পাকিস্তান দলে বাবর আজমের কাছের মানুষ কারা
বাবর আজমের জন্য প্রশ্নটা কঠিনই ছিল বটে! পাকিস্তান জাতীয় দলে অনেক সতীর্থের সঙ্গেই দীর্ঘদিনের পথচলা বাবরের। পান থেকে চুন খসলেই পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার যখন বাবরের সমালোচনায় মেতে ওঠেন, তখন এসব সতীর্থরাই তাঁর পাশে দাঁড়ান।
তাই দলে বাবরের কাছের বন্ধু কারা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খানিকটা ইতস্ততই বোধ করেছেন পাকিস্তানের এই অধিনায়ক। তবে দলে কাছের মানুষগুলোর নাম ঠিকই বলেছেন বাবর।
ওপেনার ইমাম উল হকের সঙ্গে বাবরের বন্ধুত্বের গল্প অনেক পুরোনো। এই দুই ক্রিকেটারই আগে অনেকবারই একে অপরের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। ইমামের সঙ্গে বাবর যোগ করেছেন আরও দুটি নাম—মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান।
টি–টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বাবরের সঙ্গে ওপেন করছেন রিজওয়ান। অন্য দুই সংস্করণেও বাবরের দলের অন্যতম সদস্য রিজওয়ান। শাদাব খানও বাবরের সঙ্গে খেলছেন দীর্ঘদিন ধরে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার উরুজ মুমতাজের সঙ্গে ইউটিউবে র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে বাবর বলেছেন, ‘আমি যদি তিনজনের নাম বলি, তাহলে অন্যদের খারাপ লাগবে। সবার সঙ্গেই আমার সম্পর্ক ভালো। কিন্তু ইমাম, রিজওয়ান, শাদাব আমার বেশি কাছের। আসলে আমরা অনেক দিন ধরেই একসঙ্গে খেলছি।’
র্যাপিড ফায়ার অনুষ্ঠানটি শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না। এই অনুষ্ঠানে বাবর তাঁর পছন্দের তিনটি খাবারের কথাও জানিয়েছেন। পাস্তা, স্টিক ও সুশি বাবরের সবচেয়ে পছন্দের।
কোন ধরনের গান পছন্দ বাবরের, এই প্রশ্নে বাবর বলেছেন, ‘সব ধরনের গানই আমি শুনি। দুঃখের, রোম্যান্টিক কিংবা দ্রুতলয়ের গান—সবই।’ পাকিস্তান অধিনায়ক গলির ক্রিকেট খেলার আগ্রহও প্রকাশ করেছেন।