২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন
সম্প্রচার শেষ ০৪ ডিসেম্বর ২০২২

প্রথম ওয়ানডে

মিরাজ-মোস্তাফিজের শেষ উইকেট জুটির বীরত্বে ভারতকে হারালো বাংলাদেশ

০৫: ৩৪ , ডিসেম্বর ০৪

টস

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি বাংলাদেশ।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

০৫: ৩৯ , ডিসেম্বর ০৪

বাংলাদেশ দলে তিন পেসার

তিন পেসার মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদতের সঙ্গে খেলছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের সঙ্গে লিটনের হাতে বোলিং অপশন হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনও।

দলে জায়গা হয়নি ইয়াসির আলীর।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

০৫: ৪৫ , ডিসেম্বর ০৪

কুলদীপ সেনের অভিষেক

বাংলাদেশ তিন জন খেলালেও ভারত নামছে চার জন পেসার নিয়ে। মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও শার্দুল ঠাকুরের সঙ্গে খেলবেন কুলদীপ সেন। আজ অভিষেক হচ্ছে তাঁর।

রোহিত শর্মার সঙ্গে আছেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল তাই আসতে পারেন মিডল অর্ডারে। উইকেটকিপিং-ও করবেন তিনি।

ভারত একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

০৫: ৫৪ , ডিসেম্বর ০৪

ওয়ানডে সিরিজে নেই পন্ত

বিসিসিআইয়ের চিকিৎসক দলের পরামর্শে ওয়ানডে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ঋষভ পন্তকে। তাঁর বদলে দলে নেওয়া হচ্ছে না কাউকে।

ওয়াশিংটন সুন্দরকেও প্রথম ম্যাচের জন্য বিবেচনা করা হয়নি। জানা গেছে, অনুশীলনের সময় চোট পেয়েছিলেন ওয়াশিংটন। আগেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি।

০৬: ০১ , ডিসেম্বর ০৪

শুরুতে নাটক

খেলা শুরু হওয়ার কথা বেলা ১২টায়। তবে আগেভাগেই মাঠে নেমে পড়েছিলেন দুই আম্পায়ার, বাংলাদেশ দলের ফিল্ডার ও ভারতের দুই ওপেনার। বোলিং মার্কে মোস্তাফিজুর রহমান যাওয়ার পরও আম্পায়ার মাইকেল গফ অবশ্য খেলা শুরুর সঙ্কেত দেননি। এরপর মাঠে নামতে দেখা গেছে রিজার্ভ আম্পায়ারকে, যিনি পরে কথা বলেছেন শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে। দেখে মনে হচ্ছে, ক্রিজ বরাবর বাউন্ডারি কুশনে সমস্যা। সাধারণত সাইটস্ক্রিনের সামনে বাউন্ডারি কুশনে বিজ্ঞাপন থাকে না, যাতে ব্যাটসম্যানের সমস্যা না হয়। সেটি সরানো হয়েছে।

খেলা এরপর শুরু হয়েছে ঠিক ১২টার সময়ই।

০৬: ১৭ , ডিসেম্বর ০৪

চতুর্থ ওভারে মিরাজ

মোস্তাফিজের পর অন্য প্রান্তে হাসান মাহমুদকে এনেছিলেন লিটন। এরপর হাসানকে সরিয়ে এনেছেন মিরাজকে। ম্যাচের চতুর্থ ওভারেই তাই দেখা গেল স্পিনের। মিরাজ প্রথম বলেই পরাস্ত করেছেন ধাওয়ানকে।

প্রথম ৩ ওভারে একটি করে চার মেরেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। হাসানকে কাট করে মেরেছিলেন রোহিত, মোস্তাফিজকে ধাওয়ান মেরেছেন ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে।

৪ ওভার শেষে ভারত ১৩/০।

০৬: ২৫ , ডিসেম্বর ০৪

মিরাজের প্রথম আঘাত

নিজের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত করলেন মিরাজ। তাঁকে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন শিখর ধাওয়ান। প্রথমে পেটের দিকে লাগার পর বল লেগেছে ব্যাটের পিঠে, এরপর ঢুকেছে স্টাম্পে। ২৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।

