরিয়েছেন লিটন। তবে তাঁর ওপর চড়াও হয়েছেন রাচিন রবীন্দ্র, ওভারে মেরেছেন দুটি চার। পরের ওভারে খালেদকে পুল করে ইনিংসের প্রথম ছক্কাটি মেরেছেন ব্লান্ডেল। শেষ ২ ওভারে এসেছে ২০ রান। ২৯ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১৫১/৪।
সফল মেহেদী, এলবিডব্লিউ রবীন্দ্র
অধিনায়ক লিটনের আরেকটি দারুণ বোলিং পরিবর্তন!
দুই পেসারের ওপর চড়াও হয়েছিলেন ব্লান্ডেল ও রবীন্দ্র। লিটন ফিরিয়েছেন মেহেদীকে। এ অফ স্পিনার এসেই এলবিডব্লিউর ফাঁদে ফেললেন রবীন্দ্রকে। পেছনে পায়ে গিয়ে খেলার চেষ্টা ব্যর্থ হয়েছে রবীন্দ্র। আম্পায়ার শরফুদ্দৌলার সিদ্ধান্ত রিভিউও করেননি। নিউজিল্যান্ড হারিয়েছে পঞ্চম উইকেট।
ফ্লাডলাইটে আগুন
গত ১৪ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন চলার সময়ই হঠাৎই আগুন ধরেছিল ফ্লাডলাইটের একটি অংশে। আজ আবার দেখা গেল তেমন। অবশ্য এটি একটু আগের ঘটনা। এখন ঠিকঠাকই জ্বলছে সেই ফ্লাডলাইট। সন্ধ্যা নামতে এখনো দেরি থাকলেও মেঘলা আকাশের নিচে ফ্লাডলাইট জ্বালানো হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি বাগড়া দেয়নি।
এদিকে ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১৫৮ রান। নিশ্চিতভাবেই তাদের আরও এগোনোর অন্যতম ভরসা ৬৭ রানে অপরাজিত থাকা ব্লান্ডেল।
হাসানের ইয়র্কারে পরাস্ত ব্লান্ডেল
হাসান মাহমুদের ইয়র্কার। ঠিকঠাক হলে সেটিতে খুব বেশি কিছু করার থাকে না। ব্লান্ডেল আবার সেটি ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন। তাঁর ব্যাট নাগাল পায়নি বলের। সেঞ্চুরির বেশ আগেই থামলেন ব্লান্ডেল, ৬৬ বলে ৬৮ রান করে। নিউজিল্যান্ড হারিয়েছে ষষ্ঠ উইকেট। ম্যাচের প্রেক্ষাপটে খুব, খুব গুরুত্বপূর্ণ উইকেট।
কোল ম্যাকনকির সঙ্গে ২২ বলের জুটিতে ব্লান্ডেল খেলেছিলেন মাত্র ২ বল। এক প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্লান্ডেল কি অস্থির হয়ে পড়েছিলেন একটু?
জীবন পাওয়ার পরের বলেই নেই ম্যাকনকি
মোস্তাফিজুর রহমান সুযোগ তৈরি করেছিলেন, তাঁকে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ তুলেছিলেন ম্যাকনকি। তানজিদ হাসান সামনে ঝুঁকেও নিতে পারেননি সেটি। ৩৮তম ওভারের শেষ বল ছিল সেটি।
সেই ম্যাকনকি এলবিডব্লিউ হলেন ৩৯তম ওভারের প্রথম বলেই। নাসুমকে ব্যাকফুটে খেলতে গিয়েছিলেন। নাসুম ছিলেন আত্মবিশ্বাসী, আবেদনের আগেই শুরু করে দেন উদ্যাপন। ম্যাকনকি অবশ্য রিভিউ নেন সঙ্গে সঙ্গেই। কিন্তু উইকেটে হয়েছে আম্পায়ার্স কল। রিভিউ অক্ষত থাকলেও ফিরতে হচ্ছে ম্যাকনকিকে।
সপ্তম উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। এখনো বাকি ১১.৫ ওভার। রান উঠেছে ১৮৭।
সফল হলেন না নাসুম
লিটনকে শেষ পর্যন্ত রাজি করাতে পারলেন না নাসুম।
ইশ সোধির বিপক্ষে এলবিডব্লিউর জোরাল আবেদন করেছিলেন, এবার আর আউট দেননি আম্পায়ার শরফুদ্দৌলা। অধিনায়ক লিটনকে রিভিউ নিতে বলছিলেন নাসুম। তবে লিটন শুরু থেকেই দেখাচ্ছিলেন, বল যাচ্ছিল লেগ সাইডে। বল ট্র্যাকিং-ও সঠিক প্রমাণ করেছে লিটনের সিদ্ধান্ত। বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়েই।
অলআউট হবে নিউজিল্যান্ড?
