লিস্ট ‘এ’ ইতিহাসে কোথায় আছে প্রাইম ব্যাংকের ৪২২

নতুন রেকর্ড গড়েছে মোহাম্মদ নাঈমের প্রাইম ব্যাংকশামসুল হক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ইতিহাস গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম দল হিসেবে ৪০০ করেছে ব্যাংক দলটি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্সের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রান করেছে প্রাইম ব্যাংক

বাংলাদেশে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ করা প্রথম দলটির নাম অবশ্য প্রাইম ব্যাংক নয়। ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪০৯ রান করেছিল ভারত।

৬২ বছরের লিস্ট ‘এ’ ইতিহাসে ৪০০ করার ৯৮তম উদাহরণ গড়েছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ইনিংসের তালিকায় দলটি ভারতের পাঞ্জাবের সঙ্গে যৌথভাবে ৩৮ নম্বরে আছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসটা ৫০৬ রানের! ২০২২ সালে ভারতের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ২ উইকেটে ৫০৬ রান করেছিল তামিলনাড়ু। জবাবে ৭১ রানে অলআউট হয়ে যায় অরুণাচল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০০ রানের ইনিংস ওই একটিই।

কোন ম্যাচগুলো লিস্ট ‘এ’

টেস্ট ম্যাচ মাত্রই যেমন প্রথম শ্রেণির ক্রিকেট, তেমনি ওয়ানডে বা এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট মানেই লিস্ট ‘এ’ ক্রিকেট। আন্তর্জাতিক ম্যাচের বাইরে টেস্ট খেলুড়ে ১২টি দেশের সর্বোচ্চ ঘরোয়া এক দিনের টুর্নামেন্টেরও লিস্ট ‘এ’ স্বীকৃতি আছে। কোন টুর্নামেন্টটি লিস্ট ‘এ’ স্বীকৃতি পাবে, সেটি নির্ধারণ করে সেই দেশের বোর্ড। বাংলাদেশে যে মর্যাদা পেয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। এ ছাড়া টেস্ট দলগুলো সফরে সেই দেশের কোনো প্রথম শ্রেণির দলের বিপক্ষে খেললে সেই ম্যাচগুলোও লিস্ট ‘এ’ মর্যাদা পায়। যা পায় ‘এ’ দলের খেলা ম্যাচ ও আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগের ম্যাচগুলোও।
আরও পড়ুন
ইতিহাসের সাক্ষী স্কোরকার্ড
প্রথম আলো

১৯৬৩ সালে লিস্ট ‘এ’ শব্দটির সঙ্গে পরিচয় ক্রিকেটের। ইংল্যান্ডের ঘরোয়া ৬৫ ওভারের জিলেট কাপের ম্যাচগুলো পেয়েছিল সেই স্বীকৃতি। ২৪ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেট প্রথম ‘৪০০’ দেখে। ১৯৮৭ সালে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে ডেভনের বিপক্ষে ৪০৪ রান করে উস্টারশায়ার। সেই ম্যাচটি ছিল ৬০ ওভারের। ৫০ ওভারের লিস্ট ‘এ’ ম্যাচ প্রথম ৪০০ দেখে ২০০১ সালে। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে নর্দার্ন উইন্ডওয়ার্ড আইল্যান্ডের বিপক্ষে ৪০৯ রান করেছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আরও পড়ুন