শামসুল হক
০৬: ৪৪ , ডিসেম্বর ০৪

রোহিত বোল্ড সাকিব

এক প্রান্তে মিরাজকে দিয়ে টানা করিয়ে যাচ্ছেন লিটন, এবার অন্য প্রান্ত থেকে হাসানকে সরিয়ে এনেছেন সাকিবকে।

সাকিব এসেই ফিরিয়েছেন রোহিতকে। মোটামুটি ফুললেংথের বলটা টার্ন করবে ভেবে খেলেছিলেন রোহিত, তবে বল ধরে রেখেছে লাইন। ভারত অধিনায়ক মিস করে হয়েছেন বোল্ড। ৩১ বলে ২৭ রান করে ফিরেছেন রোহিত। ভারত দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৮ রানে।

০৬: ৪৬ , ডিসেম্বর ০৪

লিটনের দুর্দান্ত ক্যাচ, ফিরলেন কোহলিও

সাকিবের উদ্‌যাপনটাই বলে দিচ্ছিল সব। এক্সট্রা কাভারে লিটন দাস নিয়েছেন দুর্দান্ত ক্যাচ, সেটিও আবার কোহলির।

সাকিবের ঝুলিয়ে দেওয়া বলে ব্যাট চালিয়েছিলেন কোহলি, ডানদিকে ঝাঁপিয়ে সেটি নিয়েছেন লিটন। ভারত অধিনায়ক ও সাবেক অধিনায়ককে ৩ বলের মধ্যে ফেরালেন সাকিব!

শামসুল হক
০৭: ১০ , ডিসেম্বর ০৪

পুনর্গঠনের চেষ্টা রাহুল-শ্রেয়াসের

৩ বলের মধ্যে রোহিত ও কোহলি ফেরার পর ইনিংস পুনর্গঠনের চেষ্টা করছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। সাকিবকে সুইপ করে ছক্কা মেরেছেন রাহুল। ইবাদতকে স্ট্রেট ড্রাইভে চার মেরেছেন শ্রেয়াস।

১৬ ওভারে ৭৯ রান তোলার পর মোস্তাফিজকে ফিরিয়ে এনেছেন লিটন। রাহুল ও শ্রেয়াসের জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৩০ রান।

০৭: ২৪ , ডিসেম্বর ০৪

আইয়ারকে ফেরালেন ইবাদত

অফ স্টাম্পের বাইরে শর্ট বলে পুল খেলতে গিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু টাইমিংয়ে গড়বড় হয়ে যাওয়ায় বল উঠে যায় ওপরে। উইকেটের পেছনে সহজ ক্যাচ নিয়ে ভারতীয় ব্যাটসম্যানকে ফেরান উইকেটকিপার মুশফিকুর রহিম।

ইবাদতের স্যালুট!
শামসুল হক

পেছন ফিরে দেখি...

শামসুল হক
০৮: ০৩ , ডিসেম্বর ০৪

ইবাদতের হাতে জীবন পেলেন ওয়াশিংটন

মিরাজকে তুলে মেরেছিলেন ওয়াশিংটন সুন্দর। লং অফ ডানদিকে ছুটে, নিচু হয়ে ক্যাচটি পেয়েছিলেনও ইবাদত, তবে রাখতে পারলেন না। মিরপুরের দর্শকদের উল্লাসও মিলিয়ে গেল তাতে। ১২ রানে জীবন পেলেন ওয়াশিংটন। পরের ওভারে হাসানের বলে কট-বিহাইন্ডের আবেদন হয়েছিল ওয়াশিংটনের বিপক্ষেই, তাতে সাড়া দেননি আম্পায়ার মাইকেল গফ। লিটন নেন রিভিউ, আঙুল তুলে আউটের সঙ্কেতও দিচ্ছিলেন সাকিব। যদিও আল্ট্রা-এজে কিছু ছিল না, বল ও ব্যাটের মাঝেও ছিল দিনের আলো।

০৮: ১৮ , ডিসেম্বর ০৪

মিস...