পাল্টা আক্রমণের আভাস
নাসুম আহমেদকে ছক্কা মেরেছেন ইশ সোধি। পরের ওভারে মোস্তাফিজের বলে দুটি চার মেরেছেন কাইল জেমিসন। অষ্টম উইকেট জুটিতে এসে পাল্টা আক্রমণের আভাস দিচ্ছেন দুজন। এখন পর্যন্ত দুজন যোগ করেছেন ২১ রান। নিউজিল্যান্ড ২০০ পেরিয়ে গেছে।
বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙলেন মেহেদী
সোধি ও জেমিসনের জুটি শেষে এসে একটু চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। জেমিসনকে ফিরিয়ে সেটি ভাঙলেন মেহেদী। ঝুলিয়ে দিয়েছিলেন, সে ফাঁদে ধরা পড়েছেন জেমিসন। নিজেই ক্যাচ নিয়েছেন মেহেদী। ৪০ বলে ৩২ রানের জুটি ভেঙেছে ৪৫তম ওভারে এসে।
৪৫ ওভারে ২১৯/৮।
সোধিকে ‘মানকাডিং’ করলেন হাসান মাহমুদ, ফিরিয়ে আনলেন লিটন
মিরপুরে নাটক!
বল হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া নিউজিল্যান্ড ব্যাটসম্যান ইশ সোধিকে ননস্ট্রাইক প্রান্তে রানআউট করেছিলেন বাংলাদেশ বোলার হাসান মাহমুদ। টেলিভিশন আম্পায়ার রানআউট দেওয়ার পর উঠে যেতে থাকা সোধিকে ডেকে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে আজ দেখা গেছে এ দৃশ্য।
ইনিংসের ৪৬তম ওভারে বোলিং করতে এসেছিলেন হাসান। চতুর্থ বল করার আগে থেমে যান তিনি। ডেলিভারি স্ট্রাইডে অ্যাকশন পুরো করার আগেই ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হাসান। এরপর আবেদনও করেন। অন ফিল্ড আম্পায়ার মারাই এরাসমাস যান টেলিভিশন আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভাঙার সময় ক্রিজের বাইরেই ছিলেন সোধি।
তবে সোধি ফিরে আসেন আম্পায়ারের সঙ্কেতে।
রইল বাকি এক
আগের ওভারে খালেদকে ছক্কা মেরেছিলেন ফার্গুসন। এবার মেহেদীর বলে স্টাম্পিং হয়ে ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ৪৮তম ওভারে অষ্টম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। তবে তারা তুলে ফেলেছে ২৪০ রান।
২৫৪ রানে থামল নিউজিল্যান্ড
লিটন তেমন আগ্রহী ছিলেন না। তবে খালেদ আহমেদকে দেখে আত্মবিশ্বাসীই মনে হয়েছে। শেষ পর্যন্ত সফল হয়েছে রিভিউ। ইশ সোধি হয়েছেন কট বিহাইন্ড। ২৫৫ রানেই শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তবে সেটি হয়েছে নিউজিল্যান্ডের শেষের ব্যাটসম্যানদের অবদানে।
২৫৪ রানে থামল নিউজিল্যান্ড
লিটন তেমন আগ্রহী ছিলেন না। তবে খালেদ আহমেদকে দেখে আত্মবিশ্বাসীই মনে হয়েছে। শেষ পর্যন্ত সফল হয়েছে রিভিউ। ইশ সোধি হয়েছেন কট বিহাইন্ড। ২৫৫ রানেই শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তবে সেটি হয়েছে নিউজিল্যান্ডের শেষের ব্যাটসম্যানদের অবদানে।
১৮৭ রানেই সপ্তম উইকেট হারিয়েছিল সফরকারীরা। ফলে শেষ ৩ উইকেটে তারা যোগ করেছে ৬৭ রান। ইস সোধি ৩৫, কাইল জেমিসন ২০ ও লকি ফার্গুসন করেছেন ১২ রান।
বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচের মতো এবারও শুরুতেই মোস্তাফিজুর রহমানের তোপে পড়ে নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের ৯৫ রানে জুটি অনেকটাই এগিয়ে নেয় তাদের। এরপর অবশ্য দ্রুত উইকেট হারায় তারা।
