নাগপুরে অস্ট্রেলিয়াকে ‘নাচিয়ে’ র‍্যাঙ্কিংয়ে এগোলেন অশ্বিন–জাদেজা

র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি দেখিয়েছেন অশ্বিন–জাদেজাছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে প্যাট কামিন্সদের হারানো ২০ উইকেটের ১৫টিই পেয়েছেন এই দুই স্পিনার। এর মধ্যে ৮টিই আবার অশ্বিনের একার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪২ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে তুলে নেন ৫ উইকেট। যার স্বীকৃতি হিসেবে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন অশ্বিন। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জাদেজাও।

প্রথম টেস্টে ভারতের বিপক্ষে মাত্র তিন দিনের মধ্যে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই টেস্ট দিয়েই চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন জাদেজা। প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশেনের উইকেটসহ নিয়েছিলেন ৫ উইকেট। ব্যাট হাতে খেলেছিলেন ৭০ রানের ইনিংস।

আরও পড়ুন

দ্বিতীয় ইনিংসে বল হাতে উইকেট তুলে নেন আরও দুটি। তাতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন জাদেজা। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্সে ৫৫ রেটিং পয়েন্ট বেড়েছে তার।

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের গুড়কেশ মোতি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানে ৭ উইকেট নেওয়া মোতি দ্বিতীয় ইনিংসে ৬২ রানে নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে ৯৯ রানে ১৩ উইকেট নিয়ে রেকর্ডও গড়েছেন মোতি।

নাগপুর টেস্টে দারুণ বল করেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন
ছবি: এএফপি

তাতে ৭৭ ধাপ এগিয়ে এই তরুণ স্পিনার উঠে এসেছেন ৪৬ নম্বরে। এই স্পিনার খেলেছেন মাত্র তিন টেস্ট। তরুণ ব্যাটসম্যান তেজনারায়ণ চন্দরপল এগিয়েছেন ২৮ ধাপ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

নাগপুর টেস্টের কঠিন উইকেটে ব্যাট হাতে ১২০ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। এই সেঞ্চুরিতে দুই ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছে। তাতে ওয়ার্নার পিছিয়েছেন ৬ ধাপ আর খাজা দুই ধাপ।