এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা
এবারের এশিয়া কাপে আর খেলা হচ্ছে না ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, জাদেজা এখন ভারত ক্রিকেট দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। জাদেজার জায়গায় আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইফো।
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে ভারত। সেই ম্যাচে ২ ওভারে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি জাদেজা। তবে ২ বল হাতে রেখে ভারত যে ৫ উইকেটে ম্যাচ জিতেছে, সেখানে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন এ অলরাউন্ডার। চার নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নওয়াজের বলে আউট হওয়ার আগে দুটি করে চার ও ছক্কায় ২৯ বলে ৩৫ রান করেন জাদেজা।
হংকংয়ের বিপক্ষে টুর্নামেন্টে ভারতের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগই পাননি জাদেজা। টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারত মাত্র ২ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে সেই ম্যাচে। ৪০ রানে জেতা সেই ম্যাচে বল হাতে ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জাদেজা।
এশিয়া কাপ টি–টোয়েন্টির সুপার ফোরের আগে জাদেজাকে হারানো ভারতের জন্য বড় এক ধাক্কাই। তবে তাঁর পরিবর্তে দলে আসা অক্ষরও ছন্দেই আছেন। গত মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছিল ভারত। সেই সিরিজের শেষ দুটি ম্যাচে খেলেন অক্ষর।
চতুর্থ টি–টোয়েন্টিতে সাত নম্বরে ব্যাট করেছেন তিনি, ৮ বলে করেছেন অপরাজিত ২০ রান। ৪ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি, ৭ বলে ৯ রান। তবে বোলিংয়ে ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ আগামী রোববার। প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। এ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কোন দল, তা জানা যাবে আজ পাকিস্তান–হংকংয়ের খেলা শেষে । দেখা যাক, পরশুর ম্যাচে ভারতের একাদশে যদি অক্ষর সুযোগ পান, জাদেজার অভাব ভুলিয়ে দিতে পারেন কি না।