কিন্তু শেষে প্রতিরোধ গড়েন সোধিরা। জেমিসন ও সোধি প্রথমে পাল্টা আক্রমণ করেন। রানআউট হয়ে ফিরে যেতে থাকা সোধিকে ফিরিয়ে আনেন লিটন, এরপর তিনি যোগ করেন আরও ১৮ রান।
ইনিংসের মাঝপথে ২৫৪ রানের সংগ্রহ নিউজিল্যান্ডকে বেশ আশাবাদিই করে তুলবে। আর বাংলাদেশ হতাশ হবে নিউজিল্যান্ডকে ২০০-এর আশেপাশে রেখে অলআউট করার সুযোগ হারিয়ে।
প্রথম ৫ ওভারে ১৭ রান
নিউজিল্যান্ডের ২৫৪ রান তাড়ায় বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম পাঁচ ওভারে দুজনই খেলেছেন সতর্কভাবে। ৫ ওভার শেষে বাংলাদেশের রান ১৭; তামিম ১৯ বলে ৯, লিটন ১১ বলে ৫।
লিটন ফিরলেন ৬ রান করে
ইনিংসের ষষ্ঠ ওভারে কাইল জেমিসনের প্রথম তিন বলে রান বের করতে পারেননি লিটন, চতুর্থ বলে এক রান নেন মিডউইকেটে ঠেলে। পরের বলে তামিম এক রান নিলে ষষ্ঠ বলে স্ট্রাইকে ফিরেই আউট লিটন। অফ স্টাম্পের বাইরের শর্ট বল কাট করতে গেলে থার্ডম্যানে সহজ ক্যাচ পেয়ে যান রাচিন রবীন্দ্র। লিটনের ইনিংস থামে ১৬ বলে ৬ রানে। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯।
ব্যাটিংয়ে দুই তামিম
লিটন দাস আউট হয়ে ফেরার পর ব্যাটিংয়ে এসেছেন তানজিদ হাসান, তামিম যাঁর ডাকনাম। আর আগে থেকেই আছেন তামিম ইকবাল। এই মুহূর্তে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে দুই তামিম।
জেমিসনের ওভারে তিন চার
কাভার ড্রাইভ। ফ্লিক। ফ্লিক। দারুণ তিনটি শটে জেমিসনের ওভারে ৩ চার মেরেছেন তামিম ইকবাল। পরের ওভারে সোধির বল অফ স্টাম্পের বেশ বাইরে পেয়ে সেটিকেও বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তানজিদ।
লিটন ফিরলেও ভালো শুরু বাংলাদেশের। ৯ ওভারে উঠেছে ৪৮ রান।
প্রথম পাওয়ারপ্লে শেষে
দশম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কাইল জেমিসন। শেষ বলে তাঁর গতি কাজে লাগিয়েছেন তামিম। অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাটের ফেস ওপেন করে থার্ডম্যান দিয়ে এসেছে চার। প্রথম পাওয়ারপ্লেতে ৫০ পেরিয়ে গেছে বাংলাদেশ।
সোধিকে তুলে মারতে গিয়ে আউট তানজিদ
দ্বিতীয় বলে তুলে মেরেছিলেন, সেটি গিয়েছিল মিড অফের বাঁ দিকে নাগালের একটু বাইরে দিয়ে। এক বল পর আবার তুলে মারতে গেলেন তানজিদ। এবার এক্সট্রা কাভারে ফার্গুসনকে পার করাতে পারেননি। ঠিক সেদিকেই খেলতে চেয়েছিলেন কি না, সে প্রশ্ন থাকছে অবশ্য। তবে তাঁর ১২ বলে ১৬ রানের ইনিংস শেষ এখানেই। প্রথম পাওয়ারপ্লের পরও আক্রমণাত্মক ভাবটা ধরে রেখেছিলেন তরুণ ব্যাটসম্যান।
২ বছর পর ব্যাটিংয়ে নেমে সৌম্য টিকলেন ২ বল
২০২১ সালের পর ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য সর্বশেষ ম্যাচ দিয়ে। তবে বৃষ্টিতে এক ইনিংসও হতে পারেনি সে ম্যাচে, সৌম্যও ব্যাটিং পাননি। আজ পেলেন। তবে ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ বল টিকলেন শুধু।
