শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে রান করতে ‘মানা’ হৃদয়ের
প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে এলেন তাওহিদ হৃদয়। সেটা শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে ৬ ইনিংসে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন। একটি ফিফটিও আছে। হৃদয় এরই মধ্যে দেশে ফিরলেও টুর্নামেন্টের সর্বোচ্চ তিন রান সংগ্রাহকের তালিকা থেকে তাঁকে এখনো কেউ সরাতে পারেননি।
এবারের এলপিএলে বাবর আজম (২৩৫) ও টিম সাইফার্টের (১৬১) পরই হৃদয়। মানে এখন পর্যন্ত তৃতীয়, হৃদয় যেহেতু জাফনার হয়ে আর ম্যাচ খেলবেন না, এবার তাই জায়গাটা হাতবদল হবে, সেটাই স্বাভাবিক। তবে মাত্র ৬ ম্যাচ দিয়েই বিদেশে ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে হৃদয়কে সফলই বলা যায়। জাফনা কিংসের প্রধান কোচ থিলান কান্দাম্বির কথা শুনলেও মনে হবে, এটা কেবলই তাঁর শুরু! হৃদয়কে নিয়ে ভালো কিছু কথা বলার পাশাপাশি মজাও করেছেন শ্রীলঙ্কার সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও ভাসছে। সে ভিডিওতে দেখা যায়, জাফনা কিংসের খেলোয়াড়দের উপস্থিতিতে হৃদয়কে শুভকামনা জানাচ্ছেন কান্দাম্বি, ‘এটাই তোমার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আমি তোমাকে শুভকামনা জানাই। আশা করি, প্রচুর রান করবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নয় (হাসিমুখে)।’
কান্দাম্বির এই শেষ কথায় রসিকতাটুকুতে আশপাশের অন্যরাও হেসে ফেলেন। কান্দাম্বি এরপর হৃদয়কে আবারও শুভকামনা জানানোর সময় পাশ থেকে ফোড়ন কাটেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক, ‘এমনকি পাকিস্তানের বিপক্ষেও (রান) করা যাবে না।’
আসলে কান্দাম্বির রসিকতাটুকুর শেষ টেনেছেন শোয়েব মালিক। ২২ বছর বয়সী তওহিদ হৃদয় সামনে প্রচুর রান করবেন, এই প্রত্যাশার কথা বলতে গিয়ে কান্দাম্বি দেশপ্রেমের টানে বলে ফেলেন শ্রীলঙ্কার বিপক্ষে সেটা করা যাবে না। হৃদয়ের জাফনা সতীর্থ শোয়েব মালিক তাই নিজের দেশ পাকিস্তানকেও টেনে এনে হৃদয়কে কপট সতর্কতার সুরে মনে করিয়ে দেন, পাকিস্তানের বিপক্ষেও কিন্তু রান করা যাবে না!
৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় তাওহিদ হৃদয় বাংলাদেশ দলে জায়গা পেলে সম্ভবত কান্দাম্বির কথা রাখতে পারবেন না। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। আর সুপার ফোরে উঠলে মুখোমুখি হতে হবে পাকিস্তানের। তখন হৃদয় কি শোয়েব মালিকের মধুর হুমকিটা মনে রেখে ব্যাট করবেন?
উত্তরটা সবারই জানা।