এ ক্যাচটিই রাখতে পারেননি ইবাদত
শামসুল হক
০৮: ২২ , ডিসেম্বর ০৪

সাকিবের তৃতীয়

জুটি ৫০ ছাড়িয়েছিল, লোকেশ রাহুল চড়াও হচ্ছিলেন। আগের ওভারেই ইবাদতকে চার মেরে ফিফটি পূর্ণ করেছেন রাহুল। তবে সাকিব এসে আবার ব্রেকথ্রু দিলেন বাংলাদেশকে।

রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েছেন ওয়াশিংটন। ক্যাচ নিয়েছেন… ইবাদত হোসেন! ১২ রানে ওয়াশিংটনের ক্যাচ ফেলেছিলেন ইবাদত, এরপর যোগ করতে পেরেছেন আর ৭ রান। ১৫২ রানে পঞ্চম উইকেট হারিয়েছে ভারত, ৩৩তম ওভারে।

০৮: ২৭ , ডিসেম্বর ০৪

ইবাদতের দ্বিতীয়

সাকিব-ইবাদত, ইবাদত-সাকিব। আগের উইকেটে সাকিবের বলে ক্যাচ নিয়েছিলেন ইবাদত। এবার ইবাদতের বলে ক্যাচ নিলেন সাকিব। শর্ট লেংথের বলটা খেলতে গিয়ে কাভারে ক্যাচ দিয়েছেন শাহবাজ আহমেদ। বিপদ আরেকটু বেড়েছে ভারতের। ১ রানের ব্যবধানেই এবার ২ উইকেট হারাল তারা।

০৮: ৩২ , ডিসেম্বর ০৪

সাকিবের চতুর্থ

সাকিব, সাকিব, সাকিব! উইকেট নিলেন, ক্যাচ নিলেন, এরপর আবার নিলেন উইকেট। অফ স্টাম্প লাইনের বলটা বুঝেই উঠতে পারেননি শার্দুল ঠাকুর, মিস করে হয়েছেন বোল্ড। ৪ রানের মধ্যে এবার তৃতীয় উইকেটটি হারিয়েছে ভারত। ১৫.৫ ওভার বাকি থাকতে হারিয়েছে সপ্তম উইকেট।

০৮: ৩৭ , ডিসেম্বর ০৪

সাকিবের ৫

ভারতকে চেপে ধরেছেন সাকিব। শাহবাজের পর এবার তাঁর বলে ফিরলেন দীপক চাহার। পেলেন ৫ উইকেট।

মুখোমুখি প্রথম দুই বল ডিফেন্ড করেছিলেন চাহার, এরপরেরটিও করতে গিয়েছিলেন। তবে এবার মিস করে গেলেন। আম্পায়ার মাইকেল গফ এলবিডব্লুর সিদ্ধান্ত দিতে খুব একটা সময় নেননি। চাহার অবশ্য রিভিউ করেন এরপর। তবে ব্যাটের আগেই প্যাডে লেগেছিল বল, বল ট্র্যাকিংয়েও দেখিয়েছে তিন লাল।

সাকিব নিলেন ক্যারিয়ারে চতুর্থ ৫ উইকেট। সর্বশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

০৯: ০১ , ডিসেম্বর ০৪

রাহুল, নবম উইকেট জুটিতে এই প্রথম

ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১২তম বার পাঁচ বা এর নিচে ব্যাটিং করতে নামলেন রাহুল। তবে এর আগে কখনোই অষ্টম বা নবম উইকেট জুটির অংশ ছিলেন না তিনি। দীপক চাহারের সঙ্গে রাহুলের জুটি স্থায়ী হয়েছে মাত্র ৩ বল। এখন মোহাম্মদ সিরাজকে নিয়ে নবম উইকেটে লড়াই করতে হচ্ছে তাঁকে। ফিফটি পেয়েছেন, কিন্তু তাঁকে রেখে একে একে ফিরে গেছেন বাকিরা।

শামসুল হক
০৯: ০১ , ডিসেম্বর ০৪

রাহুলকে থামালেন ইবাদত

লড়াইটা একা করতে হচ্ছিল, কিন্তু রাহুল সেটি চালিয়ে যেতে পারলেন না। ইবাদত শর্ট বলেই পেলেন তৃতীয় উইকেট। তুলে মারতে গিইয়ে টপ-এজড হয়েছিলেন, ডিপ ফাইন লেগে ধরা পড়ে ফিরে গেছেন। ৭০ বলে করেছেন ৭৩ রান। ভারত হারিয়েছে নবম উইকেট।

০৯: ০৭ , ডিসেম্বর ০৪

সাকিব ৫/৩৬

১০ ওভার, ২ মেডেন, ৩৬ রান, ৫ উইকেট। দুর্দান্ত এক স্পেল শেষ করলেন সাকিব। আজ দুবার জোড়া উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।