ওভার দ্য উইকেট থেকে করা সোধির বলে লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজড হয়েছেন এ বাঁহাতি। ধরা পড়েছেন সোধির হাতেই। সৌম্য রান করতে পারেননি কোনো।
তানজিদের পর সৌম্যকে ৩ বলের মধ্যে হারিয়ে আবার চাপে বাংলাদেশ। লিটন আউট হওয়ার পর তামিমের ইতিবাচক ব্যাটিংয়ে যে চাপ কমে এসেছিল অনেকটাই। সেটি ফিরে এল।
এবার গেলেন হৃদয়
তামিমকে রেখে একে একে ফিরছেন তাঁর ব্যাটিং সঙ্গীরা। সর্বশেষে ফিরলেন তাওহিদ হৃদয়। ইশ সোধির নিচু হওয়া গুগলিতে আগবাড়িয়ে খেলতে গিয়েছিলেন হৃদয়। ব্যাটে লেগে বল ভেঙে দিয়েছে স্টাম্প। এমন আউটের ধরনে নিশ্চিতভাবেই হতাশ হওয়ার কথা হৃদয়ের। তবে চাপ নিশ্চিতভাবেই বাড়ল বাংলাদেশের। ৭০ রানেই চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে তারা। সোধিই নিলেন ৩টি।
প্রসঙ্গ হাসান মাহমুদের আবেদন, লিটনের তুলে নেওয়া
ইশ সোধি ব্যাটিং করছিলেন ১৭ রানে। নন স্ট্রাইক প্রান্তে তাঁকে রানআউট করেন হাসান মাহমুদ। বল করার আগেই সোধি বেরিয়ে গিয়েছিলেন ক্রিজ থেকে। টেলিভিশন আম্পায়ার আউট দেওয়ার পর লিটন আবেদন তুলে নেন, ফিরে আসেন সোধি। পরের ১৪ বলে করেন আরও ১০ রান। তবে সোধি ফেরার পর নিউজিল্যান্ড তোলে আরও ৩০ রান। শেষ পর্যন্ত সেটি ম্যাচের ফলে কতটা প্রভাব লাগবে, তা সময় বলবে। কিন্তু হাসান আউট করার পরও লিটনের সোধিকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সমর্থন করেন আপনি?
তামিমও আউট
আবার নাটক মিরপুরে।
ইশ সোধির লেগ সাইডের বলে খেলতে চেয়েছিলেন তামিম। বল গ্লাভসে লেগে যায় পেছনে। ভালো ক্যাচ নিয়েছেন টম ব্লান্ডেল। তবে শুরুতে নিউজিল্যান্ড খেলোয়াড়রা উদ্যাপন শুরু করে দিলেও আম্পায়ার মারাই এরাসমাস আউট দেননি। তামিমও দাঁড়িয়ে থাকেন দুই হাত তুলে।
এরপর নিউজিল্যান্ড নেয় রিভিউ। কিন্তু সে রিভিউ টেলিভিশন আম্পায়ারের কাছে যাওয়ার আগেই হাঁটা দেন তামিম। ফলে রিভিউ আর দেখা হয়নি। এরাসমাস ইশারা করেছেন, রিভিউ লাগবে না আর। আল্ট্রা-এজ পরে নিশ্চিত করেছে, তামিমের গ্লাভসে লেগেছিল বল।
তামিম থেমেছেন ৪৪ রান করেই। ৫৮ বলের ইনিংসে সাবেক অধিনায়ক মেরেছেন ৭টি চার। ভালো শুরুর পরও উইকেট ছুড়ে এলেন তিনি। বাংলাদেশ ২০ ওভারের আগেই হারিয়ে ফেলেছে অর্ধেক ব্যাটসম্যান।
রিভিউ নিয়ে বাঁচলেন মেহেদী
রাচিন রবীন্দ্রর ঝুলিয়ে দেওয়া বল পড়েছিল ফুললেংথে। যেটি মিস করেন মেহেদী। খেলতে চেয়েছিলেন প্যাডের বেশ আগে থেকে। আম্পায়ার এরাসমাস আউট দেন আবেদনের একেবারে শেষ পর্যায়ে গিয়ে। মেহেদী অবশ্য নিশ্চিত ছিলেন না রিভিউ নেবেন কি না, তবে মাহমুদউল্লাহকে ইশারায় বলছিলেন বল বেরিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তাঁর রিভিউ সফল হয়েছে। বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, বল লেগ স্টাম্প মিস করে যেত বেশ বড় ব্যবধানে। তাতে অবশ্য বিস্মিতই হয়েছেন রবীন্দ্ররা। কিন্তু মেহেদী অক্ষত আছেন।
২১ ওভারশেষে বাংলাদেশের স্কোর ১০৪/৫।
মাহমুদউল্লাহ পারবেন?
