হায়দরাবাদে মাঠকর্মীদের হৃদয় জিতলেন বাবর
বাবর আজম পাকিস্তানের বাইরেও কতটা জনপ্রিয়, সেটা আন্দাজ করে নেওয়া যায় এবারের বিশ্বকাপে। রাজনৈতিকভাবে পাকিস্তানের বৈরী প্রতিবেশী ভারতের মাটিতে বিশ্বকাপেও গ্যালারি থেকে প্রচুর সমর্থন পাচ্ছেন বাবর।
ভিসা জটিলতার কারণে পাকিস্তানি সমর্থকেরা এখনো ভারতে যেতে পারেননি। গ্যালারি থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরই সমর্থন পাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। বাবর নিজেও শুধু ব্যাটিংয়ের জন্যই নয়, মানুষ হিসেবেও আলাদা ছাপ রাখতে পেরেছেন ক্রিকেটের বাইরে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জেতার পর হায়দরাবাদের মাঠকর্মীদের মনও জিতেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৪ রান তাড়া করে রেকর্ড জয়ের পর হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠকর্মীদের প্রধানকে পাকিস্তান জাতীয় দলের জার্সি উপহার দেন বাবর। এরপর মাঠকর্মীদের সবাইকে সঙ্গে নিয়ে ছবিও তুলেছেন। দুই দলের ইনিংস মিলিয়ে প্রায় সাত শ রানের কাছাকাছি ওঠা এই ম্যাচে দারুণ ব্যাটিং উইকেটের জন্য মাঠকর্মীদের এভাবে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক, জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
আইসিসির ইনস্টাগ্রাম পেজ থেকে ছবি তোলার মুহূর্তের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের জন্য বাবর আজমের দারুণ এক কাজ।’ ক্রিকেটপ্রেমীরাও সেখানে বাবরের প্রশংসা করে মন্তব্য করেন। পাকিস্তানি এক সমর্থক ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘অধিনায়কের দারুণ আচরণ এবং ধন্যবাদ হায়দরাবাদ।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি তুলে নেওয়া মোহাম্মদ রিজওয়ানও স্থানীয় কিউরেটরের প্রশংসা করেন। হায়দরাবাদে দুই সপ্তাহের সূচি শেষে সংবাদমাধ্যমকে রিজওয়ান বলেছেন, ‘প্রথম এই মাঠে ঢোকার পর তিনি (কিউরেটর) আমাকে বলেছিলেন, রিজওয়ান, এই মাঠে তোমার অবশ্যই দুটো সেঞ্চুরি করা উচিত। আজ (গতকাল) তার সঙ্গে দেখা করেছি। আমরা তার জন্য দোয়া করব, আপনাদেরও করা উচিত।’
হায়দরাবাদে দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ে ৬৮ রান করেন রিজওয়ান। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ১৩১ রানের অপরাজিত ইনিংস।
বিশ্বকাপের আগে এবার দুটি প্রস্তুতি ম্যাচও হায়দরাবাদেই খেলেছে। সেখানকার আতিথেয়তা নিয়েও এর আগে কথা বলেছেন বাবররা। তাদের পরের ম্যাচ ভারতের বিপক্ষেই, ১৪ অক্টোবর আহমেদাবাদে।