০৯: ০৯ , ডিসেম্বর ০৪

১৮৬ রানে থামল ভারত

ইবাদত একটা বিমার করেছিলেন, তবে সেই ফ্রি হিট পেরিয়ে ফেরালেন সিরাজকে। ৪১.২ ওভারে ১৮৬ রানেই থামল ভারতের ইনিংস।

টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, শিখর ধাওয়ানকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর থেকে চলেছে সাকিব ও ইবাদত শো।

১১তম ওভারে প্রথমবারের মতো এসেছিলেন সাকিব, ৩ বলের ব্যবধানে ফিরিয়েছিলেন রোহিত ও কোহলিকে। ভারত প্রথমবারের মতো চাপে পড়ে তাতেই। শ্রেয়াস আইয়ারের পর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৪৩ ও ৬০ রানের দুটি জুটি গড়েছিলেন লোকেশ রাহুল। তবে বাংলাদেশ ব্রেকথ্রু পায় গুরুত্বপূর্ণ সময়ে। এক সময় ৪ উইকেটে ১৫২ রান থেকে ৮ উইকেটে ১৫৬ রানে পরিণত হয় ভারত।

পাঁচে নামা রাহুল ৭৩ রান করেছেন ৭০ বলে, ভারত ইনিংসে পরের সর্বোচ্চ ইনিংসটি রোহিতের—৩১ বলে ২৭ রান।

উইকেট না পেলেও বেশ মিতব্যয়ী বোলিং করেছেন মোস্তাফিজুর, ৭ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। সাকিব ৫ উইকেট নিয়েছেন ৩৬ রানে, ইবাদত ৪ উইকেট নিতে খরচ করেছেন ৪৭ রান। মিরাজের ১ উইকেট এসেছে ৪৩ রানের বিনিময়ে।

বাংলাদেশের লক্ষ্য ১৮৭ রান। দেশের মাটিতে এর চেয়ে কম লক্ষ্য নিয়ে রান তাড়া করতে নেমেও বাংলাদেশের হারের ঘটনা আছে তিনটি। সবচেয়ে কম—১০৬ রান। ২০১৪ সালে বাংলাদেশ সে রান তাড়া করতে নেমে গুটিয়ে গিয়েছিল ৫৮ রানেই। প্রতিপক্ষের নাম? ভারত।

লিটন দাসের তখনো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। আজ নিশ্চয়ই অমন কিছুর পুনরাবৃত্তি চাইবেন না তিনি।

শামসুল হক
০৯: ৪৫ , ডিসেম্বর ০৪

প্রথম বলেই নেই নাজমুল

ইনিংসের প্রথম বল, সেটিতেই একমাত্র স্লিপে ক্যাচ দিলেন নাজমুল হোসেন। দীপক চাহার ভারতকে ব্রেকথ্রু এনে দিলেন একেবারে শুরুতেই। ১ বল পর কাভার ড্রাইভে চার মেরেছেন এনামুল। চাহারের প্রথম ওভারে এসেছে ৫ রান।

১০: ১৪ , ডিসেম্বর ০৪

সতর্ক লিটন-নাজমুল

মুখোমুখি ২১তম বলে এসে প্রথম বাউন্ডারির দেখা পেয়েছেন লিটন দাস, মোহাম্মদ সিরাজকে পুল করে সেটি মেরেছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম বলেই নাজমুল ফেরার পর বেশ সতর্ক ব্যাটিং-ই করছেন লিটন ও নাজমুল। ভারত পেসাররাও করছেন আঁটসাঁট বোলিং। ৮ ওভার শেষে ১ উইকেটে ২৫ রান তুলেছে বাংলাদেশ।

১০: ২৮ , ডিসেম্বর ০৪

ব্রেকথ্রু এনে দিলেন সিরাজ

আগের ওভারে দীপক চাহারের বলে এলবিডব্লু হয়েছিলেন, রিভিউ নিয়ে বেঁচে যান এনামুল। বল যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে। পরের ওভারে আর বাঁচলেন না। মোহাম্মদ সিরাজকে ফ্লিক করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছেন ২৯ বলে ১৪ রান করার পর। সিরাজ পেয়েছেন ভালো বোলিংয়ের পুরস্কার। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