‘এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায়, এরপর যদি রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই ব্যাটিংয়ে যায়, ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি ওনার মতো করেই খেলবেন। ওটা বলার দরকার নেই, উনি অনেক ম্যাচিউরড।’
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর ভূমিকা কী হবে দলে, তা নিয়ে প্রশ্ন করা হলে ওপরের জবাবটি দেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
প্রথম ম্যাচে বৃষ্টির কারণে বাংলাদেশ ব্যাটিংয়ের সুযোগ পায়নি। ফলে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ভূমিকা কী হয় তা দেখা যায়নি। অবশ্য বোলিং করেছিলেন।
আজ যখন ৬ নম্বরে নামেন তিনি, ইনিংসে বাকি ৩৪.৫ ওভার। এরপর তামিম ফিরে গেছেন তাঁকে রেখে। লিটনের মতে, এরকম পরিস্থিতিতে মাহমুদউল্লাহ খেলবেন মাহমুদউল্লাহর মতো করেই।
শুরুটা ভালোই হয়েছে এ ব্যাটসম্যানের। প্রথম ৩৩ বলে করেছেন ২৮ রান। তবে দল এখনো বেশ চাপে। ২৪ ওভারে ১০৯ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে তারা। জয়ের জন্য এখনো প্রয়োজন ১৪৬ রান।
এশিয়া কাপের দলে না থাকা ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ হয়ত খেলছেন ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ। এ ইনিংস ঠিক করে দিতে পারে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের পরের অংশের গতিপথ। বিশ্বকাপের দলে নিজের দাবিটা জোরাল করতে আজ মাহমুদউল্লাহ কিছু করতে পারবেন তাঁর মতো করে?
২৫ ওভারশেষে
নিউজিল্যান্ড ২৫ ওভারে ১২৩/৩।
বাংলাদেশ ২৫ ওভারে ১১২/৫।
ইনিংসের অর্ধেক পেরিয়ে যাওয়ার দুই দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সুবিধার নয়। নিউজিল্যান্ড শুরুতে উইকেট হারিয়েছিল, বাংলাদেশ প্রথম উইকেট দ্রুত হারালেও দ্বিতীয় উইকেটে ফিরে এসেছিল ভালোভাবেই। তবে এখন সামনে দীর্ঘ পথ।
সোধির ৫, ফিরেই ভাঙলেন জুটি
প্রথম ২১ বলে ৫ রান করেছিলেন মেহেদী। শুধু নিজে নয়, তাঁর এমন ব্যাটিংয়ে চাপ বাড়ছিল মাহমুদউল্লাহর পর। মেহেদী অবশ্য গতি বাড়িয়েছেন, ছন্দ পেতে শুরু করেছিলেন। কিন্তু ২৯ বলে ১৭ রান করেই থামতে হলো তাঁকে। ব্রেকথ্রুয়ের খোঁজে দিনে নিউজিল্যান্ডের সেরা বোলার ইশ সোধিকে ফেরান ফার্গুসন, তাঁর বলেই বোল্ড মেহেদী। গুগলিতে পেছনের পায়ে খেলতে গিয়ে পুরো মিস করে গেছেন মেহেদী। ফিরে এসে প্রথম বলেই ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়ে গেলেন সোধি। বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম কোনো বোলার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। এর আগে বাংলাদেশের মাটিতে সেরা বোলিং ছিল কাইল মিলসের। ২০০৪ সালে ১৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
৪৯ রানে দাঁড়িয়ে উইকেট উপহার দিয়ে এলেন মাহমুদউল্লাহ
