কানপুরের উইকেট নিয়ে এবার ভিন্ন তথ্য দিলেন ভারতের পেসার আকাশ দীপ

প্রথম টেস্টে টানা ২ বলে জাকির ও মুমিনুলকে বোল্ড করেছেন আকাশ দীপবিসিসিআই

ঐতিহ্যগতভাবে ব্যাটিং-সহায়ক। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররাও বাঁক পেতে শুরু করেন। পেসারদের জন্য তেমন কিছু থাকে না।

বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম নিয়ে মূলত এমন কথাই বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছে। তবে ভারতীয় পেসার আকাশ দীপ কিছুটা ভিন্ন তথ্য দিয়েছেন। এই পেসারের দাবি, গ্রিন পার্কের উইকেট শুধু ব্যাটসম্যানদের জন্য নয়।

বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টে ২ উইকেট নেওয়া এই পেসার গতকাল কানপুরে সাংবাদিকদের বলেন, ‘আমি যা দেখেছি, এটাকে স্পোর্টিং উইকেট মনে হয়েছে, শুধু ব্যাটসম্যানদের উইকেট নয়। উইকেট যেমনই হোক না কেন, আমি যদি খেলি, আমার কাজ হবে ভালো জায়গায় বোলিং করে যাওয়া। যদি উইকেট পেসারদের জন্য সহায়ক না–ও হয়, আমাকে উইকেট পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে।’

কানপুর গ্রিন পার্ক স্টেডিয়াম
গ্রিন পার্ক কানপুর ফেসবুক পেজ

স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানের পাশাপাশি বোলারের জন্যও কিছু না কিছু সহায়তা থাকে। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়েও উইকেট অনেকটা এমনই ছিল। পেসাররা সহায়তা পেয়েছেন, ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলেছেন, আবার স্পিনাররাও উইকেট পেয়েছেন।

আরও পড়ুন

গ্রিন পার্কের উইকেট অনেকটা চেন্নাইয়ের মতোই হবে বলে জানিয়েছেন স্টেডিয়ামটির পিচ কিউরেটর শিব কুমার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘চেন্নাইয়ের ম্যাচের মতো উইকেট হবে। সবার জন্যই কিছু না কিছু থাকবে। প্রথম দুই সেশনে বাউন্স থাকবে, প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে। এরপর শেষ তিন দিন স্পিনাররা সহায়তা পাবেন।’

গ্রিন পার্ক স্টেডিয়ামে ৪১ বছর ধরে কাজ করা এক মাঠকর্মীও ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, টেস্টের তৃতীয় দিন থেকেই স্পিনাররা এখানে দাপট দেখাবেন।

আকাশ এখন পর্যন্ত ক্যারিয়ারে টেস্ট খেলেছেন দুটি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের একটি ম্যাচ। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৮৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন আকাশ।

প্রথম টেস্টে শুরুটা ভালো হলেও ২৮০ রানে হেরেছে বাংলাদেশ
এএফপি

২৭ বছর বয়সী এই পেসার কানপুর স্টেডিয়াম নিয়ে নিজের স্মৃতিচারণা করেছেন, ‘আমি বেনারসের, যে জায়গাটা এখান থেকে খুব বেশি দূরে নয়। ছোটবেলায় গ্রিন পার্ক স্টেডিয়ামের নাম শুনেছি, তখন ভেবেছি, পুরো স্টেডিয়াম সবুজ, সে কারণেই এমন নাম। ওই সময়ে তো কোনো স্টেডিয়ামই দেখিনি। এখানে আসার পর সেই কথা মনে পড়েছিল, প্রথম যে স্টেডিয়ামের নাম শুনেছি, তার নাম ছিল গ্রিন পার্ক। ভালোই লাগছে, ছোটবেলায় যে স্টেডিয়ামের নাম শুনেছি সেখানে এসে।’

গ্রিন পার্কে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে ভারত।

আরও পড়ুন