১০: ৪২ , ডিসেম্বর ০৪

রিভিউ হারাল ভারত

আবেদন তেমন জোরাল ছিল না, শেষ পর্যন্ত রিভিউটা নিয়েছিলেন রোহিত শর্মা। কুলদিপ সেনের বলটা অবশ্য পড়েছে লেগ স্টাম্পের বাইরেই। সাকিব আল হাসান বেঁচে গেছেন। ২ উইকেট হারানোর পর এখনো বেশ সতর্কই বাংলাদেশ।

১০: ৪৭ , ডিসেম্বর ০৪

এবার বাঁচলেন লিটন

রিভিউ হারানোর পর এবার ‘হাফ চান্স’ হারাল ভারত। শাহবাজ আহমেদের বলে আউটসাইড-এজড হয়েছিলেন লিটন, ক্যাচ গিয়েছিল স্লিপে। রোহিত হাত বাড়িয়েছিলেন ঠিকই, তবে বল মাটিতে লেগেছে রোহিতের হাতে যাওয়ার আগেই। সফট সিগন্যাল নট আউটের সিদ্ধান্তই রেখেছেন টেলিভিশন আম্পায়ার।

১০: ৪৮ , ডিসেম্বর ০৪

মিরপুরের দর্শক... 

শামসুল হক
১১: ০৩ , ডিসেম্বর ০৪

বাংলাদেশের ৫০

১৫তম ওভারে ৫০ ছুঁতে পারল বাংলাদেশ। সাকিবের সঙ্গে লিটনের জুটিতে এখন পর্যন্ত উঠেছে ২৫ রান। বল তুলনামূলক ভালো ব্যাটে আসছে। একটু আগে দেওয়া পানি-পানের বিরতিতে মাঠে শিশির শুকাতে সপার ব্যবহার করতেও দেখা গেছে। টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের পেছনে হয়তো কাজ করেছিল রাতে শিশিরের প্রভাবও।

১১: ২৪ , ডিসেম্বর ০৪

ফিফটির আগেই থামলেন লিটন

কুলদিপ সেন করেছিলেন শর্ট লেংথে, সেটির জবাব ইনিংসের প্রথম ছক্কা মেরে দিয়েছেন লিটন দাস। দর্শকেরা কোরাস ধরেছেন, ‘লিটন, লিটঅঅঅন!’ লিটন এগোচ্ছিলেন ফিফটির পথেই। তবে ওয়াশিংটন সুন্দরের লেগ সাইডের বলে ফ্লিক করতে গিয়ে উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসে ধরা পড়লেন ৬৩ বলে ৪১ রান করেই।

শামসুল হক
১১: ৩৬ , ডিসেম্বর ০৪

কোহলির দারুণ ক্যাচে ফিরলেন সাকিব

সাকিবের বলে লিটনের নেওয়া দুর্দান্ত ক্যাচে ফিরেছিলেন কোহলি। এবার কোহলির দারুণ ক্যাচে ফিরতে হলো সাকিবকে। ওয়াশিংটন সুন্দরের বলে কাভার দিয়ে খেলার চেষ্টা করেছিলেন সাকিব। ডানদিকে লাফ দিয়ে ক্যাচ নিয়েছেন কোহলি। আগের ওভারে শাহবাজ আহমেদকে পরপর দুই বলে চার মেরে রানের গতি বাড়ানোর ইঙ্গিত দেওয়া সাকিব থামলেন ৩৮ বলে ২৯ রান করে। ৯৫ রানে বাংলাদেশ হারিয়েছে চতুর্থ উইকেট।

১১: ৫৯ , ডিসেম্বর ০৪

টেস্টে ওয়ানডে, ওয়ানডেতে টেস্ট

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৩৪৩ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড, ৩৫.৫ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান তোলার পর। দিনশেষে পাকিস্তান ২০ ওভারে ৮০/২। 

ভারত ৪১.২ ওভারে ১৮৬ রান তুলতে অলআউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ ২৯ ওভারে ১১০/৪।

১২: ১৯ , ডিসেম্বর ০৪

বাউন্ডারি নেই

২৩তম ওভারে শাহবাজকে টানা দুটি চার মেরেছিলেন সাকিব। পরের ওভারে ফিরে গেছেন। ৩৩তম ওভার পর্যন্ত এরপর বাউন্ডারি আসেনি আর। মাহমুদউল্লাহ ও মুশফিক আবারও খোলসবন্দী। শেষ ১৭ ওভারে ৬ উইকেট হাতে রেখে বাংলাদেশের প্রয়োজন ৬৫ রান।

