মাইলফলক ছোঁয়ার ম্যাচে খরুচে মোস্তাফিজ

দিল্লির বিপক্ষে আজ ৪ ওভারে ৪৭ রান দিয়েছেন মোস্তাফিজবিসিসিআই

চেন্নাইয়ের পিচের সঙ্গে মিরপুরের মিল থাকায় মোস্তাফিজুর রহমান সেখানে একরকম ‘অটো চয়েজ’। কিন্তু ভারতের অন্য পিচগুলো খুব একটা মোস্তাফিজবান্ধব নয়। বাংলাদেশের বাঁহাতি পেসারকে তাই আজ চেন্নাই সুপার কিংস খেলাবে কিনা, এ নিয়ে ছিল সংশয়

শেষ পর্যন্ত বিশাখাপট্টনমের ম্যাচটিতে মোস্তাফিজকে চেন্নাই তাদের একাদশে রাখায় সংশয় কেটে গেছে। নিজের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে একটা মাইলফলকও ছুঁয়েছেন ‘দ্য ফিজ’। সব মিলিয়ে ২৬তম এবং সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট নিয়েছেন তিনি।

তবে বল হাতে সময়টা ভালো কাটেনি তাঁর। ৪ ওভারে দিয়েছেন ৪৭ রান, নিয়েছেন ১ উইকেট। ১১.৮০ ইকোনমি রেটে রান বিলিয়ে আজ তিনিই চেন্নাইয়ে সবচেয়ে খরুচে বোলার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৯৯ উইকেট নিয়ে দিল্লির বিপক্ষে খেলতে নেমেছিলেন মোস্তাফিজ। যাঁর উইকেট নিয়ে ৩০০তম উইকেটের মাইলফলকে পৌঁছেছেন, তিনিও ফিজের সাবেক সতীর্থ—ডেভিড ওয়ার্নার।

২০১৬ সালে এই ওয়ার্নারের নেতৃত্বেই আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ; সে বছরই মোস্তাফিজ পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি। ওয়ার্নার-মোস্তাফিজের বয়সের ব্যবধান ৯ বছর হলেও দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে তখন থেকেই।

অবশ্য মোস্তাফিজ যেভাবে ওয়ার্নারকে আউট করেছেন, সেটার কৃতিত্ব পুরোটাই পাতিরানার। শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো শ্রীলঙ্কার এই পেসার তাঁর ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে যে ক্যাচটি নিয়েছেন, সেটিকে আইপিএলের এবারের মৌসুম তো বটেই, ২০২৪ সালের সেরা ক্যাচ বলছেন কেউ কেউ।

সাকিব যখন কলকাতা নাইট রাইডার্সে ও মোস্তাফিজ যখন রাজস্থান রয়্যালসে খেলতেন
ফেসবুক

ওয়ার্নার যে ওভারে আউট হয়েছেন, তা ছিলেন দিল্লির ইনিংসের ১০তম ওভার। শুধু ওই ওভারটিতেই ৪ রান দিয়েছেন মোস্তাফিজ। বাকি ৩ ওভারে দিয়েছেন ১৮, ১৩ ও ১২ রান।

স্বীকৃত টি–টোয়েন্টিতে বর্তমানে সাকিবের মোট উইকেট ৪৮২টি, মোস্তাফিজের ঠিক ৩০০টি। ৬২৫ উইকেট নিয়ে সবার ওপরে ডোয়াইন ব্রাভো, যিনি চেন্নাইয়ে মোস্তাফিজদের বোলিং কোচের দায়িত্বে আছেন।

আরও পড়ুন

মোস্তাফিজ আজ দুটি ক্ষেত্রে সাকিবকে ছাড়িয়ে গেছেন। দ্রুততম ও সবচেয়ে কম বয়সী বাংলাদেশি হিসেবে মোস্তাফিজ ৩০০ টি–টোয়েন্টি উইকেট নিয়েছেন। এই মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছিল ২৬১ ম্যাচ, তখন তাঁর বয়স ছিল ৩১ বছর ৩১ দিন। মোস্তাফিজের লাগল ২৪৩ ম্যাচ, আজ তাঁর বয়স ২৮ বছর ২০৭ দিন।

নিষ্প্রভ মোস্তাফিজের রাতে অধিনায়ক ঋষভ পন্ত আর ওয়ার্নারের ফিফটিতে দিল্লি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৯১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়েছে চেন্নাই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ২ উইকেটে ২৩ রান করেছে মোস্তাফিজের দল।