চাইলে এ বলটিকে বাউন্ডারির বাইরে পাঠাতেই পারতেন মাহমুদউল্লাহ। ছেড়ে দিলে নিশ্চিত ওয়াইড হতো। অথচ পার্ট টাইমার কোল ম্যাকনকির সে বলটি মাহমুদউল্লাহ মারলেন সরাসরি ফাইন লেগে থাকা ফিল্ডারের হাতে! সেটিও আবার ৪৯ রানে দাঁড়িয়ে থেকে। উইকেট পাওয়ার পর ম্যাকনকির হাসিই বলছিল, এ উইকেট আশা করেননি তিনি কোনোভাবেই! মাহমুদউল্লাহর ৭৬ বলের ইনিংস শেষ এখানেই। হয়ত সে সঙ্গে শেষ বাংলাদেশের আশাও। জয়ের জন্য এখনো প্রয়োজন ১০৬ রান। বাকি ৩ উইকেট।
সোধির ৬, ভাঙলেন ৩৫ বছরের পুরোনো রেকর্ড
হাসান মাহমুদ নবম বলে হলেন বোল্ড, কোনো রান না করেই। ইশ সোধি পেলেন ষষ্ঠ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে হারের আরেকটু কাছে বাংলাদেশ।
এ উইকেট দিয়ে রেকর্ডও গড়ে ফেললেন সোধি। বাংলাদেশের মাটিতে কোনো স্পিনারের এটিই এখন সেরা বোলিং ফিগার। এতদিন যে রেকর্ডটি ছিল ভারতের আরশাদ আইয়ুবের। ১৯৮৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
এশিয়ায় সেরা সোধি
প্রথম ইনিংস থেকেই ইশ সোধি ছিলেন আলোচনায়। বল হওয়ার আগেই নন স্ট্রাইক প্রান্তে রানআউট করার পরও তাঁকে ‘জীবন’ দিয়েছিল বাংলাদেশ। সেই সোধি পরের ইনিংসে হয়ে গেলেন বাংলাদেশের ‘ঘাতক’। একে একে ৬ উইকেট নিয়ে মিরপুরে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছেন এ লেগ স্পিনার। ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন তিনি। এশিয়ার মাটিতে এশিয়ার বাইরের কোনো স্পিনারের এটিই এখন সেরা বোলিং ফিগার। নিউজিল্যান্ডের কোনো স্পিনারেরও যে কোনো ভেন্যুতে এটিই এখন সেরা বোলিং।
রইল বাকি এক
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন নাসুম আহমেদ। এবার আর তেমন কিছু করতে পারলেন না ঠিক। কাইল জেমিসনকে তুলে মারতে গিয়েছিলেন, তবে ইনিংসের তৃতীয় ছক্কাটি পাননি। এ বাঁহাতি থেমেছেন ৩০ বলে ২১ রান করে। বাংলাদেশ হারিয়েছে নবম উইকেট।
৮৬ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ
নিউজিল্যান্ড অধিনায়ক ফিরলেন, বোল্ড করলেন খালেদ আহমেদকে। মিরপুরে নিউজিল্যান্ডের দারুণ এক জয় নিশ্চিত হলো ফার্গুসনের বলেই। দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীরা জিতেছে ৮৬ রানে। ৩ ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশকে হারাল নিউজিল্যান্ড।
রান তাড়ায় শুরুতেই লিটনকে হারানোর পর তামিম ও তানজিদের জুটিতে সে চাপ সামাল দিয়েছিল বাংলাদেশ। তবে মাঝে দ্রুত উইকেট হারিয়ে আবার চাপে পড়ে তারা। মাহমুদউল্লাহ ও মেহেদীর জুটি শেষ আশা জোগালেও কাজে আসেনি সেটি। তামিম ও মাহমুদউল্লাহ—দুজনই ৪০ পেরোলেও ফিফটিই পাননি। ২৫৫ রানের লক্ষ্যে বাংলাদেশ থেমেছে বেশ আগেভাগেই। ৩৯ রানে ৬ উইকেট নিয়ে বড় ক্ষতিটা করেছেন লেগ স্পিনার ইশ সোধি।
অথচ আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের স্কোর এক সময় ছিল ৭ উইকেটে ১৮৭ রান। সেখান থেকে টেল এন্ডারদের দৃঢ়তায় নিউজিল্যান্ড যায় ২৫৪ রান পর্যন্ত। নিউজিল্যান্ডকে বেশ চাপে ফেলেও সেটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
বলছেন লিটন
হয়ত আমরা প্রত্যাশামত ব্যাটিং করতে পারিনি
ম্যাচসেরা সোধি ধন্যবাদ দিলেন লিটনকে
লিটনকে ধন্যবাদ মানকাডিংয়ের পর আমাকে ফিরিয়ে আনার জন্য