১২: ৩৪ , ডিসেম্বর ০৪

মাহমুদউল্লাহ এলবিডব্লিউ, মুশফিক বোল্ড

প্রথম বলে আবেদন হয়েছিল এলবিডব্লিউর, ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম, তাতে সাড়া দেননি আম্পায়ার মাইকেল গফ। শার্দুল ঠাকুরের করা ৩৫তম ওভারের শেষ বলে আবার আবেদন হলো, এবার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। এবার আউট দিলেন গফ। মাহমুদউল্লাহ রিভিউ নিয়েছিলেন। কিন্তু বল ক্লিপ করেছে লেগ স্টাম্প, ফলে হয়েছে আম্পায়ার্স কল। রিভিউ বাঁচলেও বাঁচেননি মাহমুদউল্লাহ। ৩৫ বলে ১৪ রান মাহমুদউল্লাহর।

ঠিক পরের বলেই ফিরেছেন মুশফিকুর রহিমও। সিরাজের বাড়তি বাউন্সের বলে ব্যাট লাগিয়েছিলেন মুশফিক, ব্যাটে লেগে বল আঘাত হেনেছে স্টাম্পে। ২ বলে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ!  নিশ্চিতভাবেই ‘গেম অন’!

১২: ৫৩ , ডিসেম্বর ০৪

পথ হারাচ্ছে বাংলাদেশ…

মিরপুরে পথ হারাচ্ছে বাংলাদেশ। ৬ রানের মধ্যে পড়ল ৩ উইকেট, সর্বশেষ ফিরে গেলেন আফিফ হোসেন। আফিফ ও মিরাজের জুটিটি ছিল শেষ স্বীকৃত, ভাঙল সেটিও। কুলদিপের অফ স্টাম্পের বাইরের ফুললেংথের বলে ড্রাইভ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ দিলেন আফিফ। তৃতীয় দফায় সেটি নিতে পেরেছেন সিরাজ। সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ, জয়ের জন্য এখনো প্রয়োজন ৫৩ রান। আফিফ আউট হওয়ার পর টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ল বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চেহারা। তাতে কী ফুটে উঠল, সেটি অনুমান করে নেওয়া খুব একটা কঠিন নয়।

১২: ৫৬ , ডিসেম্বর ০৪

ইবাদত হিট উইকেট

নয়ে পাঠানো হয়েছিল ইবাদত হোসেনকে। কুলদিপের লেগ সাইডের বল খেলতে গিয়েছিলেন পেছনের পায়ে ভর করে। পেছাতে পেছাতে পা দিয়ে স্টাম্পই ভেঙে দিলেন, হলেন হিট উইকেট। ৩ ওভারে ২২ রান দেওয়া কুলদিপ চতুর্থ ওভার করতে এসে নিলেন ২ উইকেট।

১৩: ০১ , ডিসেম্বর ০৪

রইল বাকি ১

৮ বলের মধ্যে বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন হাসান মাহমুদ। রিভিউ কাজে আসেনি।

৮ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট।

১৩: ০৯ , ডিসেম্বর ০৪

মিরাজের ২ ছয়

কুলদিপের দুটি শর্ট বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে দুটি ছক্কা মেরেছেন মিরাজ। পঞ্চম বলে নিয়েছিলেন সিঙ্গেল, শেষ বলে ডাক করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের জয়ের জন্য এখন ৫৪ বলে প্রয়োজন ৩৩ রান, বাকি ১ উইকেট।

১৩: ২১ , ডিসেম্বর ০৪

বাঁচলেন মিরাজ

মিরপুরের আকাশে আরেকটু হলে হারিয়েই যেতে নিয়েছিল বলটা।

শার্দুল ঠাকুরের বলে মারা মিরাজের শট উঠেছিল বেশ ওপরে। উইকেটকিপার লোকেশ রাহুল ছুটে গিয়েছিলেন ডিপ ফাইন লেগে, গ্লাভসে নিয়েছিলেনও, তবে রাখতে পারেননি। পরের বলে আবারও ক্যাচ তুলেছিলেন মিরাজ, এবার পড়েছে থার্ডম্যানের ফিল্ডারের সামনে।

