ভারতের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচেও সাকিবের যে ‘চাওয়া-পাওয়া’
এশিয়া কাপ থেকে এখন আর কী চাওয়ার থাকতে পারে বাংলাদেশের? আগামীকাল ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি খেলবে সাকিব আল হাসানের দল। এর আগেই নিশ্চিত হয়ে গেছে, ফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। আর আজ পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের জয়ী হবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ। বৃষ্টির কারণে আজকের ম্যাচটি যদি না হয়, তাহলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা।
এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান যখন এমন, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে কী চান অধিনায়ক সাকিব আল হাসান? আজ শ্রীলঙ্কায় সাকিবকে এমন প্রশ্নই করেছিলেন সাংবাদিকেরা। এই প্রশ্নের উত্তরে সাকিব যেন একটু মজাই করলেন। প্রশ্নকর্তাকে পাল্টা প্রশ্ন করেছেন তিনি, ‘আপনার লক্ষ্য কী থাকত?’ এর উত্তরে ওই সাংবাদিক বলেছেন, ‘আমি তো জিততে চাইতাম।’ এরপর সাকিবও বলেন, ‘আমরাও জিততে চাইব।’
এই আলোচনার প্রসঙ্গ ধরে আরেক সাংবাদিক সাকিবকে বলেন, ‘এশিয়া কাপ থেকে তো বাংলাদেশের এখন আর চাওয়া–পাওয়ার কিছু নেই। তাহলে ভারতের বিপক্ষে ম্যাচে লক্ষ্য কী থাকবে...।’ প্রশ্ন হওয়ার আগেই সাকিব উত্তর দেওয়া শুরু করে দেন। তিনি বলেন, ‘অবশ্যই চাওয়া–পাওয়ার আছে। আমরা চাইব, ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে। এটা করতে পারলেও আমাদের জন্য অনেক ভালো কিছু হবে।’
এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন সাকিবরা। এশিয়া কাপের ব্যর্থতার প্রভাব বিশ্বকাপে পড়বে কি না, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘প্রভাব পড়তে পারে।’ এটুকু বলে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আবার তিনি বলেছেন, ‘না–ও পড়তে পারে।’
প্রসঙ্গক্রমে আসে এশিয়া কাপে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যর্থতার কথা। এশিয়া কাপে দলের কোন বিষয়গুলো নিয়ে সাকিব সন্তুষ্ট নন—এমন এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এটা সংবাদমাধ্যমে বলার বিষয় নয়। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টে আলোচনা হবে।’