রাওয়ালপিন্ডিতে তিন স্পিনার নিয়ে খেলবে ইংল্যান্ডও

রাওয়ালপিন্ডির উইকেট দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালামএএফপি

পাকিস্তানের পথেই হাঁটল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে বেন স্টোকসের দল। ম্যাচ শুরুর দুই দিন আগেই আজ একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। মুলতানে খেলা দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচের সঙ্গে যোগ হয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। তিন টেস্টের সিরিজে এখন ১-১ সমতা।

তিন স্পিনারের পথে না হেঁটে ইংল্যান্ডের উপায় ছিল না। মুলতানে দ্বিতীয় টেস্টে স্পিনে নাজেহাল হয়েই হেরেছেন বেন স্টোকসরা। ওই টেস্টের মতোই রাওয়ালপিন্ডিতেও স্পিন-বান্ধব উইকেট বানিয়েছে পিসিবি। তাই পেসার কমিয়ে তিন স্পিনার নিয়ে খেলার এই সিদ্ধান্ত।

মুলতানের প্রথম টেস্টে হারের পর অভাবনীয়ভাবে প্রথম টেস্টের উইকেটেই দ্বিতীয় ম্যাচটি আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরোনো উইকেটে স্পিন ধরবে, তাই সে ম্যাচে তিন বিশেষজ্ঞ স্পিনার নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদকে নিয়ে খেলে। এঁদের দুজন নোমান ও সাজিদ মিলেই ইংল্যান্ডের ২০ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন।

রেহান আহমেদকে নিয়েই রাওয়ালপিন্ডি টেস্ট খেলবে বেন স্টোকসের ইল্যান্ড
এএফপি

মুলতানে খেলা দুই পেসার ব্রায়ডন কার্স ও ম্যাথু পটসকে ইংল্যান্ড রাখেনি তৃতীয় টেস্টের দলে। দলে ফেরানো হয়েছে পেসার গাস অ্যাটকিনসনকে। এ ছাড়া পেসার হিসেবে আছেন অধিনায়ক বেন স্টোকসও।

তিন স্পিনার নেওয়ার ব্যাখ্যায় ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুক বিবিসিকে বলেছেন, ‘এখানে সম্ভবত সুইং ও সিম (মুভমেন্ট) পাওয়া যাবে না। পিচ দেখার আমরা ভেবেছি কীভাবে সেরা দল নিয়ে মাঠে নামা যাবে।’

দুই বছর আগে পাকিস্তানেই টেস্ট অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সী রেহান আহমেদের। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়া রেহান এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে পেয়েছেন ১৮ উইকেট।

রাওয়ালপিন্ডিতে অধিনায়ক বেন স্টোকস (মাঝে) ও ক্রিস ওকসের (বাঁয়ে) সঙ্গে গাস অ্যাটকিনসন। অ্যাটকিনস খেলবেন রাওয়ালপিন্ডিতে
এএফপি

মুলতানে দ্বিতীয় টেস্টের আগে উইকেটের দুই প্রান্তে বিশাল দুই ফ্যান বসিয়ে পিচে বাতাস দিয়েছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতেও একই দৃশ্য দেখা গেছে গত কয়েক দিনে। উইকেট শুকনা রেখে বেশি স্পিন পেতে ও স্পিনারদের গ্রিপ রাখতেই এই ব্যবস্থা। আর সেটি দেখেই তিন স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ ও শোয়েব বশির।
আরও পড়ুন