৪৩ বলে বাংলাদেশের প্রয়োজন ৩০ রান।

১৩: ৩০ , ডিসেম্বর ০৪

৪৪তম ওভার, বোলার দীপক চাহার, ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ

বিমারে নো বল।

ফ্রি হিটে রান নেই।

ফুলটসে স্কুপ করে চার।

ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার।

ডট।

সিঙ্গেল, ওভারথ্রো থেকে আরও একটি রান।

পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার।

বাংলাদেশের প্রয়োজন এখন ১৪ রান।

১৩: ৩৬ , ডিসেম্বর ০৪

প্রয়োজন ৮ রান

শার্দুল ঠাকুরের প্রথম ২ বল ডিফেন্ড করেছিলেন মোস্তাফিজুর রহমান। মিরাজ গিয়ে ভরসা দিচ্ছিলেন। তৃতীয় বলে ফ্লিক করে চার মেরে দিলেন মোস্তাফিজ। চতুর্থ বলে থার্ডম্যান থেকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ফিরিয়ে দিলেন মিরাজকে। পঞ্চম বল ডট দেওয়ার পর শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক নিজের কাছে রেখেছেন মিরাজ।

১৩: ৪৫ , ডিসেম্বর ০৪

১ উইকেটের জয় বাংলাদেশের

১৩: ৫৭ , ডিসেম্বর ০৪

মিরাজ-মোস্তাফিজের শেষ উইকেট জুটিতে নাটকীয় জয় বাংলাদেশের

চাহারের করা ৪৬তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে, কাট করে চার মারেন মিরাজ। পরের দুই বল ডট দেওয়ার পর চতুর্থ বলে স্কয়ার লেগ থেকে সিঙ্গেল। জয়ের জন্য প্রয়োজন ৩ রান। চাহারের সে বলটি ছিল নো, ফলে বাড়তি ১ রানের সঙ্গে ফ্রি হিটও পায় বাংলাদেশ। তবে ফ্রি হিটের ডেলিভারিটি চাহার করেন শর্ট, মিস করেন মোস্তাফিজ। পরের বলে মিডউইকেট থেকে সিঙ্গেল, সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙলেও মোস্তাফিজ ক্রিজে পৌঁছে যান তার আগেই। সে সিঙ্গেলই নিশ্চিত করে, ম্যাচ হচ্ছে টাই। শেষ বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারা শটে বাংলাদেশের ১ উইকেটের নাটকীয় জয় নিশ্চিত করেন মিরাজ।

আটে নামা মিরাজের সঙ্গে যখন শেষ ব্যাটসম্যান মোস্তাফিজ যোগ দেন, বাংলাদেশের তখনো প্রয়োজন ছিল ৫১ রান। শেরেবাংলা স্টেডিয়ামের প্রায় অর্ধেক দর্শক তখন মাঠ ছেড়ে চলে গেছেন। কিন্তু যাঁরা ছিলেন, তাঁদেরকে অনেক দিন মনে রাখার মতো এক ম্যাচ উপহার দিল মিরাজ-মোস্তাফিজের শেষ উইকেট জুটি। মিরাজ করেছেন দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিং, মাঝে ভাগ্যের সহায়তাও পেয়েছেন। মোস্তাফিজ তাঁকে সঙ্গে দিয়েছেন দারুণভাবে। মিরাজও আস্থা রেখেছেন তাঁর ওপর।

১৮৭ রান তাড়ায় এক সময় ৪ উইকেটে ১২৮ রানের স্কোর ছিল বাংলাদেশের। সে সময় নামে নাটকীয় ধস, ৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। জয়ের পথে ছুটতে থাকা বাংলাদেশ হুট করেই হাজির হয় হারের দ্বারপ্রান্তে। সেখান থেকেই মিরাজ-মোস্তাফিজের জুটিতে ম্যাচ নেয় নাটকীয় মোড়।

মিরাজ অপরাজিত থাকেন ৩৯ বল ৩৮ রান করে। এবং ভুলবেন না, মোস্তাফিজ অপরাজিত ছিলেন ১১ বলে ১০ রান করে।

২০১৫ সালে ভারত যখন বাংলাদেশে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল, সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই সিরিজেই ভারতকে এর আগে সর্বশেষ এ সংস্করণে হারায় বাংলাদেশ। আজ সাত বছর পর এলো আরেকটি জয়। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি ষষ্ঠ ওয়ানডে জয়।

শামসুল হক